ETV Bharat / sports

Durand Cup Derby: ডার্বির আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল, হাস্যকর বলছে মোহনবাগান - East Bengal

রেফারিদের সঠিক মূল্যায়ন করা হোক বলেই দাবি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা । ‘আগামিদিনে ডুরান্ড খেলতে গেলে শর্ত মেনে করতে হবে । তা না-হলে আমরা খেলব না ।’ সাফ জানিয়ে দিয়েছে পদ্মাপাড়ের ক্লাব ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 8:52 PM IST

Updated : Sep 2, 2023, 8:46 AM IST

ডার্বির আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল

কলকাতা, 1 সেপ্টেম্বর: রেফারিং নিয়ে ক্ষোভটা ছিল । শুক্রবার তা আরও বড় আকারে জ্বলে উঠল । রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি ইস্টবেঙ্গল । বাঙালির চিরকালীন ডার্বি । স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছে ময়দান । টিকিট নিয়ে হাহাকার তুঙ্গে । তার আগেই ডুরান্ডের ম্যাচ পরিচালনা নিয়ে ইস্টবেঙ্গলের নিশানায় রেফারিরা।

‘বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একটা দলকে ।’ নাম না-করে মোহনবাগানকে আক্রমণ করলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার । তিনি বলেন, ‘‘এর আগে আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালেও পেনাল্টি দেওয়া হয়েছিল ।’’ রেফারিদের সঠিক মূল্যায়ন করা হোক বলেই দাবি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা । এশিয়ার সবচেয়ে বড় ডার্বিকে সংরক্ষণ করার দাবিও জানান তিনি ।

ক্লাবের শীর্ষকর্তার অভিযোগের প্রমাণ হিসেবে কার্যনির্বাহী কমিটির সদস্য রজত গুহ খবরের কাগজের ক্লিপিংস তুলে দেখান । সেই রেশ ধরেই দেবব্রত সরকার যোগ করেন, ‘‘ডুরান্ড ফাইনালে আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করি । সঠিক মূল্যায়ন হোক । এমনটাই আমাদের দাবি । একটা দলকে সুযোগ দেওয়া হলে, বাকিদের খেলারই দরকার নেই । আই লিগেও বেশকিছু ম্যাচে এমন হয়েছে । বারবার এটা কেন হচ্ছে ? ভুল বারবার হতে পারে ?’’ মাঠে ঝামেলা হতে পারে । সেই আশঙ্কাতেই ভুগছেন লাল-হলুদ কর্তারা । এই শঙ্কা মোহনবাগান সচিবের মনেও । তিনি সবুজ-মেরুন সমর্থকদের কোনও প্ররোচনায় পা না-দিতে বলেছেন ।

রেফারিং নিয়ে মৌখিকভাবে অভিযোগ জানালো হলেও, এখনও লিখিত কিছুই পাঠানো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে । তবে আগামিকাল লিখিত ভাবে অভিযোগ জানাতে চলেছে লাল-হলুদ । টিকিট বণ্টন নিয়েও প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব । দেবব্রত সরকার বলেন, ‘‘টিকিট নিয়ে সমস্যা আছে । আমাদের সমর্থকরা টিকিট পাচ্ছে না । আমরা করলে অনলাইনে টিকিট দিই । কিন্তু কেন জানি না, এটা হচ্ছে না । আগামিদিনে ডুরান্ড খেলতে গেলে শর্ত মেনে করতে হবে । তা না-হলে আমরা খেলব না ।’’

আরও পড়ুন: দু'বছরের ছেলেকে গোল উৎসর্গ! রবিবার ডার্বি বদলার ম্যাচ, বলছেন সাদিকু

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শৈলেন মান্নার জন্মদিন পালনের অনুষ্ঠানে ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । ইস্টবেঙ্গল শীর্ষকর্তার এই অভিযোগকে হাস্যকর বলছেন তিনি ৷ বলেন, “এটা চাপের খেলা । নর্থইস্ট ইউনাইটেড কোচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার পরে অভিযোগ তুলেছে। তাই বিষয়টি মাথায় রাখতে হবে ।”

