হ্য়াংঝাউ, 4 অক্টোবর: এশিয়ান গেমসের হকিতে ফাইনালে উঠেছে ভারত। বুধবার সেমিফাইনালে তারা 5-3 গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। পাশাপাশি রুপোতেই চিনের কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে লভলিনাকে ৷ এশিয়ান গেমসের একাদশ দিনে আজ একাধিক ইভেন্ট থেকে পদক এসেছে ৷ পুরুষদের সিঙ্গলসের স্কোয়াশের ফাইনালে পৌঁছেছেন সৌরভ ঘোষাল ৷ চলতি এশিয়াডের এগারো দিনের শেষে ভারতের পদক সংখ্য়া দাঁড়াল 81টি ৷
-
🇮🇳😍 𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘 𝗚𝗢! A quick guide on how Team India can make 'Iss Baar 💯 Paar' a reality!
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🤔 Do comment your questions if you have any questions regarding the remaining events!
👉 Note: Our projections have considered the minimum expected medals, taking into account the… pic.twitter.com/FiLqax8f1i
">🇮🇳😍 𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘 𝗚𝗢! A quick guide on how Team India can make 'Iss Baar 💯 Paar' a reality!
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🤔 Do comment your questions if you have any questions regarding the remaining events!
👉 Note: Our projections have considered the minimum expected medals, taking into account the… pic.twitter.com/FiLqax8f1i🇮🇳😍 𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘 𝗚𝗢! A quick guide on how Team India can make 'Iss Baar 💯 Paar' a reality!
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🤔 Do comment your questions if you have any questions regarding the remaining events!
👉 Note: Our projections have considered the minimum expected medals, taking into account the… pic.twitter.com/FiLqax8f1i
এশিয়ান গেমসে প্রথম পদক জিতেছেন লভলিনা বর্গহোয়াইন। তবে তা সোনা হয়নি। 75 কেজি বিভাগের ফাইনালে চিনের কাছে হেরে রুপো পান ভারতের তারকা বক্সার। যিনি 2021 সালের টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। আর এবার ইতিমধ্যে প্যারিস অলিম্পিক্সের টিকিট 'কনফার্ম' করে ফেলেছেন।
-
🥊 𝙇𝙊𝙑𝙇𝙄𝙉𝘼 2.0! From crashing out in the quarter-finals at the Commonwealth Games 2022 ➡️ to winning the silver medal here, Lovlina has upped her game to make the nation proud.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🥇in Asian Championships.
🥇in World Championships.
🥈in Asian Games.
🇮🇳 𝗦𝗵𝗲 𝗶𝘀… pic.twitter.com/K9udspXoIP
">🥊 𝙇𝙊𝙑𝙇𝙄𝙉𝘼 2.0! From crashing out in the quarter-finals at the Commonwealth Games 2022 ➡️ to winning the silver medal here, Lovlina has upped her game to make the nation proud.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🥇in Asian Championships.
🥇in World Championships.
🥈in Asian Games.
🇮🇳 𝗦𝗵𝗲 𝗶𝘀… pic.twitter.com/K9udspXoIP🥊 𝙇𝙊𝙑𝙇𝙄𝙉𝘼 2.0! From crashing out in the quarter-finals at the Commonwealth Games 2022 ➡️ to winning the silver medal here, Lovlina has upped her game to make the nation proud.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🥇in Asian Championships.
🥇in World Championships.
🥈in Asian Games.
