ETV Bharat / sports

CFL 2023: ভবানীপুরের বিরুদ্ধে ড্র, লাল-হলুদ আটকে যেতেই রেফারি নিয়ে ক্ষোভ বিনো জর্জের

author img

By

Published : Aug 3, 2023, 8:55 PM IST

জবি জাস্টিন, সুভাষ সিং, অধিনায়ক জিতেন মুর্মু লাল-হলুদ রক্ষণকে কার্যত নাচিয়ে ছেড়েছেন। অগোছালো অবস্থায় ছিল বিনো জর্জের ছেলেরা । প্রতিপক্ষের পরিস্থিতির সুযোগ নিয়ে দাপট দেখাল ভবানীপুর ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 3 অগস্ট: গ্রুপ টপারদের বিরুদ্ধে ড্র । গোলকিপারের ভুলে গোল খেতে হলেও সারাক্ষণই নড়বড় করল লাল-হলুদ ব্রিগেড ৷ বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুর ক্লাবের সঙ্গে 1-1 গোলে ড্র লাল-হলুদের । পিছিয়ে পড়ে ড্র করতে পেরে দলকে কৃতিত্ব দিলেন কোচ বিনো জর্জ । প্রথমার্ধে ভবানীপুরের বিরুদ্ধে অগোছালো ইস্টবেঙ্গল । রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণভাগে বোঝাপড়ার অভাব প্রকট । প্রতিপক্ষের অগোছালো পরিস্থিতির সুযোগ নিয়ে দাপট দেখাল ভবানীপুর ।

জবি জাস্টিন, সুভাষ সিং, অধিনায়ক জিতেন মুর্মু লাল-হলুদ রক্ষণকে কার্যত নাচিয়ে রেখেছিলেন । প্রতিপক্ষের চাপের সামনে নড়বড়ে হয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক আদিত্য পাত্র । ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন । ভবানীপুরের সুভাষ সিং গোল করেন আদিত্য পাত্রর ভুলকে কাজে লাগিয়ে । সহজ বল বিপদমুক্ত করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান । সেই ভুলকে কাজে লাগিয়ে গোল করেন ভবানীপুরের সুভাষ সিং ।

FT| Spoils shared with Bhawanipore after a hard-fought contest.#CFL #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/ponHjvItb7

— East Bengal FC (@eastbengal_fc) August 3, 2023

অপেক্ষাকৃত সহজ দলের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিলেন না নিরঞ্জন মণ্ডল ও সার্থক গলুই । এছাড়াও চোটের কারণে অতুল উন্নিকৃষ্ণণ ও আমান সিকে ছিলেন না । নিয়াস, লিজো এবং রাজিবুলের জ্বর । আদিত্য পাত্রকে ইঞ্জেকশন দিয়ে খেলানোর চেষ্টা হয়েছে । সব মিলিয়ে অগোছালো অবস্থায় ছিল বিনো জর্জের ছেলেরা ।

তবে বিরতির পরে ভুল শুধরে ছন্দে ফেরে ইস্টবেঙ্গল । এই সময় দীপ সাহার গোলে লাল-হলুদ সমতায় ফেরে । পিছিয়ে পড়ে ড্র । বিনো জর্জ বলছেন, অনভিজ্ঞতা ব্যর্থতার বড় কারণ । তবে পিছিয়ে পড়ে ড্র করতে পারার জন্য ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন । রেফারিং নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গল কোচের । অন্যদিকে, ইস্টবেঙ্গল মাঠের অবস্থা নিয়ে সমালোচনায় ভবানীপুর কোচ রঞ্জন চৌধুরী । এই ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে রয়ে গেল ভবানীপুর ।

আরও পড়ুন: 38 পূর্ণ বাংলার জামাইয়ের! জন্মদিনে এক ঝলকে ভারতীয় ফুটবলের 'আইকন' সুনীল ছেত্রীর রেকর্ড

কলকাতা, 3 অগস্ট: গ্রুপ টপারদের বিরুদ্ধে ড্র । গোলকিপারের ভুলে গোল খেতে হলেও সারাক্ষণই নড়বড় করল লাল-হলুদ ব্রিগেড ৷ বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুর ক্লাবের সঙ্গে 1-1 গোলে ড্র লাল-হলুদের । পিছিয়ে পড়ে ড্র করতে পেরে দলকে কৃতিত্ব দিলেন কোচ বিনো জর্জ । প্রথমার্ধে ভবানীপুরের বিরুদ্ধে অগোছালো ইস্টবেঙ্গল । রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণভাগে বোঝাপড়ার অভাব প্রকট । প্রতিপক্ষের অগোছালো পরিস্থিতির সুযোগ নিয়ে দাপট দেখাল ভবানীপুর ।

জবি জাস্টিন, সুভাষ সিং, অধিনায়ক জিতেন মুর্মু লাল-হলুদ রক্ষণকে কার্যত নাচিয়ে রেখেছিলেন । প্রতিপক্ষের চাপের সামনে নড়বড়ে হয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক আদিত্য পাত্র । ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন । ভবানীপুরের সুভাষ সিং গোল করেন আদিত্য পাত্রর ভুলকে কাজে লাগিয়ে । সহজ বল বিপদমুক্ত করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান । সেই ভুলকে কাজে লাগিয়ে গোল করেন ভবানীপুরের সুভাষ সিং ।

অপেক্ষাকৃত সহজ দলের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিলেন না নিরঞ্জন মণ্ডল ও সার্থক গলুই । এছাড়াও চোটের কারণে অতুল উন্নিকৃষ্ণণ ও আমান সিকে ছিলেন না । নিয়াস, লিজো এবং রাজিবুলের জ্বর । আদিত্য পাত্রকে ইঞ্জেকশন দিয়ে খেলানোর চেষ্টা হয়েছে । সব মিলিয়ে অগোছালো অবস্থায় ছিল বিনো জর্জের ছেলেরা ।

তবে বিরতির পরে ভুল শুধরে ছন্দে ফেরে ইস্টবেঙ্গল । এই সময় দীপ সাহার গোলে লাল-হলুদ সমতায় ফেরে । পিছিয়ে পড়ে ড্র । বিনো জর্জ বলছেন, অনভিজ্ঞতা ব্যর্থতার বড় কারণ । তবে পিছিয়ে পড়ে ড্র করতে পারার জন্য ফুটবলারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন । রেফারিং নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গল কোচের । অন্যদিকে, ইস্টবেঙ্গল মাঠের অবস্থা নিয়ে সমালোচনায় ভবানীপুর কোচ রঞ্জন চৌধুরী । এই ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে রয়ে গেল ভবানীপুর ।

আরও পড়ুন: 38 পূর্ণ বাংলার জামাইয়ের! জন্মদিনে এক ঝলকে ভারতীয় ফুটবলের 'আইকন' সুনীল ছেত্রীর রেকর্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.