ETV Bharat / sports

FIFA World Cup 2022: আমিরশাহিকে 5 গোলের মালা পরিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন মেসিরা - সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিল স্কালোনির ছেলেরা

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর দেখা যাবে না তাঁকে (Lionel Messi) । মেসির এই ঘোষণার পরেই নিজেদের প্রমাণের তাগিদ আরও বেড়েছে শিবিরে । যার ছবি দেখা গেল লা আলবিসেলেস্তের প্রস্তুতি ম্যাচে (FIFA World Cup Qatar 2022) । 5 গোলে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিল স্কালোনির ছেলেরা ।

Etv Bharat
Argentina
author img

By

Published : Nov 16, 2022, 11:04 PM IST

আবু ধাবি, 16 নভেম্বর: 2014 বিশ্বকাপের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল নীল-সাদা ব্রিগেডকে । ন্যুয়ারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি লিও মেসি । চার বছর পরে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি জর্জ সাম্পাওলির ছেলেরা । শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে 4 গোলে পর্যদুস্ত হতে হয়েছিল । কাতারের বিমানে ওঠার আগেই দলের সর্বাধিনায়ক জানিয়েছেন, এই বিশ্বকাপেই শেষবার । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর দেখা যাবে না তাঁকে । মেসির এই ঘোষণার পরেই নিজেদের প্রমাণের তাগিদ আরও বেড়েছে শিবিরে । যার ছবি দেখা গেল লা আলবিসেলেস্তের প্রস্তুতি ম্যাচে (Argentina beat United Arab Emirates) ।

এদিন সংযুক্ত আরব আমিরশাহির বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা-ইউএই । প্রস্তুতি ম্যাচেও দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো । ফিফা বিশ্ব ব়্যাংকিংয়ে 70 নম্বরে থাকা দেশকে নিয়ে এদিন ছেলেখেলা করল লিওনেল স্কালোনির ছেলেরা । আমিরশাহিকে 5 গোলের মালা পরিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন মেসিরা । এদিন 17 মিনিটে দলের হয়ে গোলমুখ খোলেন জুলিয়ান আলভারেজ । 25 ও 36 মিনিটের মাথায় জোড়া গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া ।

এদিন সবুজ গালিচায় যার আলপনা আঁকা দেখতে ভীড় উপচে পড়েছিল মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে, সেই লিওনেল আন্দ্রেস মেসির পা ঝলকে উঠল 44 মিনিটের মাথায় । বাঁ-পায়ের দুরন্ত কাজে ডিফেন্ডারকে ডি-বক্সে টেনে নিয়ে যান । ডান পায়ের বুদ্ধিদীপ্ত শটে বল জড়িয়ে দেন তেকাঠির ডান প্রান্ত দিয়ে । হাফ-টাইমেই 4 গোলে এগিয়ে যায় নীল-সাদা ব্রিগেড ।

আরও পড়ুন: লিও'র জন্যই বিশ্বজয় করতে হবে, আলবিসেলেস্তে'কে তাতাচ্ছেন আরেক লিও

60 মিনিটের মাথায় জোয়াকিন কোরেয়া । ইন্টার মিলানের হয়ে চলতি মরশুমে ছন্দে রয়েছেন তিনি । এদিন গোলমুখে মোট 15টি শট নিয়েছেন মেসিরা । যদিও স্কালোনিকে চিন্তায় রাখবে দলের ডিপ ডিফেন্স । নির্বিষ প্রতিপক্ষ পেয়েও বেকায়দায় পড়লেন ফয়েথ, ওটামেন্ডিরা । প্রস্তুতি ম্যাচেও হলুদ কার্ড দেখলেন মার্টিনেজ । দুর্বল প্রতিপক্ষকে আটকাতে 13টি ফাউল করল দু'বারের বিশ্বজয়ীরা । 22 তারিখ সৌদি আরবের মুখোমুখি হবে দল । তার আগে যত দ্রুত সম্ভব দলের ক্ষত মেরামত করতে চাইবেন হেডস্যর ।

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্তিনা দল (Argentina Squad):

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) ও জেরোনিমো রুলি (ভিলারিয়াল)
  • ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (সেভিলা), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জার্মান পেজেলা (রিয়াল বেটিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), জুয়ান ফয়েথ (ভিলারিয়াল), নিকোলাস ট্যাগলিয়াফিকো (ওইকো) লিওনাইস), মার্কোস অ্যাকুনা (সেভিলা)
  • মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), আলেজান্দ্রো গোমেজ (সেভিলা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)
  • ফরোয়ার্ড: পাওলো দিবালা (এএস রোমা), লিওনেল মেসি (প্যারিস সাঁ জা), অ্যাঞ্জেল দি মারিয়া (জুভেন্তাস), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (ম্যাঞ্চেস্টার সিটি)

আরও পড়ুন: বিশ্বজয়ের কাঁটা ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ড, মনে করেন মেসি

