ETV Bharat / sports

অবসরে যেতে পারে লিওনেল মেসির 10 নম্বর জার্সি - Lionel Messi

Lionel Messi's Number10 Jersey: অবসরে পাঠানো হতে পারে বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসির 10 নম্বর জার্সিকে ৷ আলবিসেলেস্টেস কর্তৃপক্ষ এমনটাই পরিকল্পনা করছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 1:32 PM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি: লিওনেল মেসি, নামটির উল্লেখেই একটি অদম্য আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে ৷ বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন অধিনায়কের তৈরি করা ঐতিহ্যের কোনও বিকল্প কার্যত অসম্ভব ৷ আর সেই ঐতিহ্যকেই এবার সংরক্ষিত করতে চাইছে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন ৷ অর্থাৎ, লিওনেল মেসি আর্জেন্তিনার জার্সি যেদিন খুলে রাখবেন, সেদিন থেকে নীল-সাদা 10 নম্বর জার্সিও অবসরে চলে যাবে ৷

স্প্যানিশ সংবাদপত্র মার্কার খবর অনুযায়ী, আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও চিকি তাপিয়া এ কথা জানিয়েছেন ৷ ক্লদিওকে উল্লেখ করে ওই সংবাদপত্র লিখেছে, "যখন মেসি জাতীয় দল থেকে অবসর নেবেন, তখন আমরা অন্য কাউকে 10 নম্বর জার্সি পরার অনুমতি দেব না ৷ তাঁর সম্মানে এই 'নম্বর 10' চিরজীবনের মতো অবসরে চলে যাবে ৷ এটা অন্তত আমরা তাঁর জন্য করতে পারি ৷"

2021 সালে মেসি তাঁর 'হোম' ক্লাব বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে গিয়েছিলেন ৷ কিন্তু, লিগ ওয়ানের ক্লাবে পিএসজি-তে মাত্র দু’টি সিজন খেলার পরেই কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি হয় বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন মহাতারকার ৷ 2023 মরশুমে তাই মেসি পিএসজি ছেড়ে আমেরিকার মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে চলে এসেছেন ৷ আর্জেন্তিনার জার্সিতে 180টি ম্যাচে 106 গোল করেছেন মেসি ৷ সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জিতেছেন এলএম-টেন ৷ ফিফা ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, 2008 অলিম্পিক গোল্ড মেডেলের পর 2022 সালে বহু প্রতীক্ষিত বিশ্বকাপও এসেছে তাঁর ঝুলিতে ৷

এবার তাঁর সম্মানে চিরদিনের মতো আর্জেন্তিনার 10 নম্বর জার্সি অবসরে যেতে চলেছে ৷ আর তা হলে, আর্জেন্তিনার 10 নম্বর জার্সি 'এলএম-10' নামেই পরিচত হবে ৷ উল্লেখ্য, আলবিসেলেস্টেস কর্তৃপক্ষ এর আগেও 10 নম্বর জার্সিকে অবসরে পাঠানোর পরিকল্পনা করেছিল ৷ আর সেটা ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনার জন্য ৷ কিন্তু, সেই সময় ফিফার কঠোর নিয়মের কারণে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সেই প্রস্তাব খারিজ হয়ে যায় ৷ কিন্তু, এবার আর সেই বাধা থাকবে না ৷

আরও পড়ুন:

  1. 10 নম্বর জার্সি পরে 'ক্রাইস্ট দ্য রিডিমার', প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য পেলেকে
  2. নিউইয়র্কের নিলামে 64 কোটি টাকায় বিকোল মেসির 6 বিশ্বকাপ জার্সি
  3. ম-এ মেসি, ম-এ ম্যাজিক! শ্রেষ্ঠত্বের সংজ্ঞা বদলে লিও'ই রাজা

হায়দরাবাদ, 1 জানুয়ারি: লিওনেল মেসি, নামটির উল্লেখেই একটি অদম্য আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটে ৷ বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন অধিনায়কের তৈরি করা ঐতিহ্যের কোনও বিকল্প কার্যত অসম্ভব ৷ আর সেই ঐতিহ্যকেই এবার সংরক্ষিত করতে চাইছে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন ৷ অর্থাৎ, লিওনেল মেসি আর্জেন্তিনার জার্সি যেদিন খুলে রাখবেন, সেদিন থেকে নীল-সাদা 10 নম্বর জার্সিও অবসরে চলে যাবে ৷

স্প্যানিশ সংবাদপত্র মার্কার খবর অনুযায়ী, আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও চিকি তাপিয়া এ কথা জানিয়েছেন ৷ ক্লদিওকে উল্লেখ করে ওই সংবাদপত্র লিখেছে, "যখন মেসি জাতীয় দল থেকে অবসর নেবেন, তখন আমরা অন্য কাউকে 10 নম্বর জার্সি পরার অনুমতি দেব না ৷ তাঁর সম্মানে এই 'নম্বর 10' চিরজীবনের মতো অবসরে চলে যাবে ৷ এটা অন্তত আমরা তাঁর জন্য করতে পারি ৷"

2021 সালে মেসি তাঁর 'হোম' ক্লাব বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে গিয়েছিলেন ৷ কিন্তু, লিগ ওয়ানের ক্লাবে পিএসজি-তে মাত্র দু’টি সিজন খেলার পরেই কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি হয় বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন মহাতারকার ৷ 2023 মরশুমে তাই মেসি পিএসজি ছেড়ে আমেরিকার মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে চলে এসেছেন ৷ আর্জেন্তিনার জার্সিতে 180টি ম্যাচে 106 গোল করেছেন মেসি ৷ সর্বাধিক আটবার ব্যালন ডি’অর জিতেছেন এলএম-টেন ৷ ফিফা ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, 2008 অলিম্পিক গোল্ড মেডেলের পর 2022 সালে বহু প্রতীক্ষিত বিশ্বকাপও এসেছে তাঁর ঝুলিতে ৷

এবার তাঁর সম্মানে চিরদিনের মতো আর্জেন্তিনার 10 নম্বর জার্সি অবসরে যেতে চলেছে ৷ আর তা হলে, আর্জেন্তিনার 10 নম্বর জার্সি 'এলএম-10' নামেই পরিচত হবে ৷ উল্লেখ্য, আলবিসেলেস্টেস কর্তৃপক্ষ এর আগেও 10 নম্বর জার্সিকে অবসরে পাঠানোর পরিকল্পনা করেছিল ৷ আর সেটা ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনার জন্য ৷ কিন্তু, সেই সময় ফিফার কঠোর নিয়মের কারণে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সেই প্রস্তাব খারিজ হয়ে যায় ৷ কিন্তু, এবার আর সেই বাধা থাকবে না ৷

আরও পড়ুন:

  1. 10 নম্বর জার্সি পরে 'ক্রাইস্ট দ্য রিডিমার', প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য পেলেকে
  2. নিউইয়র্কের নিলামে 64 কোটি টাকায় বিকোল মেসির 6 বিশ্বকাপ জার্সি
  3. ম-এ মেসি, ম-এ ম্যাজিক! শ্রেষ্ঠত্বের সংজ্ঞা বদলে লিও'ই রাজা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.