ETV Bharat / sports

WFI President on Wrestlers Protest: কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে, মন্তব্য ব্রিজভূষণের - রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়া

এ বার কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে বলে মন্তব্য করলেন ব্রিজভূষণ শরণ সিং ৷ যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলনে রাজনৈতিক দলের নেতানেত্রীদের আনাগোনার পর রবিবার একথা বলেন তিনি ৷

WFI President on Wrestlers Protest ETV BHARAT
WFI President on Wrestlers Protest
author img

By

Published : Apr 30, 2023, 4:56 PM IST

গোন্ডা (উত্তরপ্রদেশ), 30 এপ্রিল: কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিকভাবে প্রভাবিত ৷ এমনই মন্তব্য করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপির সাংসদ তথা দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ রবিবার অভিযুক্ত ডব্লিউএফআই প্রেসিডেন্ট দাবি করছেন, যন্তর মন্তরে অ্যাথলিটদের এই আন্দোলন প্রথম দিন থেকে রাজনীতিকদের ইশারায় হচ্ছে ৷ 23 এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার এই আন্দোলনে শেষ কয়েকদিনে রাজনৈতিক ব্যক্তিত্বদের সামিল হতে দেখা গিয়েছে ৷ তার ভিত্তিতেই এই দাবি করেছেন ব্রিজভূষণ শরণ সিং ৷

উল্লেখ্য, দেশের প্রথমসারির কুস্তিগীর যেমন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ারা যন্তর মন্তরে 23 এপ্রিল থেকে দ্বিতীয় দফায় প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন ৷ তাঁদের দাবি, যৌন হেনস্তার অভিযোগে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করতে হবে ৷ এমনকি প্রথমদিকে দিল্লি পুলিশের তরফে এক নাবালিকা-সহ 7 মহিলা কুস্তিগীরের অভিযোগ নিতে অস্বীকার করা হয় ৷ পুলিশের তরফে বলা হয়, প্রমাণ না-পেলে কোনও এফআইআর দায়ের করা যাবে না ৷

পুলিশের এই বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান আন্দোলনকারী কুস্তিগীররা ৷ এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে 7 মহিলা কুস্তিগীরের অভিযোগে দু’টি এফআইআর দাখিল করে দিল্লি পুলিশ ৷ যার একটি পকসো আইনে রুজু করা হয়েছে ৷ কিন্তু, ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের অভিযোগ প্রতিনিয়ত তাঁদের এই আন্দোলন থেকে সরে আসার জন্য ভয় দেখানো হচ্ছে ৷ এমনকী দিল্লি পুলিশের তরফে দফায়-দফায় তাঁদের বাধা দেওয়ার চেষ্টাও হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

আর এবার প্রকাশ্যে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এই আন্দোলনকে রাজনৈতিকভাবে পরিচালিত বলে মন্তব্য করলেন ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সরাসরি রাজনৈতিক বলে উল্লেখ করলেন তিনি ৷ ব্রিজভূষণ বলেন, ‘‘এটা স্পষ্ট এই সব অ্যাথলিটদের কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি ব্যবহার করছে ৷ এটা প্রমাণ করে এই অ্যাথলিটদের উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক ৷ আমার পদত্যাগ নয় ৷’’

আরও পড়ুন: যন্তর মন্তরে প্রিয়াঙ্কা, কুস্তিগীরদের সমর্থনে ব্রিজভূষণের পদত্যাগ দাবি নেত্রীর

উল্লেখ্য, প্রথমবার যখন ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা আন্দোলনে নেমেছিলেন, তখন কোনও রাজনৈতিক দলকে তাঁরা যন্তর মন্তরে প্রতিবাদ মঞ্চে সামিল হতে দেননি ৷ সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের সঙ্গে আলোচনা করেন এবং তদন্ত কমিটি গঠন করেন ৷ কিন্তু, সেই কমিটি নিয়েও আপত্তি তুলেছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ তার পরেও সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি ৷ এমনি যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি ৷

যার পর গত 23 এপ্রিল থেকে ফের দেশের প্রথম সারির অলিম্পিক পদকজয়ী কুস্তিগীররা যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন ৷ আর সেই আন্দোলনের শুরুতেই তাঁরা জানিয়ে দেন, আগে তাঁরা কোনও রাজনৈতিক দলে তাঁদের আন্দোলনে সামিল হতে দেননি ৷ কিন্তু, এবার সব রাজনৈতিক দলকেই এই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান কুস্তিগীররা ৷ তাঁদের দাবি, আগেরবার অরাজনৈতিকভাবে আন্দোলনে কোনও ফল না হওয়ায়, দ্বিতীয়বারে রাজনৈতিক দলগুলিকে তাঁদের সমর্থনে আসার আবেদন করা হচ্ছে ৷

