ETV Bharat / sports

T20 World Cup : জুতোয় করে বিয়ার পান, বিশ্বসেরা হয়ে ‘উল্লাস’ অজ়িদের

উইলিয়ামসনের লড়াই ব্যর্থ করে ওয়ার্নার-মার্শের ব্যাটে বিশ্বসেরা অস্ট্রেলিয়া ৷ 50 ওভারের ফর্ম্য়াটে পাঁচবারের বিশ্বচ্য়াম্পিয়নরা প্রথমবারের জন্য টি-20 ক্রিকেটে বিশ্বসেরার তকমা পেয়েছেন অ্যারন ফিঞ্চরা ৷ তারপরই ড্রেসিং রুমে বিশেষ উল্লাসে মাতলেন তাঁরা ৷

T20 World Cup
‘আজব উল্লাসে’ মাতলেন ওয়েড-স্টোইনিসরা
author img

By

Published : Nov 15, 2021, 2:23 PM IST

দুবাই, 15 নভেম্বর : প্রথমবার টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে পাঁচবারের 50 ওভারের বিশ্বকাপজয়ী দল ৷ সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে প্রথমবার সেরা হওয়ার পথে কিউয়িদের 8 উইকেটে হারায় অজিরা ৷ তাও 7 বল বাকি থাকতে ৷ তারপরই ড্রেসিংরুমে আনন্দে মাতলেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নাররা ৷ তারমধ্যেই দেখা গেল পা থেকে জুতো খুলে নিয়ে তার মধ্যে বিয়ার ঢেলে খাচ্ছেন ম্যাথু ওয়েড ৷ তাঁর হাত থেকে সেই জুতো ছিনিয়ে নিলেন মার্কাস স্টোইনিস ৷ ওয়েডের জুতো থেকেই বিয়ার খেলেন তিনি ৷

এই ধরনের উদযাপনকে বলা হয় ‘শুয়ি’ (Shoey)। অস্ট্রেলিয়ানদের বিশ্বাস, শুয়ি সমস্ত খারাপ সময় দূর করে সৌভাগ্য নিয়ে আসে । কোনও মহিলার জুতো থেকে শ্যাম্পেন খাওয়াকেও পবিত্র বলে মনে করেন তাঁরা ৷

আরও পড়ুন : T20 World Cup Final : উইলিয়ামসনের লড়াই ব্য়র্থ করে প্রথমবার টি-20তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

কেন উইলিয়াসনের অধিনায়কোচিত ইনিংসে অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য়মাত্রা দেয় কিউয়িরা ৷ কেনের 48 বলে 85 রানে স্কোরবোর্ডে 172 রান তোলে নিউজিল্য়ান্ড ৷ পাল্টা ব্যাট করতে নেমে অধিনায়ক ফিঞ্চ 5 রানে ফিরলেও তার আঁচ পড়তে দেননি ওয়ার্নার-মার্শ ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্য়াটারের 92 রানের জুটিই অজিদের কাপ জয়ের মঞ্চ গড়ে দেয় ৷ 38 বলে ওয়ার্নার ঝোড়ো 53 করে ফিরলেও 77 (55) রানে অপরাজিত থেকে দলকে সেরা করেই মাঠ ছাড়েন মার্শ ৷ ওয়ার্নারের ইনিংসে ছিল 4টি চার, 3টি ছয় ৷ মার্শের 77 রানের ম্য়াচ জেতানো ইনিংস আসে 50 বলে ৷ ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন 28 রানে ৷ সবমিলিয়ে 50 ওভারে বিশ্বজয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করে গেল অজিরা ৷ ফেভারিট হিসেবে শুরু না করেও ফের মসনদে ক্য়াঙ্গারুবাহিনী ৷

দুবাই, 15 নভেম্বর : প্রথমবার টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে পাঁচবারের 50 ওভারের বিশ্বকাপজয়ী দল ৷ সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে প্রথমবার সেরা হওয়ার পথে কিউয়িদের 8 উইকেটে হারায় অজিরা ৷ তাও 7 বল বাকি থাকতে ৷ তারপরই ড্রেসিংরুমে আনন্দে মাতলেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নাররা ৷ তারমধ্যেই দেখা গেল পা থেকে জুতো খুলে নিয়ে তার মধ্যে বিয়ার ঢেলে খাচ্ছেন ম্যাথু ওয়েড ৷ তাঁর হাত থেকে সেই জুতো ছিনিয়ে নিলেন মার্কাস স্টোইনিস ৷ ওয়েডের জুতো থেকেই বিয়ার খেলেন তিনি ৷

এই ধরনের উদযাপনকে বলা হয় ‘শুয়ি’ (Shoey)। অস্ট্রেলিয়ানদের বিশ্বাস, শুয়ি সমস্ত খারাপ সময় দূর করে সৌভাগ্য নিয়ে আসে । কোনও মহিলার জুতো থেকে শ্যাম্পেন খাওয়াকেও পবিত্র বলে মনে করেন তাঁরা ৷

আরও পড়ুন : T20 World Cup Final : উইলিয়ামসনের লড়াই ব্য়র্থ করে প্রথমবার টি-20তে বিশ্বসেরা অস্ট্রেলিয়া

কেন উইলিয়াসনের অধিনায়কোচিত ইনিংসে অস্ট্রেলিয়াকে কঠিন লক্ষ্য়মাত্রা দেয় কিউয়িরা ৷ কেনের 48 বলে 85 রানে স্কোরবোর্ডে 172 রান তোলে নিউজিল্য়ান্ড ৷ পাল্টা ব্যাট করতে নেমে অধিনায়ক ফিঞ্চ 5 রানে ফিরলেও তার আঁচ পড়তে দেননি ওয়ার্নার-মার্শ ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্য়াটারের 92 রানের জুটিই অজিদের কাপ জয়ের মঞ্চ গড়ে দেয় ৷ 38 বলে ওয়ার্নার ঝোড়ো 53 করে ফিরলেও 77 (55) রানে অপরাজিত থেকে দলকে সেরা করেই মাঠ ছাড়েন মার্শ ৷ ওয়ার্নারের ইনিংসে ছিল 4টি চার, 3টি ছয় ৷ মার্শের 77 রানের ম্য়াচ জেতানো ইনিংস আসে 50 বলে ৷ ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন 28 রানে ৷ সবমিলিয়ে 50 ওভারে বিশ্বজয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করে গেল অজিরা ৷ ফেভারিট হিসেবে শুরু না করেও ফের মসনদে ক্য়াঙ্গারুবাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.