প্যারিস, 14 জুন : ফরাসি ওপেন জিতে নিজের 'একনিষ্ঠ' সমর্থকের হাতে বিশেষ উপহার তুলে দিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ৷ যে র্যাকেটকে সঙ্গী করে কেরিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন ট্রফি জিতলেন, সেটাই তুলে দিলেন এক খুদে সমর্থকের হাতে ৷ পছন্দের তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে আপ্লুত ছেলেটি ৷
বিপক্ষ স্টেফানোস সিসিপাসের বিরুদ্ধে তখন প্রথম দু'সেটে পিছিয়ে নোভাক জকোভিচ ৷ তাহলে কি দ্বিতীয়বারের মতো ফরাসি ওপেনের (French Open) ট্রফিটা ছোঁয়া হবে না ৷ বিশ্বের একনম্বর টেনিস খেলোয়াড়েরও তখন অনুপ্রেরণার প্রয়োজন ৷ নোভাক... নোভাক বলে গলা ফাটানোর জন্য গ্যালারি ভর্তি সমর্থকও নেই ৷ ওই অবস্থায় এক খুদে ক্রমাগত জকোভিচকে সমর্থন করে গিয়েছে ৷ গ্যালারি থেকে চেঁচিয়ে নানা উপদেশ দিয়ে যাচ্ছিল সে ৷ রুদ্ধশ্বাস ফাইনালের মধ্যেও বিষয়টি নজর এড়ায়নি জকোভিচের ৷ তাই কেরিয়ারের 19তম গ্র্যান্ড স্ল্যাম জিতে উপহারস্বরূপ ওই খুদেকে নিজের র্যাকেটটি তুলে দিলেন তিনি ৷ ফরাসি ওপেনের ফাইনালের মঞ্চে এমন মন জয় করা দৃশ্যের সাক্ষী থাকল টেনিস বিশ্ব ৷
-
A moment they will NEVER forget ❤#RolandGarros pic.twitter.com/wa9CUzta0N
— Roland-Garros (@rolandgarros) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A moment they will NEVER forget ❤#RolandGarros pic.twitter.com/wa9CUzta0N
— Roland-Garros (@rolandgarros) June 13, 2021A moment they will NEVER forget ❤#RolandGarros pic.twitter.com/wa9CUzta0N
— Roland-Garros (@rolandgarros) June 13, 2021
পরে বিষয়টি নিয়ে জকোভিচ বলেন, "প্রায় গোটা ম্যাচে ওর গলার আওয়াজ আমার কানে বেজেছে ৷ বিশেষ করে যখন আমি প্রথম দুটি সেটে পিছিয়ে পড়েছিলাম তখন ক্রমাগত উৎসাহ ও পরামর্শ দিয়ে যাচ্ছিল ৷" হাসতে হাসতে সার্বিয়ান তারকা বলেন, "ও আমাকে রীতিমতো ট্যাকটিক্স বলে দিচ্ছিল ৷ বলা যায় কোচের কাজটা ওই করছিল ৷ ব্যাপারটা আমার খুব মজার লেগেছে ৷ তাই এই সেরা মানুষটির হাতে র্যাকেট তুলে দিলাম ৷ যাতে ভবিষ্যতে ও এভাবেই আমাকে সমর্থন করতে থাকে ৷"
আরও পড়ুন : French open : পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি জোকারের
19বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীর এই ব্যবহারে আপ্লুত নেটিজেনরা ৷ অনেকে বলেছেন, এই ঘটনা ওই খুদের জীবন বদলে দিতে পারে ৷ হয়তো নোভাককে অনুপ্রেরণা করে ভবিষ্যতে হয়ে উঠতে পারে বড় টেনিস খেলোয়াড় ৷ উপহার পাওয়ার পর জকোভিচের ওই খুদে সমর্থকের প্রতিক্রিয়া ছিল দেখার মতো ৷ বিস্ময়ের ঘোর কাটতেই লাফাতে শুরু করে সে ৷ গ্যালারিতে বসে থাকা আশপাশের দর্শকরা এসে তাকে অভিনন্দন জানিয়ে যায় ৷