ETV Bharat / sports

Asian Games 2023: কয়েক মিনিটের ব্যবধানে ফের সোনা ভারতের ঝুলিতে; এবার পদক পুরুষদের রিলেতে

সোনার ছেলের সোনা জয়ের পর আবারও পদক এল ভারতের ঘরে ৷ দেশকে সোনা দিলেন পুরুষদের রিলে দল ৷ 4x400 মিটার রিলেরেসে ভারতের আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন।

সৌঃ টুইটার
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 7:02 PM IST

Updated : Oct 4, 2023, 7:59 PM IST

হ্যাংঝাউ, 4 অক্টোবর: মাত্র কয়েক মিনিটের ব্যবধান ৷ এশিয়াডের একাদশ দিনে ফের ভারতকে সোনার স্বাদ দিল পুরুষ রিলে দল ৷ 4x400 মিটার রিলে রেসে ভারতের আনাস মহম্মদ, আমোজ জ্যাকব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে দিয়ে তাঁরা বুধবার হ্যাংঝাউয়ে রেস শেষ করেন 3 মিনিট 01.58 সেকেন্ডে।

  • The Golden streak of 🇮🇳 #Athletics is going strong!!

    The Men's 4X400m Relay team comprising of @muhammedanasyah , Amoj Jacob, Muhammed Ajmal & Rajesh Ramesh led us to glory with their glamorous🥇and a timing of 3:01.58!

    Many congratulations to the rockstars ! Well done… pic.twitter.com/6j6feXqQZd

    — SAI Media (@Media_SAI) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতবার ভারত একই ইভেন্টে রুপো জিতেছিল। কাতারের বিরুদ্ধে হারতে হয়েছিল। বুধবার সেই কাতারকেই পিছনে ফেলে দিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। 43.60 সেকেন্ড সময় নেন তিনি। পরের দৌড় ছিল জ্যাকবের। তিনিই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে চলে আসেন তিনি। সেই ধারা বজায় রাখেন আজমল এবং রাজেশ। সোনা জিতে নেয় ভারত।

  • ⚡ 𝗟𝗜𝗞𝗘 𝗔 𝗙𝗟𝗔𝗦𝗛! For the first time since 1962, India has won the 🥇 in the Men's 4x400m Relay event.

    🙌 Congratulations to the quartet of Muhammed Anas, Rajesh Ramesh, Amoj Jacob, and Muhammed Ajmal.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record… pic.twitter.com/ApGdz6lGjK

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন আরও বেশ কয়েকটি ইভেন্ট থেকে ভারত পদক জিতেছে ৷ একই ইভেন্ট মেয়েদের 4x400 মিটার রিলে থেকেও পদক এসেছে ৷ তাঁরা রুপো এনে দিয়েছেন দেশকে ৷ মহিলাদের 4x400 মিটার রিলে ইভেন্টে বিথ্যা রামরাজ, ঐশ্বর্য মিশ্র, প্রাচি এবং সুভা ভেঙ্কটেশন দ্বিতীয় স্থানে শেষ করে পদক দিয়েছেন ভারতকে ৷

  • 🇮🇳 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 𝗙𝗢𝗥 𝗜𝗡𝗗𝗜𝗔! The quartet of Vithya Ramraj, Aishwarya Mishra, Prachi, and Subha Venkatesan clinch the second place in the Women's 4x400m Relay event.

    😍 This is medal no. 78 for the Indian contingent.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal… pic.twitter.com/WXxjyrYRke

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেইসঙ্গে মেয়েদের 800 মিটার ফাইনালে দ্বিতীয় হয়ে মায়ের পদাঙ্ক অনুসরণ করলেন হরমিলান বাইনস। তাই তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট হতে হয় ৷ চিনা অ্যাথলিটের বিরুদ্ধে এদিন হেরে যান হরমিলান। এর আগে চলতি এশিয়াডে 1500 মিটারেও তিনি রুপো পেয়েছিলেন। 2002 সালের এশিয়াডে এই ইভেন্টে রুপো জিতেছিলেন হরমিলানের মা মাধুরী সিং ৷

  • 🇮🇳 𝗟𝗜𝗞𝗘 𝗠𝗢𝗧𝗛𝗘𝗥, 𝗟𝗜𝗞𝗘 𝗗𝗔𝗨𝗚𝗛𝗧𝗘𝗥! Harmilan Bains has made her mother proud by clinching 🥈 in the Women's 800m, exactly 2 decades after her mother won in the 2002 Asian Games.

