নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : টোকিয়োতে ব্রোঞ্জ জয়ী প্যারা অলিম্পিয়ান শরদ কুমারের হৃদপিণ্ডে আঘাত ধরা পড়ল ৷ তিনি সম্প্রতি দিল্লিতে এইমসে ভর্তি হয়েছিলেন ৷ সেখানেই তাঁর হৃদপিণ্ডে চোট ধরা পড়েছে ৷ হাইজাম্পার শরদ কুমারের বুকে ব্যাথা ওঠার পরেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ৷ তিনি জানিয়েছেন, ঠিক কী হয়েছে, তা নিজেও জানেন না ৷ তবে, তাঁর রিপোর্টে হৃদপিণ্ডে একটি চোট ধরা পড়েছে এবং তাঁর বুকে ব্যাথা রয়েছে ৷
সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে শরদ কুমার বলেন, ‘‘আমি জানি না কী হয়েছে ৷ কিন্তু, আমার রিপোর্ট দেখাচ্ছে যে, সেখানে একটি চোট রয়েছে এবং আমি যন্ত্রণা অনুভব করছি ৷ আমি হাসপাতালের রোজের এই শারীরিক পরীক্ষায় বিরক্ত হয়ে গিয়েছি এবং এখন আমি বাড়িতে রয়েছি ৷ কিন্তু, আমাকে শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যেতেই হবে ৷’’ টোকিয়ো প্যারাঅলিম্পিকসে ব্রোঞ্জ জেতার পর শরদ কুমার জানিয়েছেন, তিনি গোটা টুর্নামেন্টে চোটের সমস্যায় ভুগেছেন ৷
আরও পড়ুন : NEERAJ CHOPRA : সোনার সাক্ষাতে নীরজকে পোষ্য উপহার অভিনবের, নাম রাখলেন 'টোকিয়ো'
শরদ কুমার বলেন, ‘‘এটা আমার জন্য খুবই খারাপ ছিল ৷ আমি সারা রাত ধরে কাঁদতাম ৷ বিষয়টা হল, আমি মেনিসকাস বা হাঁটুর জয়েন্টের উপর ল্যান্ড করেছিলাম ৷ যার জন্য আমার মেনিসকাস তার জায়গা থেকে সরে গিয়েছিল ৷ আমি ভাবতেও পারিনি যে, আমি টুর্নামেন্টে অংশ নিতে পারব ৷ আমি সকালে আমার মা বাবার সঙ্গে কথা বলেছিলাম ৷ তাঁদেরকে আমি জানাই, আমি আর পারছি না এবং আমি এমন কিছু করেছি যার জন্য আমাকে শাস্তি পেতে হতে পারে ৷’’
আরও পড়ুন : IPL 2021 DC vs SRH : ধাওয়ান-আইয়ারের ঝোড়ো ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে দাপুটে জয় দিল্লির
প্রসঙ্গত, প্যারাঅলিম্পিকসে ব্রোঞ্জ পদক জেতার পর সাংবাদিক বৈঠকে শরদ কুমার জানিয়েছিলেন তাঁর ভাই এবং কয়েকজন বন্ধুর কথায় তিনি টোকিয়ো প্যারাঅলিম্পিকসে অংশ নিতে যান ৷ শরদ কুমার বলেন, ‘‘আমি জানি না কেন আমার ভাই এবং কয়েকজন বন্ধু আমাকে বলেছিল, তুমি যাও এবং অংশ নাও ৷ হার হোক বা জয় তাতে কিছু যায় আসে না ৷’’ প্রসঙ্গত গত শনিবার শরদ কুমারের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানের জন্য মনোনীত করা হয়েছে ৷
আরও পড়ুন : ATK Mohun Bagan : হাফডজন গোলে উজবেকিস্তানে নৌকাডুবি