পানাজি, 28 জানুয়ারি : ডার্বি পরিসংখ্যান উন্নত করার পাশাপাশি শনিবারের হাইভোল্টেজ ম্যাচ জিতে পুনরায় প্রথম চারে ঢুকে পড়া লক্ষ্য সবুজ-মেরুনের । কলকাতা ডার্বিতে প্রথমবার কোচের হটসিটে বসার আগে তাই সতর্ক কোচ জুয়ান ফেরান্দো । করোনা-কাঁটায় আঠারো দিন পর খেলতে নেমে ওড়িশা এফসির বিরুদ্ধে গত ম্যাচে জিততে ব্যর্থ এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan drew against Odisha FC in previous match)। বড় ম্যাচের আগে পারফরম্যান্স আশাপ্রদ নয় । হুগো বুমোসের অনুপস্থিতি প্রভাব ফেলেছিল দলের খেলায়। ডার্বিতে তা কাটিয়ে ওঠাই চ্যালেঞ্জ সবুজ-মেরুন হেডস্যারের কাছে ৷
টানা অনুশীলনে ছেলেদের ডুবিয়ে রেখে দলের ত্রুটি সারাতে ব্যস্ত স্প্যানিশ কোচ । পরিস্থিতি কঠিন একইসঙ্গে চ্যালেঞ্জিং বলে মানছেন শুভাশিষ বসু, প্রীতম কোটালরা । প্রথমবার ডার্বিতে নামছেন দলের মাঝমাঠের প্রাণভোমরা হুগো বুমোস । ফরাসি মিডফিল্ডার বলছেন, "এবার পরিস্থিতি আলাদা। আরও বেশি মনসংযোগ দরকার আমাদের । অনেকদিন অনুশীলনের মধ্যে ছিলাম না । তাই প্রত্যেকদিন কঠোর অনুশীলনের মধ্যে দিয়েই ছন্দে ফিরতে হবে আমাদের । ডার্বির গুরুত্ব এবার আলাদা । আমরা বাড়তি মোটিভেশন নিয়ে খেলব । আমরা যে জিতব সে ব্যাপারে নিশ্চিত ।"
আরও পড়ুন : ISL Kolkata Derby : ডার্বিতে দুই প্রধানের চিন্তা দুর্গের শেষ প্রহরীরাই, বলছেন ভাস্কর
তবে প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে দলের বাকিদের সতর্ক করছেন সবুজ-মেরুন মিডিও (Hugo Boumous warns his teammates before ISL derby) । বুমোস বলছেন, আমরা গত ডার্বিতে সহজ জয় পেয়েছিলাম বা হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে ওরা চার গোলে হজম করেছে বলে নিশ্চিন্তে থাকার অবকাশ নেই । কারণ, লাল-হলুদ প্রতিশোধের মেজাজে মাঠে নামবে বলেই মনে করছেন তিনি । মুম্বই সিটি এফসির প্রাক্তনী বলছেন, "আমাদের ম্যাচটি জিততে হবে কারণ শেষ চারে জায়গা করে নেওয়ার সুযোগ আমাদের সামনে । কেবল এই ম্যাচ নয়, টুর্নামেন্টের বাকি প্রত্যেকটি ম্যাচ জিততে চাই আমরা ৷" ওড়িশার বিরুদ্ধে করা ভুলগুলো যে ডার্বিতে করা যাবে না, সে কথা মনে করিয়েও দলকে সতর্ক করছেন বুমোস ।