    🙌 Congratulations to her!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal… pic.twitter.com/b8YJUwGeAw

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনাশ সাবলেও জাতীয় রেকর্ড ধরে রেখে পুরুষদের 5000 মিটারে একটি রুপো জেতেন ৷ এশিয়ান গেমসে 1982 সালের পর এই ইভেন্টে ভারত প্রথম পদক পেল ৷ এর আগে হ্যাংঝাউ এশিয়ান গেমসে 3000 মিটার স্টেপলচেজে দেশকে সোনা এনে দেন অভিনাশ ৷

  • 🥇🥈 𝗗𝗢𝗨𝗕𝗟𝗘 𝗗𝗘𝗟𝗜𝗚𝗛𝗧 𝗙𝗢𝗥 𝗔𝗩𝗜𝗡𝗔𝗦𝗛! National Record holder Avinash Sable clinches a historic Silver medal in the Men's 5000m - India's first medal in this event since Asian Games 1982.

    🙌 Tough luck to Gulveer Singh who finished 4th.

    ➡️ Follow… pic.twitter.com/k6Ico3rDsL

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কুস্তিতে পদক আনেন সুনীল কুমার ৷ পুরুষদের গ্রেকো রোমান 87 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন তিনি ৷ চলতি এশিয়াডে প্রথম কুস্তি থেকে পদক এল ৷ এদিন মহিলাদের 57 কেজি বক্সিংয়ে দেশকে পদক দিয়েছেন পারভিন হুডা ৷ ব্রোঞ্জ পেয়েছেন তিনি ৷

  • 🇮🇳 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗜𝗡 𝗪𝗥𝗘𝗦𝗧𝗟𝗜𝗡𝗚! Congratulations to Sunil Kumar on winning the 🥉 in the Men's 87kg Greco-Roman category.

    🙌 This is our first medal in Greco-Roman since 2010.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.… pic.twitter.com/iFmjEcq53g

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয় করেন ভারতীয় জুটি অনাহত সিং ও অভয় সিং। মালয়েশিয়ার জুটি আইফা বিন্তি আজমান ও মহম্মদ সিয়াফাক কামাল জুটির কাছে হারতে হয় তাঁদের। 39 মিনিটের মিক্সড স্কোয়াশের ম্যাচে 11-8, 11-9 ও 9-11 গেমে হারেন তাঁরা।

  • 🇮🇳 𝗕𝗥𝗢𝗡𝗭𝗘 𝗙𝗢𝗥 𝗧𝗛𝗘 𝗬𝗢𝗨𝗡𝗚 𝗗𝗨𝗢! The pair of Anahat & Abhay clinch the 🥉 after putting on a tremendous fight to secure a spot in the final.

    🙌 They deserve the medal for the grit they displayed till the end.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results,… pic.twitter.com/ocbDQCs265

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জ্যাভলিনে খেতাব ধরে রাখলেন 'সোনার ছেলে', রুপোও এল ভারতের ঘরে; হ্যাংঝাউ মাতাল নীরজ-কিশোর জুটি

হ্যাংঝাউ, 4 অক্টোবর: মাত্র কয়েক মিনিটের ব্যবধান ৷ এশিয়াডের একাদশ দিনে ফের ভারতকে সোনার স্বাদ দিল পুরুষ রিলে দল ৷ 4x400 মিটার রিলে রেসে ভারতের আনাস মহম্মদ, আমোজ জ্যাকব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে দিয়ে তাঁরা বুধবার হ্যাংঝাউয়ে রেস শেষ করেন 3 মিনিট 01.58 সেকেন্ডে।

  • The Golden streak of 🇮🇳 #Athletics is going strong!!

    The Men's 4X400m Relay team comprising of @muhammedanasyah , Amoj Jacob, Muhammed Ajmal & Rajesh Ramesh led us to glory with their glamorous🥇and a timing of 3:01.58!

    Many congratulations to the rockstars ! Well done… pic.twitter.com/6j6feXqQZd

    — SAI Media (@Media_SAI) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতবার ভারত একই ইভেন্টে রুপো জিতেছিল। কাতারের বিরুদ্ধে হারতে হয়েছিল। বুধবার সেই কাতারকেই পিছনে ফেলে দিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। 43.60 সেকেন্ড সময় নেন তিনি। পরের দৌড় ছিল জ্যাকবের। তিনিই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে চলে আসেন তিনি। সেই ধারা বজায় রাখেন আজমল এবং রাজেশ। সোনা জিতে নেয় ভারত।

  • ⚡ 𝗟𝗜𝗞𝗘 𝗔 𝗙𝗟𝗔𝗦𝗛! For the first time since 1962, India has won the 🥇 in the Men's 4x400m Relay event.

