ETV Bharat / sports

Neeraj Chopra : সোনাজয়ী নীরজ চোপড়ার নামে এবার স্টেডিয়াম, উদ্বোধন করলেন রাজনাথ সিং - নীরজ চোপড়ার নামে স্টেডিয়াম

নীরজ ছাড়াও টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী দীপক পুনিয়া, সতীশ কুমারদের সংবর্ধনা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ছিলেন সেনাপ্রধান জেনেরাল এমএম নারাভানে ৷

Neeraj Chopra
Neeraj Chopra
author img

By

Published : Aug 28, 2021, 7:56 PM IST

পুনে, 28 অগস্ট : ভারতীয় সেনার সুবেদার নীরজ চোপড়া অলিম্পিকসে সোনার পদক জিতে দেশবাসীকে গর্বিত করেছেন ৷ ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে সেই নীরজকে অনন্য সম্মান জানানো হল ৷ একটি আস্ত স্টেডিয়ামের নামকরণ করা হল নীরজের নামে ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বয়ং তার উদ্বোধন করলেন ৷ এছাড়া সেনার তরফে নীরজ সহ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে সম্মান জানানো হয় ৷

টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন হরিয়ানার ছেলে নীরজ চোপড়া ৷ তারপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি ৷ দেশে ফেরার পর থেকেই চলছে সংবর্ধনা অনুষ্ঠান ৷ পুরস্কার বাবদ পেয়েছেন কয়েক কোটি টাকা ৷ এর পাশাপাশি আরও একটি বড় সম্মান পেলেন নীরজ ৷ ভারতীয় সেনার পক্ষ থেকে পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নাম বদলে নীরজ চোপড়ার নামে করা হল ৷ শুক্রবার ওই স্টেডিয়ামে নীরজদের সংবর্ধনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ নীরজ ছাড়াও টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী দীপক পুনিয়া, সতীশ কুমারদের সংবর্ধনা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ছিলেন সেনাপ্রধান জেনেরাল এমএম নারাভানে ৷

  • Unveiled the Army Sports Institute Stadium in Pune today which has been named after India’s Gold Medal winner at Tokyo Olympics, Subedar Neeraj Chopra. I’m confident that India would become a top sporting country in the world in years to come. https://t.co/qkqs26kbB3 pic.twitter.com/ATWFphofRT

    — Rajnath Singh (@rajnathsingh) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : "চাপমুক্ত হয়ে খেলো", ফাইনালের আগে 'মোদি মন্ত্র' পেলেন ভাবিনা

নীরজের হাতে জ্যাভলিনের রেপ্লিকা তুলে দেওয়া হয় ৷ এরপর স্টেডিয়ামের নতুন নামের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "খেলাধুলোর প্রচারে আমরা যথাসাধ্য করার চেষ্টা করব ৷ আমাদের প্রধানমন্ত্রী সবধরনের খেলা এবং খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন ৷ আমি অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য যেদিন ভারত অলিম্পিক গেমস আয়োজন করার সুযোগ পাবে ৷"

পুনে, 28 অগস্ট : ভারতীয় সেনার সুবেদার নীরজ চোপড়া অলিম্পিকসে সোনার পদক জিতে দেশবাসীকে গর্বিত করেছেন ৷ ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে সেই নীরজকে অনন্য সম্মান জানানো হল ৷ একটি আস্ত স্টেডিয়ামের নামকরণ করা হল নীরজের নামে ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বয়ং তার উদ্বোধন করলেন ৷ এছাড়া সেনার তরফে নীরজ সহ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে সম্মান জানানো হয় ৷

টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন হরিয়ানার ছেলে নীরজ চোপড়া ৷ তারপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি ৷ দেশে ফেরার পর থেকেই চলছে সংবর্ধনা অনুষ্ঠান ৷ পুরস্কার বাবদ পেয়েছেন কয়েক কোটি টাকা ৷ এর পাশাপাশি আরও একটি বড় সম্মান পেলেন নীরজ ৷ ভারতীয় সেনার পক্ষ থেকে পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের নাম বদলে নীরজ চোপড়ার নামে করা হল ৷ শুক্রবার ওই স্টেডিয়ামে নীরজদের সংবর্ধনা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ নীরজ ছাড়াও টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারী দীপক পুনিয়া, সতীশ কুমারদের সংবর্ধনা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ছিলেন সেনাপ্রধান জেনেরাল এমএম নারাভানে ৷

  • Unveiled the Army Sports Institute Stadium in Pune today which has been named after India’s Gold Medal winner at Tokyo Olympics, Subedar Neeraj Chopra. I’m confident that India would become a top sporting country in the world in years to come. https://t.co/qkqs26kbB3 pic.twitter.com/ATWFphofRT

    — Rajnath Singh (@rajnathsingh) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : "চাপমুক্ত হয়ে খেলো", ফাইনালের আগে 'মোদি মন্ত্র' পেলেন ভাবিনা

নীরজের হাতে জ্যাভলিনের রেপ্লিকা তুলে দেওয়া হয় ৷ এরপর স্টেডিয়ামের নতুন নামের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "খেলাধুলোর প্রচারে আমরা যথাসাধ্য করার চেষ্টা করব ৷ আমাদের প্রধানমন্ত্রী সবধরনের খেলা এবং খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন ৷ আমি অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য যেদিন ভারত অলিম্পিক গেমস আয়োজন করার সুযোগ পাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.