ETV Bharat / sports

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মেরি - 51 kg quarter fina;

এই প্রথমবার 51 কেজি বিভাগের চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন তিনি ৷ এর আগে 48 কেজি বিভাগে মেরির ঝুলিতে রয়েছে ছ'টা স্বর্ণ পদক, একটি রুপোর পদক৷

মেরি কম
author img

By

Published : Oct 10, 2019, 2:16 PM IST

উলান-উদে (রাশিয়া) 10 অক্টোবর : মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ নিশ্চিত করলেন মেরি কম ৷ যা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর অষ্টম পদক ৷ আজ 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়াকে 5-0 তে হারান তিনি ৷

এই প্রথমবার 51 কেজি বিভাগের চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন তিনি ৷ এর আগে 48 কেজি বিভাগে মেরির ঝুলিতে রয়েছে ছ'টা স্বর্ণ পদক, একটি রুপোর পদক৷

প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়া প্রথমে আক্রমণাত্মক হলেও মেরির সামনে দাঁড়াতে পারেননি ৷ প্রথম তিন মিনিট প্রতিদ্বন্দ্বীর খেলার ধরন বুঝে খেলার উপর দখল নেন মেরি ৷

উলান-উদে (রাশিয়া) 10 অক্টোবর : মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ নিশ্চিত করলেন মেরি কম ৷ যা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর অষ্টম পদক ৷ আজ 51 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়াকে 5-0 তে হারান তিনি ৷

এই প্রথমবার 51 কেজি বিভাগের চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন তিনি ৷ এর আগে 48 কেজি বিভাগে মেরির ঝুলিতে রয়েছে ছ'টা স্বর্ণ পদক, একটি রুপোর পদক৷

প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়া ভিক্টোরিয়া প্রথমে আক্রমণাত্মক হলেও মেরির সামনে দাঁড়াতে পারেননি ৷ প্রথম তিন মিনিট প্রতিদ্বন্দ্বীর খেলার ধরন বুঝে খেলার উপর দখল নেন মেরি ৷

New Delhi, Oct 10 (ANI): Union Minister of External Affairs, S Jaishankar met Foreign Affairs Minister of Thailand, Don Pramudwinai on Oct 10. The meeting was held at Hyderabad House in Delhi. The Foreign Affairs Minister of Thailand is on a 3-day visit to India with an aim to boost bilateral relations.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.