গোন্ডা (উত্তরপ্রদেশ), 30 এপ্রিল: কুস্তিগীরদের আন্দোলন রাজনৈতিকভাবে প্রভাবিত ৷ এমনই মন্তব্য করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপির সাংসদ তথা দেশের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ রবিবার অভিযুক্ত ডব্লিউএফআই প্রেসিডেন্ট দাবি করছেন, যন্তর মন্তরে অ্যাথলিটদের এই আন্দোলন প্রথম দিন থেকে রাজনীতিকদের ইশারায় হচ্ছে ৷ 23 এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার এই আন্দোলনে শেষ কয়েকদিনে রাজনৈতিক ব্যক্তিত্বদের সামিল হতে দেখা গিয়েছে ৷ তার ভিত্তিতেই এই দাবি করেছেন ব্রিজভূষণ শরণ সিং ৷

উল্লেখ্য, দেশের প্রথমসারির কুস্তিগীর যেমন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ারা যন্তর মন্তরে 23 এপ্রিল থেকে দ্বিতীয় দফায় প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন ৷ তাঁদের দাবি, যৌন হেনস্তার অভিযোগে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করতে হবে ৷ এমনকি প্রথমদিকে দিল্লি পুলিশের তরফে এক নাবালিকা-সহ 7 মহিলা কুস্তিগীরের অভিযোগ নিতে অস্বীকার করা হয় ৷ পুলিশের তরফে বলা হয়, প্রমাণ না-পেলে কোনও এফআইআর দায়ের করা যাবে না ৷

পুলিশের এই বক্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান আন্দোলনকারী কুস্তিগীররা ৷ এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে 7 মহিলা কুস্তিগীরের অভিযোগে দু’টি এফআইআর দাখিল করে দিল্লি পুলিশ ৷ যার একটি পকসো আইনে রুজু করা হয়েছে ৷ কিন্তু, ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের অভিযোগ প্রতিনিয়ত তাঁদের এই আন্দোলন থেকে সরে আসার জন্য ভয় দেখানো হচ্ছে ৷ এমনকী দিল্লি পুলিশের তরফে দফায়-দফায় তাঁদের বাধা দেওয়ার চেষ্টাও হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

আর এবার প্রকাশ্যে রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এই আন্দোলনকে রাজনৈতিকভাবে পরিচালিত বলে মন্তব্য করলেন ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সরাসরি রাজনৈতিক বলে উল্লেখ করলেন তিনি ৷ ব্রিজভূষণ বলেন, ‘‘এটা স্পষ্ট এই সব অ্যাথলিটদের কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি ব্যবহার করছে ৷ এটা প্রমাণ করে এই অ্যাথলিটদের উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক ৷ আমার পদত্যাগ নয় ৷’’

আরও পড়ুন: যন্তর মন্তরে প্রিয়াঙ্কা, কুস্তিগীরদের সমর্থনে ব্রিজভূষণের পদত্যাগ দাবি নেত্রীর

উল্লেখ্য, প্রথমবার যখন ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা আন্দোলনে নেমেছিলেন, তখন কোনও রাজনৈতিক দলকে তাঁরা যন্তর মন্তরে প্রতিবাদ মঞ্চে সামিল হতে দেননি ৷ সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের সঙ্গে আলোচনা করেন এবং তদন্ত কমিটি গঠন করেন ৷ কিন্তু, সেই কমিটি নিয়েও আপত্তি তুলেছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ তার পরেও সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি ৷ এমনি যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি ৷

যার পর গত 23 এপ্রিল থেকে ফের দেশের প্রথম সারির অলিম্পিক পদকজয়ী কুস্তিগীররা যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন ৷ আর সেই আন্দোলনের শুরুতেই তাঁরা জানিয়ে দেন, আগে তাঁরা কোনও রাজনৈতিক দলে তাঁদের আন্দোলনে সামিল হতে দেননি ৷ কিন্তু, এবার সব রাজনৈতিক দলকেই এই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান কুস্তিগীররা ৷ তাঁদের দাবি, আগেরবার অরাজনৈতিকভাবে আন্দোলনে কোনও ফল না হওয়ায়, দ্বিতীয়বারে রাজনৈতিক দলগুলিকে তাঁদের সমর্থনে আসার আবেদন করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.