পুনে, 28 অগস্ট : ভারতীয় সেনার সুবেদার নীরজ চোপড়া অলিম্পিকসে সোনার পদক জিতে দেশবাসীকে গর্বিত করেছেন ৷ ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে সেই নীরজকে অনন্য সম্মান জানানো হল ৷ একটি আস্ত স্টেডিয়ামের নামকরণ করা হল নীরজের নামে ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বয়ং তার উদ্বোধন করলেন ৷ এছাড়া সেনার তরফে নীরজ সহ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে সম্মান জানানো হয় ৷
টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন হরিয়ানার ছেলে নীরজ চোপড়া ৷ তারপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি ৷ দেশে ফেরার পর থেকেই চলছে সংবর্ধনা অনুষ্ঠান ৷ পুরস্কার বাবদ পেয়েছেন কয়েক কোটি টাকা ৷ এর পাশাপাশি আরও একটি বড় সম্মান পেলেন নীরজ ৷ ভারতীয় সেনার পক্ষ থেকে পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নাম বদলে নীরজ চোপড়ার নামে করা হল ৷ শুক্রবার ওই স্টেডিয়ামে নীরজদের সংবর্ধনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ নীরজ ছাড়াও টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী দীপক পুনিয়া, সতীশ কুমারদের সংবর্ধনা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ছিলেন সেনাপ্রধান জেনেরাল এমএম নারাভানে ৷
-
Unveiled the Army Sports Institute Stadium in Pune today which has been named after India’s Gold Medal winner at Tokyo Olympics, Subedar Neeraj Chopra. I’m confident that India would become a top sporting country in the world in years to come. https://t.co/qkqs26kbB3 pic.twitter.com/ATWFphofRT
— Rajnath Singh (@rajnathsingh) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Unveiled the Army Sports Institute Stadium in Pune today which has been named after India’s Gold Medal winner at Tokyo Olympics, Subedar Neeraj Chopra. I’m confident that India would become a top sporting country in the world in years to come. https://t.co/qkqs26kbB3 pic.twitter.com/ATWFphofRT
— Rajnath Singh (@rajnathsingh) August 27, 2021Unveiled the Army Sports Institute Stadium in Pune today which has been named after India’s Gold Medal winner at Tokyo Olympics, Subedar Neeraj Chopra. I’m confident that India would become a top sporting country in the world in years to come. https://t.co/qkqs26kbB3 pic.twitter.com/ATWFphofRT
— Rajnath Singh (@rajnathsingh) August 27, 2021
আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : "চাপমুক্ত হয়ে খেলো", ফাইনালের আগে 'মোদি মন্ত্র' পেলেন ভাবিনা
নীরজের হাতে জ্যাভলিনের রেপ্লিকা তুলে দেওয়া হয় ৷ এরপর স্টেডিয়ামের নতুন নামের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "খেলাধুলোর প্রচারে আমরা যথাসাধ্য করার চেষ্টা করব ৷ আমাদের প্রধানমন্ত্রী সবধরনের খেলা এবং খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন ৷ আমি অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য যেদিন ভারত অলিম্পিক গেমস আয়োজন করার সুযোগ পাবে ৷"