ETV Bharat / sports

দাদাকে হারিয়ে বিওএ-র নতুন প্রেসিডেন্ট স্বপন, চাইবেন "মুখ্যমন্ত্রী" দিদির আর্শীবাদ

author img

By

Published : Dec 6, 2020, 9:34 PM IST

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রশাসনিক পদের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা এবং ভাই যুযুধান পক্ষ হওয়ায় উত্তেজনা ছিল তুঙ্গে । ময়দানের রাজনীতিতেও অঙ্ক কষা চলছিল । বিদায়ী কমিটির প্রেসিডেন্ট পদে ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় । সচিব ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় ।

স্বপন বন্দ্যোপাধ্যায়
স্বপন বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 6 ডিসেম্বর : দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে 37-24 ভোটে হারিয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের চেয়ারে স্বপন বন্দ্যোপাধ্যায় । সচিব পদে জহর দাস 38-23 ভোটে পরাজিত করলেন বিশ্বরূপ দেকে । সহ সভাপতি পদে চন্দন রায়চৌধুরি কাস্টিং ভোটে অশোক বসুকে হারালেন ।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা এবং ভাই যুযুধান পক্ষ হওয়ায় উত্তেজনা ছিল তুঙ্গে । ময়দানের রাজনীতিতেও অঙ্ক কষা চলছিল । বিদায়ী কমিটির প্রেসিডেন্ট পদে ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় । সচিব ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় । চার বছরের মেয়াদ শেষে সচিব, প্রেসিডেন্ট পদের লড়াইয়ে দাদাকে চ্যালেঞ্জ করায় নির্বাচন ঘিরে পারদ চড়ছিল । মুখ্যমন্ত্রীর দুই ভাই যখন এক পদের লড়াইয়ে, তখন কালীঘাটের অবস্থান কী হতে চলেছে তা নিয়ে আগ্রহ ছিল ।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের চেয়ারে স্বপন বন্দ্যোপাধ্যায়

নির্বাচন জেতার পরে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সমর্থনের কথাও উড়িয়ে দিয়েছেন । বলেছেন, সংস্থার নির্বাচনে দুই ভাই দ্বৈরথে অবতীর্ণ হলেও ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব নেই । শুধু তাই নয়, বাড়িতে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নেবেন । একই সঙ্গে বউদির কাছ থেকে কষা মাংস খাওয়ার আবদার করবেন বলে জানিয়েছেন স্বপনবাবু ।

ভাইয়ের সাফল্যকে স্বাগত জানিয়েছেন বিদায়ি প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আগামী দিনে কাজ শিখে যোগ্য হয়ে উঠবেন স্বপন ।

কলকাতা, 6 ডিসেম্বর : দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে 37-24 ভোটে হারিয়ে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের চেয়ারে স্বপন বন্দ্যোপাধ্যায় । সচিব পদে জহর দাস 38-23 ভোটে পরাজিত করলেন বিশ্বরূপ দেকে । সহ সভাপতি পদে চন্দন রায়চৌধুরি কাস্টিং ভোটে অশোক বসুকে হারালেন ।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা এবং ভাই যুযুধান পক্ষ হওয়ায় উত্তেজনা ছিল তুঙ্গে । ময়দানের রাজনীতিতেও অঙ্ক কষা চলছিল । বিদায়ী কমিটির প্রেসিডেন্ট পদে ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় । সচিব ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় । চার বছরের মেয়াদ শেষে সচিব, প্রেসিডেন্ট পদের লড়াইয়ে দাদাকে চ্যালেঞ্জ করায় নির্বাচন ঘিরে পারদ চড়ছিল । মুখ্যমন্ত্রীর দুই ভাই যখন এক পদের লড়াইয়ে, তখন কালীঘাটের অবস্থান কী হতে চলেছে তা নিয়ে আগ্রহ ছিল ।

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের চেয়ারে স্বপন বন্দ্যোপাধ্যায়

নির্বাচন জেতার পরে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সমর্থনের কথাও উড়িয়ে দিয়েছেন । বলেছেন, সংস্থার নির্বাচনে দুই ভাই দ্বৈরথে অবতীর্ণ হলেও ব্যক্তিগত সম্পর্কে তার প্রভাব নেই । শুধু তাই নয়, বাড়িতে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নেবেন । একই সঙ্গে বউদির কাছ থেকে কষা মাংস খাওয়ার আবদার করবেন বলে জানিয়েছেন স্বপনবাবু ।

ভাইয়ের সাফল্যকে স্বাগত জানিয়েছেন বিদায়ি প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আগামী দিনে কাজ শিখে যোগ্য হয়ে উঠবেন স্বপন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.