ETV Bharat / sports

Asian Games 2023: পয়েন্টের বন্যায় প্রতিপক্ষকে হারাল ভারতের কবাডি টিম, 29 বছর পর পদক এল ক্যানয়ে - দশম দিনে এল আরও দুটি ব্রোঞ্জ

এশিয়াডের দশম দিনের শুরুতেই ছিল পুরুষদের কবাডি ম্যাচ ৷ আর খানিক আগে ছিল মহিলাদের ম্যাচ ৷ তাতে প্রতিপক্ষদের পয়েন্টের মালা পরাল 'থাই ফাই বালে' ৷ সেইসঙ্গে বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন প্রীতি পাওয়ার ৷ পাশাপাশি 29 বছর পর এশিয়ান গেমসের ক্যানয়ে পদকের মুখ দেখল ভারত ৷ সেইসঙ্গে এশিয়াডের ইতিহাসে দ্বিতীয় মেডেল হল দেশের ৷ মেয়েদের হকিও হংকংকে 13 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 4:11 PM IST

হ্যাংঝাউ, 3 অক্টোবর: এশিয়ান গেমসে দুরন্ত সূচনা ভারতীয় পুরুষ কাবাডি দলের ৷ প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাল 55-18 ব্যবধানে ৷ দশম দিনের শুরুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল পড়শি দেশের বিরুদ্ধে। সেখানে একতরফাভাবে বাংলাদেশকে 55-18 পয়েন্টে পরাজিত করল ভারতীয় দল। শুরুটা খারাপ করেনি মহিলাদলও ৷ গতকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে (34-34) ড্র করে চলতি এশিয়ান অভিযান শুরু করেন 'শেরনিওয়ালে' ৷ তবে আজ তা সুদে-আসলে উসুল করল রিতু ব্রিগেড ৷ সাউথ কোরিয়াকে 23-56 ব্যবধানে হারাল মহিলা কবাডি টিম ৷

  • 🇮🇳 𝗦𝗠𝗢𝗢𝗧𝗛 𝗩𝗜𝗖𝗧𝗢𝗥𝗬 𝗧𝗢 𝗦𝗧𝗔𝗥𝗧 𝗧𝗛𝗜𝗡𝗚𝗦 𝗢𝗙𝗙! The 7-time champions start their campaign with an easy win against Bangladesh. 𝗧𝗵𝗲𝘆 𝘄𝗶𝗹𝗹 𝘁𝗮𝗸𝗲 𝗼𝗻 𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄 𝗮𝘁 𝟲 𝗔𝗠.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results,… pic.twitter.com/fc9PqqtWsa

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ম্যাচের শুরু থেকে রাশ নিজেদের হাতে রাখেন অধিনায়ক রিতু ৷ পুজা ও পুষ্পা মিলে রেড করে টিমকে অর্ধেক পয়েন্ট এনে দেন ৷ বাকি কাজ অর্থাৎ তাঁদেরকে ডিফেন্সে সঙ্গ দিয়ে কোরিয়ার থেকে জয় ছিনিয়ে নেন রিতু, সাক্ষী, প্রিয়াঙ্কা, জ্যোতি, নিধিরা ৷

  • 🇮🇳 🔥𝗖𝗢𝗠𝗘𝗕𝗔𝗖𝗞 𝗔𝗙𝗧𝗘𝗥 𝗔 𝗦𝗘𝗧𝗕𝗔𝗖𝗞! Following a draw yesterday, Indian women register a dominating victory today against South Korea.

