ETV Bharat / sports

Super Cup 2023: ঘরের মাঠে প্রস্তুতি সেরে সুপার কাপে গোকুলামের মুখোমুখি মোহনবাগান - গোকুলাম কেরালা এফসি

সুপার কাপের শুরুতেই এটিকে মোহনবাগানের সামনে কঠিন প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি ৷ সোমবার প্রথম ম্যাচ খেলার আগে কোচ জানালেন, তিনি শুরুতে সাবধানে এগোতে চান ৷

Super Cup 2023 ETV BHARAT
Super Cup 2023
author img

By

Published : Apr 9, 2023, 6:45 PM IST

কলকাতা, 9 এপ্রিল: রবিবার সকালে অনুশীলন করে সুপার কাপ খেলতে কেরল রওনা হল এটিকে মোহনবাগান ৷ আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার পর, ছুটি কাটিয়ে এপ্রিলের 2 তারিখ থেকে অনুশীলন করেছে মোহনবাগান ফুটবলাররা ৷ সপ্তাহ খানেকের অনুশীলন, তবে সেই অনুশীলনে বেশ কিছু ফুটবলারের চোট-আঘাতের সমস্যা দেখা গিয়েছে ৷ যা চিন্তার কারণ সবুজ-মেরুন কোচের জন্য ৷ জানাচ্ছেন তাঁর দলে চোট-আঘাতের সমস্যা আছে ৷ আশিক কুরুনিয়ান, মনবীর সিংরা এখনও পুরোপুরি চোট মুক্ত নন ৷ তবে, সকলেই দলের সঙ্গে অনুশীলন করেছেন ৷ সরাসরি না বললেও ফিটনেস সমস্যা রয়েছে বাগান শিবিরে ৷

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ, বাড়তি তাগিদ কি রয়েছে মোহনবাগানের ? সমর্থকরাও মেরিনার্সদের ঘিরে উৎসাহী ৷ প্রত্যাশার চাপ যে বেড়েছে তা স্পষ্ট ৷ তা সবুজ-মেরুন ব্রিগেড বুঝতেও পারছে ৷ বাড়তে থাকা চাপ নিয়ে ফেরান্দো বলছেন, "আইএসএল জিতেছি মানে সুপার কাপে সুবিধা পাব এটা মনে করি না ৷ ওটা এখন অতীত ৷ এটা নতুন প্রতিযোগিতা ৷ নতুন ফর্ম্যাটে খেলা হবে ৷ তবে এটা বলতে পারি, আইএসএল জেতার কারণেই হয়ত ড্রেসিংরুমের মানসিকতা অনেক বেশি ইতিবাচক ৷ আমরা নিশ্চয়ই আত্মবিশ্বাসী ৷ তবে, আত্মতুষ্ট নই ৷"

ব্র‍্যান্ডন হামিলকে ছাড়াই সুপার কাপ খেলতে কেরল রওনা দিয়েছে এটিকে মোহনবাগান ৷ অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের জায়গায় দলে এসেছেন তিরি ৷ আইএসএল-এর সময় থেকে দলের সঙ্গে প্র্যাকটিস করছিলেন ৷ অবশেষে চোট সারিয়ে মূল দলে ফিরেছেন ৷ তাঁর প্রত্যাবর্তন নিয়ে এটাই জানিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ৷ আগামিকাল সোমবার সুপার কাপের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান ৷ প্রথম ম্যাচে প্রতিপক্ষ গোকুলাম এফসি ৷ রবিবার সকালে ঘরের মাঠে অনুশীলন করেছে তারা ৷

প্রথম ম্যাচ থেকে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবতে নারাজ জুয়ান ফেরান্দো ৷ বরং প্রতিটি ম্যাচে হিসেব করে এগনোর কথা বলছেন ৷ ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান তিনি ৷ তাই এখন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের চোখে শুধুই গোকুলাম ম্যাচে ৷ কেরল রওনা হওয়ার আগে ফেরান্দো জানিয়েছেন, গোকুলাম বনাম মহামেডান ম্যাচটা টিভিতে দেখেছেন ৷ কোচ বদলের পর পুরো গোকুলাম টিমের আক্রমণ অনেকটাই বদলে গিয়েছে ৷ অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে দক্ষিণ ভারতের এই দলটি ৷ বিশেষ করে ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভালো খেলছে বলে জানান জুয়ান ৷

আরও পড়ুন: সুপার কাপের ব্যবস্থপনায় ক্ষুব্ধ কনস্ট্যান্টাইন, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইস্টবেঙ্গলের বিদায়ী কোচ

তাঁর কথায়, যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয় ৷ আর তিনি সেটা বিশ্বাস করেন ৷ ফলে তাঁদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল ধরেই মাঠে নামবেন আইএসএল জয়ী কোচ ৷ তবে, অবশ্য়ই জিতে শুরু করতে চান জুয়ার ফেরান্দো ৷ সেটাই তাঁর প্রধান লক্ষ্য ৷ গোকুলাম ঘরের মাঠে খেলার সুবিধা পাবে বলে মনে করছেন তিনি ৷ তাই শুরুতে কিছুটা সাবধানে শুরু করতে চান তিনি ৷ এটিকে মোহনবাগানের গ্রুপে গোকুলাম কেরালা এফসি ছাড়া আছে, এফসি গোয়া ও জামশেদপুর এফসি ৷ সেদিক থেকে গ্রুপ অব ডেথ বলা যায় ৷

