টোকিয়ো, 1 অগস্ট : বিষয়টি দেশের সুরক্ষার হোক বা বক্সিং রিং ৷ প্রতিপক্ষকে মাত দিতে শারীরিক শক্তির সঙ্গে লাগে মানসিক দৃঢ়তাও ৷ টোকিয়ো অলিম্পিকসের মঞ্চে এক ভারতীয় সেনার মনোবল দেখল ক্রীড়া বিশ্ব ৷ কপালে সাতটি স্টিচ, চোখের নিচে ক্ষত নিয়ে কোয়ার্টার ফাইনালে লড়াই করলেন বক্সার সতীশ কুমার ৷ হেরে গেলেন বটে ৷ কিন্তু তাঁর সাহস ও কঠিন মানসিকতা মুগ্ধ করল দেশবাসীকে ৷ চোটের কারণে পদক জয়ের সুযোগ হারালেও নেটিজেনদের কুর্নিশ আদায় করে নিলেন বক্সার সতীশ কুমার ৷
ভারতীয় সেনার জুনিয়র কমিশন্ড অফিসার সুবেদার মেজর সতীশ কুমার যাদব ৷ 6 ফুট 2 ইঞ্চির 32 বছরের সতীশ উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ৷ বক্সিং তাঁর নেশা ৷ 2014 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন সতীশ ৷ সেই বক্সিং তাঁকে অলিম্পিকসের টিকিট জোগাড় করে দেয় ৷ 91 কেজি সুপার হেভিওয়েট বক্সিংয়ে এই প্রথম কোনও ভারতীয় বক্সার অংশ নেয় ৷ টোকিয়োয় দেশের অন্যান্য পুরুষ বক্সাররা যখন চূড়ান্ত ব্যর্থ তখন প্রথমবারই পদক জয়ের আশা জুগিয়েছিলেন সতীশ ৷ সুপার হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিলেন ৷
কিন্তু প্রি কোয়ার্টারের ম্যাচে জামাইকার রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে বেশ চোট পান সতীশ ৷ কপালে, চিবুকে, চোখের নিচে মারাত্মক চোট পান ৷ কপালে চিবুকে সাতটি স্টিচ করতে হয় ৷ চোখে ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না ৷ কোয়ার্টার ফাইনালে সতীশের রিংয়ে নামা অনিশ্চিত ছিল গতকাল পর্যন্ত ৷ কিন্তু এভাবে লড়াইয়ের ময়দান ছাড়তে চাননি সুবেদার মেজর সতীশ কুমার ৷ শেষ আটে সতীশের প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের বক্সার বাখোদির জালোলভ ৷ যিনি সুপার হেভিওয়েট বক্সিংয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং এশিয়ান চ্যাম্পিয়ন ৷
-
Tough like a rock ! He entered into ring with several stitches on face due to injury of last fight . Still faught like a champion against world number one . Wins or defeats don't decide a champion- will and determination do 🥊🥊#SatishKumar pic.twitter.com/15DpdU23Dx
— Pankaj Nain IPS (@ipspankajnain) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tough like a rock ! He entered into ring with several stitches on face due to injury of last fight . Still faught like a champion against world number one . Wins or defeats don't decide a champion- will and determination do 🥊🥊#SatishKumar pic.twitter.com/15DpdU23Dx
— Pankaj Nain IPS (@ipspankajnain) August 1, 2021Tough like a rock ! He entered into ring with several stitches on face due to injury of last fight . Still faught like a champion against world number one . Wins or defeats don't decide a champion- will and determination do 🥊🥊#SatishKumar pic.twitter.com/15DpdU23Dx
— Pankaj Nain IPS (@ipspankajnain) August 1, 2021
আরও পড়ুন : EXCLUSIVE Mirabai Chanu : বোনের বিয়েতে যাইনি, মোবাইল পর্যন্ত ব্যবহার করতাম না
শক্তিশালী প্রতিপক্ষের পরিচয়ও দমাতে পারেনি সতীশকে ৷ রিংয়ে নামার জন্য মেডিকেল টিমের ছাড়পত্র আদায় করে ছাড়েন ৷ আহত সতীশ ফাইনালে ওঠার লড়াইয়ে খুব একটা দাপট দেখাতে পারেননি ৷ তৃতীয় রাউন্ডে খেলার সময় সতীশের কপালে স্টিচ ছিঁড়ে যায় ৷ কিন্তু তা সত্ত্বেও লড়াই ছাড়েননি ভারতীয় সেনা বাহিনীর এই জওয়ান ৷ ম্যাচের পর ভারতীয় বক্সারের প্রশংসায় ভাসেন জালোলভ ৷ শুধু প্রতিপক্ষই নয়, নেটিজেনদের কাছে হেরেও হিরো বনে গিয়েছেন সতীশ ৷ টুইট করেছেন অভিনেতা থেকে আমলা ৷ তাঁর হার না মানা মনোভাবে মুগ্ধ নেটিজেনরা ৷ সেখানে ম্যাচের ফলাফল কোনও বিষয়ই নয় ৷
-
Thats probably known as “the fighting spirit” #SatishKumar brought the fight to the world Champion against great odds .. like true champions Bakhodir Jalolov acknowledged the effort giving Satish the right of way to exit by raising the ropes for him to exit first 👏🏽👏🏽 #boxing pic.twitter.com/J6z6A2wohx
— Randeep Hooda (@RandeepHooda) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thats probably known as “the fighting spirit” #SatishKumar brought the fight to the world Champion against great odds .. like true champions Bakhodir Jalolov acknowledged the effort giving Satish the right of way to exit by raising the ropes for him to exit first 👏🏽👏🏽 #boxing pic.twitter.com/J6z6A2wohx
— Randeep Hooda (@RandeepHooda) August 1, 2021Thats probably known as “the fighting spirit” #SatishKumar brought the fight to the world Champion against great odds .. like true champions Bakhodir Jalolov acknowledged the effort giving Satish the right of way to exit by raising the ropes for him to exit first 👏🏽👏🏽 #boxing pic.twitter.com/J6z6A2wohx
— Randeep Hooda (@RandeepHooda) August 1, 2021