ETV Bharat / sports

Asian Games 2023: সোনার ধারা অব্যাহত, দিনের চতুর্থ স্বর্ণপদক এল সাত্বিক-চিরাগের হাত ধরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 2:07 PM IST

Updated : Oct 7, 2023, 5:04 PM IST

ভারতের শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জিতল সোনা ৷ শনিবার সকালে ভারতীয় মহিলা কবাডি দল 100তম সোনা পদক জিতেছে ৷ এবার শাটলারদের পদক জেতায় ফলে গেল চলতি এশিয়াডের 'ইস বার 100 পার' স্লোগান ৷

সৌঃ টুইটার
Asian Games 2023

হ্যাংঝাউ, 7 অক্টোবর: 2023 সালটা দারুণ কেটছে সাত্বিক-চিরাগের। ভারতীয় জুটি চলতি বছর একের পর এক টুর্নামেন্টে জিতে ইতিহাস গড়েছে। এবার এশিয়ান গেমসে সোনা জিতলেন সাত্বিক-চিরাগ। তাঁদের হাত ধরে দিনের চতুর্থ সোনার পদক এল ব্যাডমিন্টনে ৷ এবারের এশিয়াডের স্লোগান ছিল 'ইস বার 100 পার', আর সাত্বিক-চিরাগের সোনা দিয়েই তা একশোর গণ্ডি পেরোল ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এশিয়ান গেমসে 101টি পদক হয়ে গেল ভারতের। শনিবার ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সোনা জেতেন চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। প্রথমবার এশিয়ান গেমসের এই ইভেন্টে সোনা জিতলেন তাঁরা। বিশ্বের 3 নম্বর ডাবলস জুটি গত সপ্তাহে টিম ইভেন্টে রুপো পেয়েছেন। সেমিফাইনালেও দাপট দেখিয়ে জিতেছেন সাত্বিকসাইরাজরা। এই ইভেন্টের খানিক পরই ভারতীয় ক্রিকেট ও কবাডি দল সোনা জেতে ৷ আর তা নিয়ে দিনের ষষ্ঠ সোনা পেয়ে যায় ভারত ৷ পদক সংখ্যা বেড়ে দাঁড়ায় 103-এ ৷ যার সোনা 28টি, সোনা 35টি ও 40টি ৷

  • 😍🏸 𝗧𝗘𝗟𝗟 𝗧𝗛𝗘 𝗪𝗢𝗥𝗟𝗗, 𝗦𝗔𝗧-𝗖𝗛𝗜 𝗛𝗔𝗩𝗘 𝗗𝗢𝗡𝗘 𝗜𝗧 𝗔𝗚𝗔𝗜𝗡! The dynamic duo wins India's first-ever 🥇 in Men's Badminton. 𝙄𝙨 𝙩𝙝𝙚𝙧𝙚 𝙖𝙣𝙮𝙩𝙝𝙞𝙣𝙜 𝙩𝙝𝙖𝙩 𝙩𝙝𝙞𝙨 𝙙𝙪𝙤 𝙘𝙖𝙣'𝙩 𝙙𝙤?

    Commonwealth Games🥇, Asian Games🥇, Olympics⏳.

    ➡️ Follow… pic.twitter.com/WqgLQ2GORh

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফাইনালে ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি হারালেন দক্ষিণ কোরিয়ার চোই সোলজিউ এবং কিম ওনহো জুটিকে। প্রথম গেম সাত্বিক-চিরাগ জিতে নেন 21-18 ব্যবধানে। কিন্তু একসময়ে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। 15-18 ব্যবধানে পিছিয়ে থেকে ভারতীয় জুটি প্রথম গেম জিতে নেয়। দ্বিতীয় গেমে অবশ্য ভারতের প্রাধান্য ছিল আগাগোড়াই। কোনও সময়তেই পিছিয়ে পড়েনি ভারত। প্রাধান্য বজায় রেখেই দ্বিতীয় গেম ভারত জেতে 21-16 ব্যবধানে। 57 মিনিটেই কোরিয়ান জুটিকে হারিয়ে পোডিয়ামে শীর্ষস্থান নিশ্চিত করে ভারতীয় জুটি।

  • 🔝 TEAM of SAT-CHI💯🏸

    🇮🇳's dynamic duo @satwiksairaj and @Shettychirag04 has once again given us a moment that will go down in history.👏

    With unparalleled teamwork, they have clinched the 1️⃣st ever Gold🥇 Medal in the Men Doubles Event.