কলকাতা, 9 এপ্রিল: রবিবার সকালে অনুশীলন করে সুপার কাপ খেলতে কেরল রওনা হল এটিকে মোহনবাগান ৷ আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার পর, ছুটি কাটিয়ে এপ্রিলের 2 তারিখ থেকে অনুশীলন করেছে মোহনবাগান ফুটবলাররা ৷ সপ্তাহ খানেকের অনুশীলন, তবে সেই অনুশীলনে বেশ কিছু ফুটবলারের চোট-আঘাতের সমস্যা দেখা গিয়েছে ৷ যা চিন্তার কারণ সবুজ-মেরুন কোচের জন্য ৷ জানাচ্ছেন তাঁর দলে চোট-আঘাতের সমস্যা আছে ৷ আশিক কুরুনিয়ান, মনবীর সিংরা এখনও পুরোপুরি চোট মুক্ত নন ৷ তবে, সকলেই দলের সঙ্গে অনুশীলন করেছেন ৷ সরাসরি না বললেও ফিটনেস সমস্যা রয়েছে বাগান শিবিরে ৷

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ, বাড়তি তাগিদ কি রয়েছে মোহনবাগানের ? সমর্থকরাও মেরিনার্সদের ঘিরে উৎসাহী ৷ প্রত্যাশার চাপ যে বেড়েছে তা স্পষ্ট ৷ তা সবুজ-মেরুন ব্রিগেড বুঝতেও পারছে ৷ বাড়তে থাকা চাপ নিয়ে ফেরান্দো বলছেন, "আইএসএল জিতেছি মানে সুপার কাপে সুবিধা পাব এটা মনে করি না ৷ ওটা এখন অতীত ৷ এটা নতুন প্রতিযোগিতা ৷ নতুন ফর্ম্যাটে খেলা হবে ৷ তবে এটা বলতে পারি, আইএসএল জেতার কারণেই হয়ত ড্রেসিংরুমের মানসিকতা অনেক বেশি ইতিবাচক ৷ আমরা নিশ্চয়ই আত্মবিশ্বাসী ৷ তবে, আত্মতুষ্ট নই ৷"

ব্র‍্যান্ডন হামিলকে ছাড়াই সুপার কাপ খেলতে কেরল রওনা দিয়েছে এটিকে মোহনবাগান ৷ অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের জায়গায় দলে এসেছেন তিরি ৷ আইএসএল-এর সময় থেকে দলের সঙ্গে প্র্যাকটিস করছিলেন ৷ অবশেষে চোট সারিয়ে মূল দলে ফিরেছেন ৷ তাঁর প্রত্যাবর্তন নিয়ে এটাই জানিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ৷ আগামিকাল সোমবার সুপার কাপের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান ৷ প্রথম ম্যাচে প্রতিপক্ষ গোকুলাম এফসি ৷ রবিবার সকালে ঘরের মাঠে অনুশীলন করেছে তারা ৷

প্রথম ম্যাচ থেকে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবতে নারাজ জুয়ান ফেরান্দো ৷ বরং প্রতিটি ম্যাচে হিসেব করে এগনোর কথা বলছেন ৷ ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান তিনি ৷ তাই এখন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের চোখে শুধুই গোকুলাম ম্যাচে ৷ কেরল রওনা হওয়ার আগে ফেরান্দো জানিয়েছেন, গোকুলাম বনাম মহামেডান ম্যাচটা টিভিতে দেখেছেন ৷ কোচ বদলের পর পুরো গোকুলাম টিমের আক্রমণ অনেকটাই বদলে গিয়েছে ৷ অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে দক্ষিণ ভারতের এই দলটি ৷ বিশেষ করে ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভালো খেলছে বলে জানান জুয়ান ৷

আরও পড়ুন: সুপার কাপের ব্যবস্থপনায় ক্ষুব্ধ কনস্ট্যান্টাইন, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইস্টবেঙ্গলের বিদায়ী কোচ

তাঁর কথায়, যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয় ৷ আর তিনি সেটা বিশ্বাস করেন ৷ ফলে তাঁদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল ধরেই মাঠে নামবেন আইএসএল জয়ী কোচ ৷ তবে, অবশ্য়ই জিতে শুরু করতে চান জুয়ার ফেরান্দো ৷ সেটাই তাঁর প্রধান লক্ষ্য ৷ গোকুলাম ঘরের মাঠে খেলার সুবিধা পাবে বলে মনে করছেন তিনি ৷ তাই শুরুতে কিছুটা সাবধানে শুরু করতে চান তিনি ৷ এটিকে মোহনবাগানের গ্রুপে গোকুলাম কেরালা এফসি ছাড়া আছে, এফসি গোয়া ও জামশেদপুর এফসি ৷ সেদিক থেকে গ্রুপ অব ডেথ বলা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.