🇮🇳 𝗦𝗵𝗲 𝗶𝘀… pic.twitter.com/K9udspXoIP
এর পাশাপাশি আজ, বুধবার ভারত হকির সেমিফাইনালে 5-3 গোলে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, হার্দিক সিং, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক ৷ ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
-
🏑 𝗦𝗧𝗢𝗠𝗣𝗜𝗡𝗚 𝗢𝗨𝗥 𝗪𝗔𝗬 𝗜𝗡𝗧𝗢 𝗧𝗛𝗘 𝗙𝗜𝗡𝗔𝗟! Our undefeated streak continues as we pick up a victory against South Korea in the semis to qualify for our 1️⃣3️⃣th Asian Games final.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
😎 𝐍𝐨 𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐬𝐭𝐨𝐩𝐩𝐢𝐧𝐠 𝐭𝐡𝐢𝐬 𝐝𝐫𝐞𝐚𝐦 𝐭𝐞𝐚𝐦 𝐟𝐫𝐨𝐦… pic.twitter.com/ESXPWKQbdW
">🏑 𝗦𝗧𝗢𝗠𝗣𝗜𝗡𝗚 𝗢𝗨𝗥 𝗪𝗔𝗬 𝗜𝗡𝗧𝗢 𝗧𝗛𝗘 𝗙𝗜𝗡𝗔𝗟! Our undefeated streak continues as we pick up a victory against South Korea in the semis to qualify for our 1️⃣3️⃣th Asian Games final.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
😎 𝐍𝐨 𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐬𝐭𝐨𝐩𝐩𝐢𝐧𝐠 𝐭𝐡𝐢𝐬 𝐝𝐫𝐞𝐚𝐦 𝐭𝐞𝐚𝐦 𝐟𝐫𝐨𝐦… pic.twitter.com/ESXPWKQbdW🏑 𝗦𝗧𝗢𝗠𝗣𝗜𝗡𝗚 𝗢𝗨𝗥 𝗪𝗔𝗬 𝗜𝗡𝗧𝗢 𝗧𝗛𝗘 𝗙𝗜𝗡𝗔𝗟! Our undefeated streak continues as we pick up a victory against South Korea in the semis to qualify for our 1️⃣3️⃣th Asian Games final.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
😎 𝐍𝐨 𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐬𝐭𝐨𝐩𝐩𝐢𝐧𝐠 𝐭𝐡𝐢𝐬 𝐝𝐫𝐞𝐚𝐦 𝐭𝐞𝐚𝐦 𝐟𝐫𝐨𝐦… pic.twitter.com/ESXPWKQbdW
এদিন পুরুষদল কবাডিতে ভারত থাইল্যান্ডে হারায় 63-26 ৷ ম্যাচ প্রথম থেকেই হয় একপেশে ৷ অন্যদিকে, মেয়েদের দলও থাইল্যান্ডকে (54-22) পয়েন্টে হারায় ৷
-
🇮🇳 𝗙𝗢𝗨𝗥𝗧𝗛 𝗖𝗢𝗡𝗦𝗘𝗖𝗨𝗧𝗜𝗩𝗘 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗦𝗘𝗔𝗟𝗘𝗗! 2010🥇, 2014🥇, 2018🥈, 2022???
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🙌 After a shocking draw against Chinese Taipei in the first game, the women's team finish with a bang to qualify for the semis.
🗓️ 𝙎𝙚𝙢𝙞-𝙛𝙞𝙣𝙖𝙡𝙨 𝙬𝙞𝙡𝙡 𝙩𝙖𝙠𝙚 𝙥𝙡𝙖𝙘𝙚… pic.twitter.com/6zROGf7tsd
">🇮🇳 𝗙𝗢𝗨𝗥𝗧𝗛 𝗖𝗢𝗡𝗦𝗘𝗖𝗨𝗧𝗜𝗩𝗘 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗦𝗘𝗔𝗟𝗘𝗗! 2010🥇, 2014🥇, 2018🥈, 2022???
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🙌 After a shocking draw against Chinese Taipei in the first game, the women's team finish with a bang to qualify for the semis.
🗓️ 𝙎𝙚𝙢𝙞-𝙛𝙞𝙣𝙖𝙡𝙨 𝙬𝙞𝙡𝙡 𝙩𝙖𝙠𝙚 𝙥𝙡𝙖𝙘𝙚… pic.twitter.com/6zROGf7tsd🇮🇳 𝗙𝗢𝗨𝗥𝗧𝗛 𝗖𝗢𝗡𝗦𝗘𝗖𝗨𝗧𝗜𝗩𝗘 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗦𝗘𝗔𝗟𝗘𝗗! 2010🥇, 2014🥇, 2018🥈, 2022???
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🙌 After a shocking draw against Chinese Taipei in the first game, the women's team finish with a bang to qualify for the semis.