আর্জেন্তিনার ক্রীড়াসূচি:

বনাম সৌদি আরব (22 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম মেক্সিকো (26 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম পোল্যান্ড (30 নভেম্বর, '22 । স্টেডিয়াম 974)

আবু ধাবি, 16 নভেম্বর: 2014 বিশ্বকাপের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল নীল-সাদা ব্রিগেডকে । ন্যুয়ারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি লিও মেসি । চার বছর পরে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি জর্জ সাম্পাওলির ছেলেরা । শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে 4 গোলে পর্যদুস্ত হতে হয়েছিল । কাতারের বিমানে ওঠার আগেই দলের সর্বাধিনায়ক জানিয়েছেন, এই বিশ্বকাপেই শেষবার । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আর দেখা যাবে না তাঁকে । মেসির এই ঘোষণার পরেই নিজেদের প্রমাণের তাগিদ আরও বেড়েছে শিবিরে । যার ছবি দেখা গেল লা আলবিসেলেস্তের প্রস্তুতি ম্যাচে (Argentina beat United Arab Emirates) ।

এদিন সংযুক্ত আরব আমিরশাহির বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা-ইউএই । প্রস্তুতি ম্যাচেও দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো । ফিফা বিশ্ব ব়্যাংকিংয়ে 70 নম্বরে থাকা দেশকে নিয়ে এদিন ছেলেখেলা করল লিওনেল স্কালোনির ছেলেরা । আমিরশাহিকে 5 গোলের মালা পরিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন মেসিরা । এদিন 17 মিনিটে দলের হয়ে গোলমুখ খোলেন জুলিয়ান আলভারেজ । 25 ও 36 মিনিটের মাথায় জোড়া গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া ।

এদিন সবুজ গালিচায় যার আলপনা আঁকা দেখতে ভীড় উপচে পড়েছিল মহম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে, সেই লিওনেল আন্দ্রেস মেসির পা ঝলকে উঠল 44 মিনিটের মাথায় । বাঁ-পায়ের দুরন্ত কাজে ডিফেন্ডারকে ডি-বক্সে টেনে নিয়ে যান । ডান পায়ের বুদ্ধিদীপ্ত শটে বল জড়িয়ে দেন তেকাঠির ডান প্রান্ত দিয়ে । হাফ-টাইমেই 4 গোলে এগিয়ে যায় নীল-সাদা ব্রিগেড ।

আরও পড়ুন: লিও'র জন্যই বিশ্বজয় করতে হবে, আলবিসেলেস্তে'কে তাতাচ্ছেন আরেক লিও

60 মিনিটের মাথায় জোয়াকিন কোরেয়া । ইন্টার মিলানের হয়ে চলতি মরশুমে ছন্দে রয়েছেন তিনি । এদিন গোলমুখে মোট 15টি শট নিয়েছেন মেসিরা । যদিও স্কালোনিকে চিন্তায় রাখবে দলের ডিপ ডিফেন্স । নির্বিষ প্রতিপক্ষ পেয়েও বেকায়দায় পড়লেন ফয়েথ, ওটামেন্ডিরা । প্রস্তুতি ম্যাচেও হলুদ কার্ড দেখলেন মার্টিনেজ । দুর্বল প্রতিপক্ষকে আটকাতে 13টি ফাউল করল দু'বারের বিশ্বজয়ীরা । 22 তারিখ সৌদি আরবের মুখোমুখি হবে দল । তার আগে যত দ্রুত সম্ভব দলের ক্ষত মেরামত করতে চাইবেন হেডস্যর ।

কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্তিনা দল (Argentina Squad):

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) ও জেরোনিমো রুলি (ভিলারিয়াল)
  • ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (সেভিলা), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জার্মান পেজেলা (রিয়াল বেটিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), জুয়ান ফয়েথ (ভিলারিয়াল), নিকোলাস ট্যাগলিয়াফিকো (ওইকো) লিওনাইস), মার্কোস অ্যাকুনা (সেভিলা)
  • মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন), আলেজান্দ্রো গোমেজ (সেভিলা), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)
  • ফরোয়ার্ড: পাওলো দিবালা (এএস রোমা), লিওনেল মেসি (প্যারিস সাঁ জা), অ্যাঞ্জেল দি মারিয়া (জুভেন্তাস), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (ম্যাঞ্চেস্টার সিটি)

আরও পড়ুন: বিশ্বজয়ের কাঁটা ব্রাজিল-ফ্রান্স-ইংল্যান্ড, মনে করেন মেসি

আর্জেন্তিনার ক্রীড়াসূচি:

বনাম সৌদি আরব (22 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম মেক্সিকো (26 নভেম্বর, '22 । লুসেল আইকনিক স্টেডিয়াম)

বনাম পোল্যান্ড (30 নভেম্বর, '22 । স্টেডিয়াম 974)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.