ডার্বির আগে রেফারিং নিয়ে সরব ইস্টবেঙ্গল

কলকাতা, 1 সেপ্টেম্বর: রেফারিং নিয়ে ক্ষোভটা ছিল । শুক্রবার তা আরও বড় আকারে জ্বলে উঠল । রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি ইস্টবেঙ্গল । বাঙালির চিরকালীন ডার্বি । স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছে ময়দান । টিকিট নিয়ে হাহাকার তুঙ্গে । তার আগেই ডুরান্ডের ম্যাচ পরিচালনা নিয়ে ইস্টবেঙ্গলের নিশানায় রেফারিরা।

‘বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একটা দলকে ।’ নাম না-করে মোহনবাগানকে আক্রমণ করলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার । তিনি বলেন, ‘‘এর আগে আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালেও পেনাল্টি দেওয়া হয়েছিল ।’’ রেফারিদের সঠিক মূল্যায়ন করা হোক বলেই দাবি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা । এশিয়ার সবচেয়ে বড় ডার্বিকে সংরক্ষণ করার দাবিও জানান তিনি ।

ক্লাবের শীর্ষকর্তার অভিযোগের প্রমাণ হিসেবে কার্যনির্বাহী কমিটির সদস্য রজত গুহ খবরের কাগজের ক্লিপিংস তুলে দেখান । সেই রেশ ধরেই দেবব্রত সরকার যোগ করেন, ‘‘ডুরান্ড ফাইনালে আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করি । সঠিক মূল্যায়ন হোক । এমনটাই আমাদের দাবি । একটা দলকে সুযোগ দেওয়া হলে, বাকিদের খেলারই দরকার নেই । আই লিগেও বেশকিছু ম্যাচে এমন হয়েছে । বারবার এটা কেন হচ্ছে ? ভুল বারবার হতে পারে ?’’ মাঠে ঝামেলা হতে পারে । সেই আশঙ্কাতেই ভুগছেন লাল-হলুদ কর্তারা । এই শঙ্কা মোহনবাগান সচিবের মনেও । তিনি সবুজ-মেরুন সমর্থকদের কোনও প্ররোচনায় পা না-দিতে বলেছেন ।

রেফারিং নিয়ে মৌখিকভাবে অভিযোগ জানালো হলেও, এখনও লিখিত কিছুই পাঠানো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে । তবে আগামিকাল লিখিত ভাবে অভিযোগ জানাতে চলেছে লাল-হলুদ । টিকিট বণ্টন নিয়েও প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল ক্লাব । দেবব্রত সরকার বলেন, ‘‘টিকিট নিয়ে সমস্যা আছে । আমাদের সমর্থকরা টিকিট পাচ্ছে না । আমরা করলে অনলাইনে টিকিট দিই । কিন্তু কেন জানি না, এটা হচ্ছে না । আগামিদিনে ডুরান্ড খেলতে গেলে শর্ত মেনে করতে হবে । তা না-হলে আমরা খেলব না ।’’

আরও পড়ুন: দু'বছরের ছেলেকে গোল উৎসর্গ! রবিবার ডার্বি বদলার ম্যাচ, বলছেন সাদিকু

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শৈলেন মান্নার জন্মদিন পালনের অনুষ্ঠানে ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । ইস্টবেঙ্গল শীর্ষকর্তার এই অভিযোগকে হাস্যকর বলছেন তিনি ৷ বলেন, “এটা চাপের খেলা । নর্থইস্ট ইউনাইটেড কোচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার পরে অভিযোগ তুলেছে। তাই বিষয়টি মাথায় রাখতে হবে ।”

Last Updated : Sep 2, 2023, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.