🗓️ 𝙎𝙚𝙢𝙞-𝙛𝙞𝙣𝙖𝙡𝙨 𝙬𝙞𝙡𝙡 𝙩𝙖𝙠𝙚 𝙥𝙡𝙖𝙘𝙚… pic.twitter.com/6zROGf7tsd
অন্যদিকে, বাংলার পুত্র সৌরভ ঘোষাল এশিয়ান গেমসের স্কোয়াশের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন আজ। যিনি 2006 সাল থেকে প্রতিটি এশিয়ান গেমসের সিঙ্গলসে পদক জিতেছেন। তবে কোনওদিন সোনা আসেনি। তিনবার ব্রোঞ্জ পেয়েছেন। একবার রুপো জিতেছেন। এবার সোনা জিততে মরিয়া 37 বছরের 'যুবক'। বুধবার সেমিফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ চি হি হেনরিকে নিয়ে পুরোপুরি ছেলেখেলা করেন কলকাতার ছেলে। প্রথম দুটি গেমে তো প্রতিপক্ষকে দাঁড়াতেই পারেননি। তৃতীয় গেমে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন হংকংয়ের খেলোয়াড়। তবে সৌরভকে ছিটেফোঁটা চাপে ফেলতে পারেননি। খেলার ফল 11-2, 11-1, 11-6।
-
🇮🇳 𝗥𝗘𝗖𝗢𝗥𝗗 𝗛𝗜𝗚𝗛! India secured 3🥇5🥈& 4🥉 today. 👀 𝗛𝗼𝘄 𝗺𝗮𝗻𝘆 𝗺𝗲𝗱𝗮𝗹𝘀 𝘄𝗶𝗹𝗹 𝘄𝗲 𝗮𝗱𝗱 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄?
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔥 India’s has surpassed last year's tally of 70 and registered the highest-ever at the Asian Games.
➡️ Follow @sportwalkmedia for schedule,… pic.twitter.com/GzfBqP28K5
">🇮🇳 𝗥𝗘𝗖𝗢𝗥𝗗 𝗛𝗜𝗚𝗛! India secured 3🥇5🥈& 4🥉 today. 👀 𝗛𝗼𝘄 𝗺𝗮𝗻𝘆 𝗺𝗲𝗱𝗮𝗹𝘀 𝘄𝗶𝗹𝗹 𝘄𝗲 𝗮𝗱𝗱 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄?
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🔥 India’s has surpassed last year's tally of 70 and registered the highest-ever at the Asian Games.
➡️ Follow @sportwalkmedia for schedule,… pic.twitter.com/GzfBqP28K5🇮🇳 𝗥𝗘𝗖𝗢𝗥𝗗 𝗛𝗜𝗚𝗛! India secured 3🥇5🥈& 4🥉 today. 👀 𝗛𝗼𝘄 𝗺𝗮𝗻𝘆 𝗺𝗲𝗱𝗮𝗹𝘀 𝘄𝗶𝗹𝗹 𝘄𝗲 𝗮𝗱𝗱 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄?
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 4, 2023
🔥 India’s has surpassed last year's tally of 70 and registered the highest-ever at the Asian Games.
➡️ Follow @sportwalkmedia for schedule,… pic.twitter.com/GzfBqP28K5
এর আগে জাকার্তা এশিয়ান গেমসে 2018 সালে, ভারত 16টি সোনা-সহ 70টি পদক জিতেছিল। 2023-এর হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত 81টি পদকের মধ্যে 18টি সোনা, 31টি রুপো এবং 32টি ব্রোঞ্জ পদক রয়েছে। এখনও 3দিন বাকি এশিয়ান গেমস। এরই মধ্যে অনেক গুলো খেলাতেই ভারতের পদক জেতার সম্ভাবনা আছে। এখনও 20টি পদক আসতে পারে ভারতের ঝুলিতে ৷ 100 থেকে আর মাত্র 19টি পদক দূরে ভারত।তাই বলা যেতে পারে এবারের এশিয়ান গেমসে 100টিরও বেশি পদক জিততে পারেন ভারতীয় ক্রীড়াবিদরা।
আরও পড়ুন: কয়েক মিনিটের ব্যবধানে ফের সোনা ভারতের ঝুলিতে; এবার পদক পুরুষদের রিলেতে