    🙌 Congratulations to the quartet of Muhammed Anas, Rajesh Ramesh, Amoj Jacob, and Muhammed Ajmal.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record… pic.twitter.com/ApGdz6lGjK

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন আরও বেশ কয়েকটি ইভেন্ট থেকে ভারত পদক জিতেছে ৷ একই ইভেন্ট মেয়েদের 4x400 মিটার রিলে থেকেও পদক এসেছে ৷ তাঁরা রুপো এনে দিয়েছেন দেশকে ৷ মহিলাদের 4x400 মিটার রিলে ইভেন্টে বিথ্যা রামরাজ, ঐশ্বর্য মিশ্র, প্রাচি এবং সুভা ভেঙ্কটেশন দ্বিতীয় স্থানে শেষ করে পদক দিয়েছেন ভারতকে ৷

  • 🇮🇳 𝗦𝗜𝗟𝗩𝗘𝗥 𝗙𝗢𝗥 𝗜𝗡𝗗𝗜𝗔! The quartet of Vithya Ramraj, Aishwarya Mishra, Prachi, and Subha Venkatesan clinch the second place in the Women's 4x400m Relay event.

    😍 This is medal no. 78 for the Indian contingent.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal… pic.twitter.com/WXxjyrYRke

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেইসঙ্গে মেয়েদের 800 মিটার ফাইনালে দ্বিতীয় হয়ে মায়ের পদাঙ্ক অনুসরণ করলেন হরমিলান বাইনস। তাই তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট হতে হয় ৷ চিনা অ্যাথলিটের বিরুদ্ধে এদিন হেরে যান হরমিলান। এর আগে চলতি এশিয়াডে 1500 মিটারেও তিনি রুপো পেয়েছিলেন। 2002 সালের এশিয়াডে এই ইভেন্টে রুপো জিতেছিলেন হরমিলানের মা মাধুরী সিং ৷

  • 🇮🇳 𝗟𝗜𝗞𝗘 𝗠𝗢𝗧𝗛𝗘𝗥, 𝗟𝗜𝗞𝗘 𝗗𝗔𝗨𝗚𝗛𝗧𝗘𝗥! Harmilan Bains has made her mother proud by clinching 🥈 in the Women's 800m, exactly 2 decades after her mother won in the 2002 Asian Games.

    🙌 Congratulations to her!

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal… pic.twitter.com/b8YJUwGeAw

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনাশ সাবলেও জাতীয় রেকর্ড ধরে রেখে পুরুষদের 5000 মিটারে একটি রুপো জেতেন ৷ এশিয়ান গেমসে 1982 সালের পর এই ইভেন্টে ভারত প্রথম পদক পেল ৷ এর আগে হ্যাংঝাউ এশিয়ান গেমসে 3000 মিটার স্টেপলচেজে দেশকে সোনা এনে দেন অভিনাশ ৷

  • 🥇🥈 𝗗𝗢𝗨𝗕𝗟𝗘 𝗗𝗘𝗟𝗜𝗚𝗛𝗧 𝗙𝗢𝗥 𝗔𝗩𝗜𝗡𝗔𝗦𝗛! National Record holder Avinash Sable clinches a historic Silver medal in the Men's 5000m - India's first medal in this event since Asian Games 1982.

    🙌 Tough luck to Gulveer Singh who finished 4th.

    ➡️ Follow… pic.twitter.com/k6Ico3rDsL

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কুস্তিতে পদক আনেন সুনীল কুমার ৷ পুরুষদের গ্রেকো রোমান 87 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন তিনি ৷ চলতি এশিয়াডে প্রথম কুস্তি থেকে পদক এল ৷ এদিন মহিলাদের 57 কেজি বক্সিংয়ে দেশকে পদক দিয়েছেন পারভিন হুডা ৷ ব্রোঞ্জ পেয়েছেন তিনি ৷

  • 🇮🇳 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗜𝗡 𝗪𝗥𝗘𝗦𝗧𝗟𝗜𝗡𝗚! Congratulations to Sunil Kumar on winning the 🥉 in the Men's 87kg Greco-Roman category.

    🙌 This is our first medal in Greco-Roman since 2010.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.… pic.twitter.com/iFmjEcq53g

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয় করেন ভারতীয় জুটি অনাহত সিং ও অভয় সিং। মালয়েশিয়ার জুটি আইফা বিন্তি আজমান ও মহম্মদ সিয়াফাক কামাল জুটির কাছে হারতে হয় তাঁদের। 39 মিনিটের মিক্সড স্কোয়াশের ম্যাচে 11-8, 11-9 ও 9-11 গেমে হারেন তাঁরা।

  • 🇮🇳 𝗕𝗥𝗢𝗡𝗭𝗘 𝗙𝗢𝗥 𝗧𝗛𝗘 𝗬𝗢𝗨𝗡𝗚 𝗗𝗨𝗢! The pair of Anahat & Abhay clinch the 🥉 after putting on a tremendous fight to secure a spot in the final.

    🙌 They deserve the medal for the grit they displayed till the end.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results,… pic.twitter.com/ocbDQCs265

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জ্যাভলিনে খেতাব ধরে রাখলেন 'সোনার ছেলে', রুপোও এল ভারতের ঘরে; হ্যাংঝাউ মাতাল নীরজ-কিশোর জুটি

Last Updated : Oct 4, 2023, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.