ভোপাল, 22 মার্চ: আইএসএসএফ বিশ্বকাপে পুরুষদের এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং (Sarabjot Singh Shot down a gold in ISSF) ৷ একই ইভেন্টে বরুণ তোমর ব্রোঞ্জ মেডেল জিতেছেন বুধবার ৷ তবে, মহিলা শুটাররা তাঁদের ঝুলিতে কোনও পদক আনতে পারেননি ৷ ভোপালে আয়োজিত আইএসএসএফ পিস্তল-রাইফেল শুটিং বিশ্বকাপের আয়োজন করা হয়েছে ৷ প্রথমদিনে মানু ভাকর, বিদ্যা সুব্বারাজু এবং রিদম সাংগওয়ান প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হন ৷
2021 সালে জুনিয়র বিশ্বকাপে দলগত এবং মিক্সড বিভাগে সোনা জিতেছিলেন সরবজ্যোৎ সিং ৷ সেখান থেকে সিনিয়র দলে সুযোগ পান ৷ এদিন আজারবাইজানের প্রতিপক্ষ রুসলান লুনেভকে 16-0 স্কোরে হারিয়ে প্রথম বিশ্বকাপ ফাইনালে সোনার পদক জিতেছেন তিনি ৷ 21 বছরের সরবজ্যোৎ সিং কোয়ালিফিকেশন রাউন্ডে 585 পয়েন্ট জিতে সকলের নজরে এসেছিলেন ৷ কোয়ালিফিকেশন রাউন্ডে 1 নম্বরে ছিলেন তিনি ৷ আর যতবার লক্ষ্যে বন্দুক তাক করেছিলেন, প্রত্যেকবার তিনি সফল হয়েছিলেন ৷ 6টি কোয়ালিফিকেশন শুটিংয়ে 98, 97, 99, 97, 97 ও 97 স্কোর করেন সরবজ্যোৎ সিং ৷
কোয়ালিফিকেশনে তাঁর সবচেয়ে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন চিনের লুই জিনইয়াও ৷ তিনি 584 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ৷ বাকি ছয় শুটাররা হলেন সুইৎজারল্যান্ডের জেসন সোলারি 583 পয়েন্ট, উজবেকিস্তানের ভ্লামিদির ভেশচিনকো 582 পয়েন্ট, ডেনমার্কের ফেড্রেরিক লারসেন 580 পয়েন্ট, উজবেকিস্তানের রুসলান লুনেভ 579 পয়েন্ট এবং ভারতের বরুণ তোমর 579 পয়েন্ট ৷ শুরু থেকেই সরবজ্যোৎ সিং অসাধারণ পারফর্ম্যান্স করছিলেন ৷ আর 19 বছরের বরুণ তোমর দুর্দান্ত পারফর্ম করে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেন ৷
আরও পড়ুন: 25 মিটার পিস্তলে দলগত বিভাগে সোনা ভারতীয় মহিলা দলের
আর ব়্যাঙ্কিং রাউন্ডের শেষে সরবজ্যোৎ সিং 253.2 পয়েন্ট জেতেন এবং রুসলান 251.9 পয়েন্ট পান ৷ ফলে সরবজ্যোৎ অনায়াসে 1 নম্বরে শেষ করেন এবং তাঁর নিকটতম প্রতিপক্ষ আজারবাইজানের রুসলান রুপো জেতেন ৷ আর বরুণ তোমর 250.3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন ৷