হায়দরাবাদ, 10 নভেম্বর: মাত্র 10 দিন । তারপরেই কাতারে বসছে ফুটবল উৎসবের আসর (FIFA World Cup) । গতবারের তারকাদের রেখেই দল সাজিয়েছেন দিদিয়ের দেঁশ (France Squad For FIFA World Cup) । যদিও চোটের কারণে পল পোগবা, এন'গোলো কন্তের মতো ইউটিলিটি ফুটবলারদের পাচ্ছেন না 98-এর বিশ্বজয়ী অধিনায়ক (France in Qatar) । বেঞ্জেমা, জিরু'দের মতো খেলোয়াড় থাকলেও যা রীতিমতো চাপে ফেলে দিয়েছে গতবারের বিশ্বজয়ীদের (Qatar World Cup 2022) ।
প্রাক-মরশুম প্রস্তুতিতেই হাঁটু চোটে মাঠের বাইরে চলে যান পোগবা । জুভেন্তাসের হয়ে মাঠে না-নামলেও অনেক ফুটবল ভক্তই আশা করেছিলেন, চোট সারিয়ে বিশ্বকাপের দলে যোগ দেবেন মাঝমাঠের অন্যতম ভরসা । রি-হ্যাবের সময় ফের উরুতে চোট পেয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি । অন্যদিকে প্রিমিয়র লিগের মরশুমের শুরুতেই হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছিলেন কন্তে । অগস্টের মাঝামাঝি থেকেই মাঠের বাইরে চেলসি মিডফিল্ডার ।
যদিও কাকে পাচ্ছেন না, তা নিয়ে বিশেষ ভাবতে নারাজ দেঁশ । গ্রুপ ডি-তে গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তিউনিশিয়া । মোট আটটি গ্রুপ থেকে দু'টি করে দল পৌঁছবে শেষ ষোলোর লড়াইয়ে । ফলে বড় কোনও অঘটন না-ঘটলে ফ্রান্সের সঙ্গে সুপার সিক্সটিনে পৌঁছনোর দৌড়ে এগিয়ে রয়েছে ড্যানিশ ডায়নামাইট'রা । দল ঘোষণা করে দিলেও বড় কোনও নাম নেই বিশ্ব ফুটবলে 38 নম্বরে থাকা অজিদের কাতারগামী বিমানে । গত কয়েকবছরে দস সান্তোসের তিউনিশিয়ার ধারও কমেছে ।
চলতি মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন করিম বেঞ্জেমা । সেক্সটেপ বিতর্কে জড়িয়ে 2019 বিশ্বকাপে জায়গা পাননি, তাঁকে টিমে রাখেননি দিদিয়ের দেঁশ । সেই দেঁশই বেঞ্জেমাকে 2020 ইউরো কাপের দলে ফেরান । এবছর ব্যালন ডি'অর ঘরে তোলা বেঞ্জেমাই দেঁশের প্রধান বাজি । দলে রয়েছেন অলিভিয়ের জিরুও । 36 বছর বয়সী এসি মিলান তারকার অভিজ্ঞতাও ফ্রান্সের বড় ভরসা । একই সঙ্গে ফ্রান্সের আক্রমণ বিভাগের অন্যতম প্রধান স্তম্ভ এমবাপে । ত্রয়ীর কাঁধে চেপে টানা দু'বার বিশ্বসেরা হওয়ার স্বপ্নে বুঁদ জিদান, অরির দেশ ।
-
𝙏𝙝𝙚 𝙡𝙞𝙨𝙩 of 2️⃣5️⃣ Bleus selected for 𝙩𝙝𝙚 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 👊#FiersdetreBleus pic.twitter.com/eF1rEyjNFW
— French Team ⭐⭐ (@FrenchTeam) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">𝙏𝙝𝙚 𝙡𝙞𝙨𝙩 of 2️⃣5️⃣ Bleus selected for 𝙩𝙝𝙚 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 👊#FiersdetreBleus pic.twitter.com/eF1rEyjNFW
— French Team ⭐⭐ (@FrenchTeam) November 9, 2022𝙏𝙝𝙚 𝙡𝙞𝙨𝙩 of 2️⃣5️⃣ Bleus selected for 𝙩𝙝𝙚 𝙒𝙤𝙧𝙡𝙙 𝘾𝙪𝙥 👊#FiersdetreBleus pic.twitter.com/eF1rEyjNFW
— French Team ⭐⭐ (@FrenchTeam) November 9, 2022
আরও পড়ুন: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার
কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত ফ্রান্স দল:
- গোলরক্ষক: আলফোনস আরেওলা, হুগো লরিস, স্টিভ মান্দান্ডা
- ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিম্পেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কাউন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডেওট উপমেকানো, রাফায়েল ভারান
- মিডফিল্ডার: এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনডোজি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, অরেলিয়ান চৌমেনি, জর্ডান ভেরেটআউট
- ফরোয়ার্ড: করিম বেঞ্জেমা, কিংসলে কোমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ের জিরু, অ্যান্টোইন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুনকু
আরও পড়ুন: 'মৃত্যুঞ্জয়ী' এরিকসেনকে স্কোয়াডে রেখে কাতার যাচ্ছে ডেনমার্ক
ফ্রান্সের ক্রীড়াসূচি:
- বনাম অস্ট্রেলিয়া (23 নভেম্বর, '22 । আল ওকরাহ স্পোর্টস কমপ্লেক্স)
- বনাম ডেনমার্ক (26 নভেম্বর, '22 । স্টেডিয়াম 974)
- বনাম তিউনিশিয়া (30 নভেম্বর, '22 । এডুকেশন সিটি স্টেডিয়াম)