    👉𝗡𝗲𝘅𝘁 𝘂𝗽 𝘁𝗵𝗲𝘆 𝗳𝗮𝗰𝗲 𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱 𝗼𝗻 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 𝟰𝘁𝗵 𝗮𝘁 𝟭:𝟯𝟬𝗽𝗺

    ➡️ Follow @sportwalkmedia for… pic.twitter.com/HJZmDOTSMp

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি আজ বক্সিংয়ের 54 কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ দিলেন প্রীতি পাওয়ার ৷ ফাইনালে ওঠার আগে ইয়োয়ানের কাছে পরাজিত হন ভারতের প্রীতি পাওয়ার। ফলে এবার তাঁর সোনা অথবা রুপোর পদক হাতছাড়া হল। তাই নিখাতের পর এবার সেমিতে হেরে ব্রোঞ্জই সন্তুষ্ট প্রীতি পাওয়ার ৷

  • 🥊 𝗠𝗔𝗞𝗜𝗡𝗚 𝗧𝗛𝗘 𝗡𝗔𝗧𝗜𝗢𝗡 𝗣𝗥𝗢𝗨𝗗! A coming-of-age performance from the 19-year-old Preeti Pawar throughout the tournament has resulted in her bagging the 🥉 today. She put up a strong fight today but ultimately lost to the 2018 Gold medalist and local favourite,… pic.twitter.com/wcCo1aNFi5

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হ্যাংঝাউ, 3 অক্টোবর: এশিয়ান গেমসে দুরন্ত সূচনা ভারতীয় পুরুষ কাবাডি দলের ৷ প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাল 55-18 ব্যবধানে ৷ দশম দিনের শুরুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল পড়শি দেশের বিরুদ্ধে। সেখানে একতরফাভাবে বাংলাদেশকে 55-18 পয়েন্টে পরাজিত করল ভারতীয় দল। শুরুটা খারাপ করেনি মহিলাদলও ৷ গতকাল চাইনিজ তাইপের বিরুদ্ধে (34-34) ড্র করে চলতি এশিয়ান অভিযান শুরু করেন 'শেরনিওয়ালে' ৷ তবে আজ তা সুদে-আসলে উসুল করল রিতু ব্রিগেড ৷ সাউথ কোরিয়াকে 23-56 ব্যবধানে হারাল মহিলা কবাডি টিম ৷

  • 🇮🇳 𝗦𝗠𝗢𝗢𝗧𝗛 𝗩𝗜𝗖𝗧𝗢𝗥𝗬 𝗧𝗢 𝗦𝗧𝗔𝗥𝗧 𝗧𝗛𝗜𝗡𝗚𝗦 𝗢𝗙𝗙! The 7-time champions start their campaign with an easy win against Bangladesh. 𝗧𝗵𝗲𝘆 𝘄𝗶𝗹𝗹 𝘁𝗮𝗸𝗲 𝗼𝗻 𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱 𝘁𝗼𝗺𝗼𝗿𝗿𝗼𝘄 𝗮𝘁 𝟲 𝗔𝗠.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results,… pic.twitter.com/fc9PqqtWsa

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ম্যাচের শুরু থেকে রাশ নিজেদের হাতে রাখেন অধিনায়ক রিতু ৷ পুজা ও পুষ্পা মিলে রেড করে টিমকে অর্ধেক পয়েন্ট এনে দেন ৷ বাকি কাজ অর্থাৎ তাঁদেরকে ডিফেন্সে সঙ্গ দিয়ে কোরিয়ার থেকে জয় ছিনিয়ে নেন রিতু, সাক্ষী, প্রিয়াঙ্কা, জ্যোতি, নিধিরা ৷

  • 🇮🇳 🔥𝗖𝗢𝗠𝗘𝗕𝗔𝗖𝗞 𝗔𝗙𝗧𝗘𝗥 𝗔 𝗦𝗘𝗧𝗕𝗔𝗖𝗞! Following a draw yesterday, Indian women register a dominating victory today against South Korea.

