হ্যাংঝাউ, 6 মে : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ ৷ লকডাউনের পথে হেঁটেছে সাংহাই, বেজিং-সহ বড় বড় প্রদেশ ৷ সাম্প্রতিক পরিস্থিতি অনুধাবন করে 2022 এশিয়ান গেমসে 2023 পর্যন্ত স্থগিতাদেশ জারি করল চিন ৷ চলতি বছর সেপ্টেম্বরে যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের পূর্বে ঝিজিয়াং প্রদেশের হ্যাংঝোউ শহরে (Asian Games 2022 postponed due to COVID-19 resurgence) ৷ অনির্দিষ্টকালের জন্য এশিয়ান গেমস স্থগিত রাখা হয়েছে আয়োজকদের তরফে ৷ যদিও প্রতিযোগিতা স্থগিতাদেশের নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি তাদের তরফে ৷
আয়োজকদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "19তম এশিয়ান গেমস যা চলতি বছর 10-25 সেপ্টেম্বর হ্যাংঝোউ শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এশিয়ান অলিম্পিক কাউন্সিল তাতে স্থগিতাদেশ জারি করেছে ৷" কবে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা, তা পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ঘোষণা করে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা ৷ গত সপ্তাহেই এশিয়াডের জন্য হ্যাংঝোউয়ের 56টি ভেন্যু সংস্কারের কাজ সম্পূর্ণ বলে জানানো হয়েছিস আয়োজকদের তরফে ৷ এমনকী আয়োজক এবং এশিয়ান অলিম্পিক কাউন্সিলের তরফে যথাসময়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ারও বার্তা দেওয়া হয়েছিল ৷
আরও পড়ুন : করোনায় ভারতে অতিরিক্ত মৃত্যু 47 লক্ষ, 'হু'-র দেওয়া তথ্যকে অসঙ্গত বলল কেন্দ্র
কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বদলাল পরিস্থিতি ৷ দেশের বৃহত্তম শহর সাংহাইয়ের পার্শ্ববর্তী 2022 এশিয়ান গেমসের আয়োজক এই শহর আপাতত লকডাউনের আওতাধীন ৷ 2019 উহানে প্রথম সংক্রমণ পরবর্তী সময় এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চিনে ৷ প্রধানমন্ত্রী শি জিনপিং'য়ের 'জিরো কোভিড পলিসি'-র আওতায় দেশের বাণিজ্য রাজধানী সাংহাইয়ের 2 কোটি 50 লক্ষ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ কঠোর লকডাউন জারি রয়েছে অন্যান্য বড় বড় শহর এবং প্রদেশেও ৷ একইসঙ্গে উদ্বেগ বাড়িয়েছে মৃত্যুও ৷