ETV Bharat / sports

Man U Terminates Ronaldo Agreement: রোনাল্ডোর চুক্তি খারিজের পথে ম্যান ইউ ! - Red Devils

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চুক্তি খারিজের পথে হাঁটছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man U Terminates Ronaldo Agreement) ৷ সিআর সেভেনের বিতর্কিত সাক্ষাৎকারের (Controversial Interview) পর ম্যান ইউ’র বিবৃতি থেকে তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷

Man U Terminates Ronaldo Agreement After Controversial Interview
Man U Terminates Ronaldo Agreement After Controversial Interview
author img

By

Published : Nov 19, 2022, 5:34 PM IST

লন্ডন, 19 নভেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে চুক্তি খারিজ করে দিতে পারে ম্যাঞ্চেস্টার উইনাইটেড (Man U Terminates Ronaldo Agreement) ৷ সিআর সেভেনের বিতর্কিত সাক্ষাৎকারের (Controversial Interview) পর এমনটাই শোনা যাচ্ছে ৷ সম্প্রতি ইপিএল এর সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবে রোনাল্ডোর মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ ম্যানেজার এরিক টেন হাগের (Erik Ten Hag) সঙ্গে প্রকাশ্য বাদানুবাদে জড়িয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ এমনকি পরিবর্তিত প্লেয়ার হিসেবে দলে রাখায় ডাগ-আউট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পর্তুগিজ তারকা ৷

এর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) প্রথম একাদশে ফিরলেও, ম্যানেজারের সঙ্গে তাঁর সম্পর্কের যে অবনতি হয়েছিল, তা থেকেই গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সম্প্রতি একটি সংস্থার হয়ে সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টারের ম্যান ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলেন সিআর সেভেন ৷ যেখানে ম্যানেজার এরিক টেন হাগ এবং এক সময় ম্যান ইউতে তাঁর সতীর্থ তথা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনিকে একহাত নেন রোনাল্ডো ৷

ওই সাক্ষাৎকারে রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমালোচনা করেন ৷ সেই সঙ্গে জানান, তাঁর ম্যানেজার এরিক টেন হাগের প্রতি কোনও শ্রদ্ধা নেই ৷ এও জানান, ক্লাবে তাঁর কোনও ‘সম্মান’ নেই ৷ অভিযোগ করেন, ক্লাবের কিছু সদস্য চান, যাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ছেড়ে বেরিয়ে যান ৷ এমনও অভিযোগ করেন সিআর সেভেন যে, তাঁর মেয়ের অসুস্থতার কারণে, মরশুম শুরুর আগে ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারেনি ৷ সেই সময় তাঁর উপস্থিত থাকতে না-পারার পিছনে অন্য কারণ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: এগিয়ে থেকে অসহায় আত্মসমর্পণ, দর্শকদের কটুক্তির মুখে ইস্টবেঙ্গল

আর সেই সাক্ষাৎকার ভাইরাল হতেই, হইচই পড়ে যায় ফুটবল বিশ্বে ৷ যার পরিপ্রেক্ষিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে জানানো হয়, ক্লাব এনিয়ে তখনই কথা বলবে, যখন আসল সত্যগুলি সামনে আসবে ৷ আর সেই সঙ্গে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ম্যান ইউ কর্তৃপক্ষ ৷ কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপের পর ম্যান ইউ’র লাল জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তন কার্যত অসম্ভব ৷ আর এনিয়ে প্রক্রিয়া শুরুও করে দিয়েছে ম্যান ইউ ৷

লন্ডন, 19 নভেম্বর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে চুক্তি খারিজ করে দিতে পারে ম্যাঞ্চেস্টার উইনাইটেড (Man U Terminates Ronaldo Agreement) ৷ সিআর সেভেনের বিতর্কিত সাক্ষাৎকারের (Controversial Interview) পর এমনটাই শোনা যাচ্ছে ৷ সম্প্রতি ইপিএল এর সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবে রোনাল্ডোর মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ ম্যানেজার এরিক টেন হাগের (Erik Ten Hag) সঙ্গে প্রকাশ্য বাদানুবাদে জড়িয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷ এমনকি পরিবর্তিত প্লেয়ার হিসেবে দলে রাখায় ডাগ-আউট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পর্তুগিজ তারকা ৷

এর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) প্রথম একাদশে ফিরলেও, ম্যানেজারের সঙ্গে তাঁর সম্পর্কের যে অবনতি হয়েছিল, তা থেকেই গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সম্প্রতি একটি সংস্থার হয়ে সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টারের ম্যান ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলেন সিআর সেভেন ৷ যেখানে ম্যানেজার এরিক টেন হাগ এবং এক সময় ম্যান ইউতে তাঁর সতীর্থ তথা প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনিকে একহাত নেন রোনাল্ডো ৷

ওই সাক্ষাৎকারে রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমালোচনা করেন ৷ সেই সঙ্গে জানান, তাঁর ম্যানেজার এরিক টেন হাগের প্রতি কোনও শ্রদ্ধা নেই ৷ এও জানান, ক্লাবে তাঁর কোনও ‘সম্মান’ নেই ৷ অভিযোগ করেন, ক্লাবের কিছু সদস্য চান, যাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ছেড়ে বেরিয়ে যান ৷ এমনও অভিযোগ করেন সিআর সেভেন যে, তাঁর মেয়ের অসুস্থতার কারণে, মরশুম শুরুর আগে ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারেনি ৷ সেই সময় তাঁর উপস্থিত থাকতে না-পারার পিছনে অন্য কারণ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: এগিয়ে থেকে অসহায় আত্মসমর্পণ, দর্শকদের কটুক্তির মুখে ইস্টবেঙ্গল

আর সেই সাক্ষাৎকার ভাইরাল হতেই, হইচই পড়ে যায় ফুটবল বিশ্বে ৷ যার পরিপ্রেক্ষিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে জানানো হয়, ক্লাব এনিয়ে তখনই কথা বলবে, যখন আসল সত্যগুলি সামনে আসবে ৷ আর সেই সঙ্গে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ম্যান ইউ কর্তৃপক্ষ ৷ কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপের পর ম্যান ইউ’র লাল জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তন কার্যত অসম্ভব ৷ আর এনিয়ে প্রক্রিয়া শুরুও করে দিয়েছে ম্যান ইউ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.