ETV Bharat / sports

Volleyball Tournament: পুজো সংগঠকদের নিয়ে ভলিবল টুর্নামেন্ট শহরে

পুজো শুরুর আগেই মাঠে নামবেন ওঁরা । শহরের ৬৪টি ক্লাবের সদস্যদের মধ্যে হবে ভলিবল প্রতিযোগিতা (Volleyball Tournament Before Durga Puja) ।

Volleyball Tournament
পুজো শুরুর আগেই মাঠে নামবেন ওঁরা
author img

By

Published : Aug 12, 2022, 6:58 AM IST

কলকাতা, 12 অগস্ট: ওঁদের অনেকেই চেনে। ওঁদের লড়াই দেখার অপেক্ষাও থাকে সারা বছর । কিন্তু এবার অন্য ময়দানে একে অপরকে কড়া চ্যালেঞ্জর মুখে ফেলবেন কলকাতার তাবড় পুজো কর্তারা । মোট 64টি পুজো কমিটির সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ভলিবল প্রতিযোগিতায় । এ মাসের 23 তারিখ থেকে 27 পর্যন্ত চলবে প্রতিযোগিতা (Volleyball Tournament Will Begin form 23rd August)।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে শুক্রবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান পবন কুমার পাতদিয়া। 16 দলীয় এই প্রতিযোগিতায় দলগুলিকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। মোট 640 জন খেলোয়াড় অংশ নেবেন এই টুর্নামেন্টে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে 40টি দল নাম নথিভুক্ত করেছে। প্রাথমিক ভাবে 2100 টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে নেওয়া হলেও, লিগের প্রথম তিনটি ম্যাচের পর তা ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ কার্যত বিনামূল্যে থান্ডার্বল্টস কাপে অংশ নিতে পারবে দলগুলি। বাংলায় ভলিবল এর প্রমোশনই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানানো হয় আয়োজকদের তরফে।

আরও পড়ুন: 'মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই', সবুজ-মেরুনের নয়া তাঁবু উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

পুজোর আর দু'মাসও বাকি নেই । করোনার ধাক্কা কাটিয়ে দু'বছর বাদে আবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠতে তৈরি হচ্ছে আট থেকে আশি । তার আগে ভলিবলের এই লড়াই যে উৎসবে এক বিশেষ মাত্রা যোগ করছে তা বলাই যায়।

কলকাতা, 12 অগস্ট: ওঁদের অনেকেই চেনে। ওঁদের লড়াই দেখার অপেক্ষাও থাকে সারা বছর । কিন্তু এবার অন্য ময়দানে একে অপরকে কড়া চ্যালেঞ্জর মুখে ফেলবেন কলকাতার তাবড় পুজো কর্তারা । মোট 64টি পুজো কমিটির সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ভলিবল প্রতিযোগিতায় । এ মাসের 23 তারিখ থেকে 27 পর্যন্ত চলবে প্রতিযোগিতা (Volleyball Tournament Will Begin form 23rd August)।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে শুক্রবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান পবন কুমার পাতদিয়া। 16 দলীয় এই প্রতিযোগিতায় দলগুলিকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। মোট 640 জন খেলোয়াড় অংশ নেবেন এই টুর্নামেন্টে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে 40টি দল নাম নথিভুক্ত করেছে। প্রাথমিক ভাবে 2100 টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে নেওয়া হলেও, লিগের প্রথম তিনটি ম্যাচের পর তা ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ কার্যত বিনামূল্যে থান্ডার্বল্টস কাপে অংশ নিতে পারবে দলগুলি। বাংলায় ভলিবল এর প্রমোশনই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানানো হয় আয়োজকদের তরফে।

আরও পড়ুন: 'মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই', সবুজ-মেরুনের নয়া তাঁবু উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

পুজোর আর দু'মাসও বাকি নেই । করোনার ধাক্কা কাটিয়ে দু'বছর বাদে আবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠতে তৈরি হচ্ছে আট থেকে আশি । তার আগে ভলিবলের এই লড়াই যে উৎসবে এক বিশেষ মাত্রা যোগ করছে তা বলাই যায়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.