    Also the 1️⃣st ever Gold🥇 medal in… pic.twitter.com/Wf4rdQk4ML

    — SAI Media (@Media_SAI) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার ইন্দোনেশিয়া ওপেনে 2023 (সুপার 1000) এ সোনা জেতে এই জুটি যা (প্রথম 1000 জয় কোনও ভারতীয় জুটি) ৷ পরবর্তীতে 2023 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে তাদের জয়ের ধারা অব্যাহত রেখে দেশকে সোনা এনে দেয় এই জুটি ৷ আর চলতি এশিয়াডেও তাঁদের হাতে ধরে এল সোনা ৷ এর পাশাপাশি থমাস কাপে চ্যাম্পিয়ন হয় (টিম ইভেন্টে)। এছাড়াও কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন শাটলার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।

আরও পড়ুন: হল কী কবাডিতে, চূড়ান্ত ঝামেলা পুরুষদের ফাইনালে; স্থগিত ম্যাচ

হ্যাংঝাউ, 7 অক্টোবর: 2023 সালটা দারুণ কেটছে সাত্বিক-চিরাগের। ভারতীয় জুটি চলতি বছর একের পর এক টুর্নামেন্টে জিতে ইতিহাস গড়েছে। এবার এশিয়ান গেমসে সোনা জিতলেন সাত্বিক-চিরাগ। তাঁদের হাত ধরে দিনের চতুর্থ সোনার পদক এল ব্যাডমিন্টনে ৷ এবারের এশিয়াডের স্লোগান ছিল 'ইস বার 100 পার', আর সাত্বিক-চিরাগের সোনা দিয়েই তা একশোর গণ্ডি পেরোল ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এশিয়ান গেমসে 101টি পদক হয়ে গেল ভারতের। শনিবার ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সোনা জেতেন চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। প্রথমবার এশিয়ান গেমসের এই ইভেন্টে সোনা জিতলেন তাঁরা। বিশ্বের 3 নম্বর ডাবলস জুটি গত সপ্তাহে টিম ইভেন্টে রুপো পেয়েছেন। সেমিফাইনালেও দাপট দেখিয়ে জিতেছেন সাত্বিকসাইরাজরা। এই ইভেন্টের খানিক পরই ভারতীয় ক্রিকেট ও কবাডি দল সোনা জেতে ৷ আর তা নিয়ে দিনের ষষ্ঠ সোনা পেয়ে যায় ভারত ৷ পদক সংখ্যা বেড়ে দাঁড়ায় 103-এ ৷ যার সোনা 28টি, সোনা 35টি ও 40টি ৷

  • 😍🏸 𝗧𝗘𝗟𝗟 𝗧𝗛𝗘 𝗪𝗢𝗥𝗟𝗗, 𝗦𝗔𝗧-𝗖𝗛𝗜 𝗛𝗔𝗩𝗘 𝗗𝗢𝗡𝗘 𝗜𝗧 𝗔𝗚𝗔𝗜𝗡! The dynamic duo wins India's first-ever 🥇 in Men's Badminton. 𝙄𝙨 𝙩𝙝𝙚𝙧𝙚 𝙖𝙣𝙮𝙩𝙝𝙞𝙣𝙜 𝙩𝙝𝙖𝙩 𝙩𝙝𝙞𝙨 𝙙𝙪𝙤 𝙘𝙖𝙣'𝙩 𝙙𝙤?

    Commonwealth Games🥇, Asian Games🥇, Olympics⏳.

    ➡️ Follow… pic.twitter.com/WqgLQ2GORh

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফাইনালে ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি হারালেন দক্ষিণ কোরিয়ার চোই সোলজিউ এবং কিম ওনহো জুটিকে। প্রথম গেম সাত্বিক-চিরাগ জিতে নেন 21-18 ব্যবধানে। কিন্তু একসময়ে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। 15-18 ব্যবধানে পিছিয়ে থেকে ভারতীয় জুটি প্রথম গেম জিতে নেয়। দ্বিতীয় গেমে অবশ্য ভারতের প্রাধান্য ছিল আগাগোড়াই। কোনও সময়তেই পিছিয়ে পড়েনি ভারত। প্রাধান্য বজায় রেখেই দ্বিতীয় গেম ভারত জেতে 21-16 ব্যবধানে। 57 মিনিটেই কোরিয়ান জুটিকে হারিয়ে পোডিয়ামে শীর্ষস্থান নিশ্চিত করে ভারতীয় জুটি।

  • 🔝 TEAM of SAT-CHI💯🏸

    🇮🇳's dynamic duo @satwiksairaj and @Shettychirag04 has once again given us a moment that will go down in history.👏

    With unparalleled teamwork, they have clinched the 1️⃣st ever Gold🥇 Medal in the Men Doubles Event.

    Also the 1️⃣st ever Gold🥇 medal in… pic.twitter.com/Wf4rdQk4ML

    — SAI Media (@Media_SAI) October 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার ইন্দোনেশিয়া ওপেনে 2023 (সুপার 1000) এ সোনা জেতে এই জুটি যা (প্রথম 1000 জয় কোনও ভারতীয় জুটি) ৷ পরবর্তীতে 2023 ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে তাদের জয়ের ধারা অব্যাহত রেখে দেশকে সোনা এনে দেয় এই জুটি ৷ আর চলতি এশিয়াডেও তাঁদের হাতে ধরে এল সোনা ৷ এর পাশাপাশি থমাস কাপে চ্যাম্পিয়ন হয় (টিম ইভেন্টে)। এছাড়াও কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন শাটলার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।

আরও পড়ুন: হল কী কবাডিতে, চূড়ান্ত ঝামেলা পুরুষদের ফাইনালে; স্থগিত ম্যাচ

Last Updated : Oct 7, 2023, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.