মেলবোর্ন, 10 ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে কঠিন লড়াইয়ের মুখে ফেললেন 23 বছরের মার্কিন টেনিস খেলোয়াড় ফ্রান্সিস তিয়াফো ৷ সাড়ে তিন ঘণ্টার ম্যারাথন ম্যাচে নোভাক 6-3, 6-7 (3-7), 7-6 (7-2), 6-3 সেটে জেতেন ৷
দুই খেলোয়াড়ই দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে চতুর্থ সেটে সার্ভ করছিলেন ৷ এমনকী যে মুহূর্তে আরও একটি টাইব্রেকার হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল, ঠিক তখনই তিয়াফোকে তাঁর সার্ভে সময় নষ্ট করার জন্য সতর্ক করা হয় ৷ এরপরই তিনি নিজের ধৈর্য হারিয়ে ফেলেন এবং তাঁর করা সার্ভ লাইনের পিছনে গিয়ে পড়ে ৷ যারপর আর ম্যাচে ফিরতে পারেননি ফ্রান্সিস তিয়াফো ৷
আরও পড়ুন : কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য 40 হাজার ইউরো অনুদান জোকভিচের
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেছিলেম মার্কিন টেনিস খেলোয়াড় তিয়াফো ৷ তবে, অভিজ্ঞ জোকোভিচের কাছে সেই আগ্রাসন খুব একটা কাজে আসেনি ৷ জোকোভিচ যেখানে এক সুযোগে 5 টি ব্রেক পয়েন্ট নিজের নামে করেছেন ৷ সেখানে মাত্র 2 বার তিয়াফো ব্রেক পয়েন্ট নিতে পেরেছিলেন ৷