    👉𝗡𝗲𝘅𝘁 𝘂𝗽 𝘁𝗵𝗲𝘆 𝗳𝗮𝗰𝗲 𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱 𝗼𝗻 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 𝟰𝘁𝗵 𝗮𝘁 𝟭:𝟯𝟬𝗽𝗺

    ➡️ Follow @sportwalkmedia for… pic.twitter.com/HJZmDOTSMp

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি আজ বক্সিংয়ের 54 কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ দিলেন প্রীতি পাওয়ার ৷ ফাইনালে ওঠার আগে ইয়োয়ানের কাছে পরাজিত হন ভারতের প্রীতি পাওয়ার। ফলে এবার তাঁর সোনা অথবা রুপোর পদক হাতছাড়া হল। তাই নিখাতের পর এবার সেমিতে হেরে ব্রোঞ্জই সন্তুষ্ট প্রীতি পাওয়ার ৷

  • 🥊 𝗠𝗔𝗞𝗜𝗡𝗚 𝗧𝗛𝗘 𝗡𝗔𝗧𝗜𝗢𝗡 𝗣𝗥𝗢𝗨𝗗! A coming-of-age performance from the 19-year-old Preeti Pawar throughout the tournament has resulted in her bagging the 🥉 today. She put up a strong fight today but ultimately lost to the 2018 Gold medalist and local favourite,… pic.twitter.com/wcCo1aNFi5

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে আজ, মঙ্গলবার সকালেই এশিয়ান গেমসে ঐতিহাসিক পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে ক্যানয় থেকে এসেছে দ্বিতীয় পদক। যে পদকের জন্য 29 বছর অপেক্ষা করতে হয়েছে। আর সেই ঐতিহাসিক পদক ভারতকে এনে দিলেন অর্জুন সিং এবং সুনীল সিং। এদিন হ্যাংঝাউয়ে ফুয়াং ওয়াটার স্পোর্টস সেন্টারে পুরুষদের 1000 মিটার ডাবলস ক্যানয়ে প্রথম উজবেকিস্তান। সময় নেয় 3 মিনিট 43.736 সেকেন্ড। ছয় সেকেন্ড পিছিয়ে থেকে রুপো জিতেছে কাজাখস্তান (3 মিনিট 49.991 সেকেন্ড)। সোনাজয়ী উজবেকিস্তানের থেকে নয় সেকেন্ড পিছিয়ে ব্রোঞ্জ ছিনিয়ে নিয়েছে ভারত (3 মিনিট 53.329 সেকেন্ড)।

  • 🇮🇳🥉 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗢𝗙 𝗧𝗛𝗘 𝗗𝗔𝗬! Congratulations to the duo of Arjun Singh and Sunil Singh Salam on winning Bronze in the Men's Canoe Double 1000m event.

    ➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.@19thAGofficial @Media_SAIpic.twitter.com/CjlIAjRq6c

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি মেয়েদের হকিতে সেমিফাইনালে পৌঁছন সবিতা পুনিয়ারা। এশিয়ান গেমসে দশম দিনে হংকংকে 13 গোল দেন তাঁরা। গ্রুপ পর্বে চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেললেন ভারতের মেয়েরা। ভারত ছাড়া আর কোনও দল এখনও মেয়েদের হকিতে সেমিফাইনালে উঠতে পারেনি। গ্রুপ এ-তে শীর্ষ স্থান ধরে রাখার সুযোগ রয়েছে ভারতের। চার ম্যাচে 10 পয়েন্ট পেয়েছে তারা। ছেলেরা গতকালই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আগামিকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ চারের ম্য়াচ খেলবে তারা।

  • 🏑🇮🇳 𝗦𝗘𝗠𝗜𝗦 𝗖𝗔𝗟𝗟𝗜𝗡𝗚! With 3️⃣ victories in 4️⃣ games, the women's team march their way to the final four. We are two wins away from the Asian Games Gold and Paris 2024 Olympics qualification.

    🗓️ 𝗪𝗲 𝘄𝗶𝗹𝗹 𝗹𝗶𝗸𝗲𝗹𝘆 𝗳𝗮𝗰𝗲 𝗧𝗵𝗮𝗶𝗹𝗮𝗻𝗱 𝗼𝗿 𝗖𝗵𝗶𝗻𝗮 𝗶𝗻… pic.twitter.com/3rGjdZfQkD

    — Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 3, 2023
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: যস্বশীর সেঞ্চুরি, এশিয়ান গেমস ক্রিকেটের শেষ চারে ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.