ETV Bharat / sports

AIFF Fined By AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মাঠে দর্শক প্রবেশ, এআইএফএফকে জরিমানা এএফসির - এশিয়ান কাপ কোয়ালিফায়ার

এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দু’টি ম্যাচে মাঠে দর্শক প্রবেশের ঘটনায় এবার এআইএফএফকে জরিমানা করল এএফসি (AFC Fines AIFF for Spectator Invasion) ৷ যে ঘটনায় এআইএফএফকে সতর্কও করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷

afc-fines-aiff-for-spectator-invasion-during-asian-cup-qualifying-round-matches
afc-fines-aiff-for-spectator-invasion-during-asian-cup-qualifying-round-matches
author img

By

Published : Aug 30, 2022, 2:31 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: এআইএফএফ-কে 18 হাজার মার্কিন ডলার জরিমানা করল এএফসি (AIFF Fined By AFC) ৷ এশিয়ান কাপে জুন মাসে ভারতের কোয়ালিফায়িং ম্যাচে আফগানিস্তান ও হংকং ম্যাচে ভারতীয় দর্শকদের হামলার ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC Fines AIFF for Spectator Invasion) ৷ তবে, এই জরিমানার একটা বড় অংশ এএফসি-কে দিতে হবে না ৷ যদি না 2 বছরের মধ্যে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটে ৷ সেই জরিমানার পরিমাণটা হল 13 হাজার 500 মার্কিন ডলার ৷

এএফসি’র শৃঙ্খলা ও নীতি নির্ধারণ কমিটি এর আগে এআইএফএফ-কে 8 হাজার মার্কিন ডলার জরিমানা করেছিল ৷ সেবার ভারতীয় সমর্থকরা নিয়ন্ত্রিত এলাকায় ভারতের টেকনিক্যাল বেঞ্চে প্রবেশ করে গিয়েছিল বলে অভিযোগ ৷ আর সেটি হয়েছিল আফগানিস্তান ম্যাচে (Asian Cup Qualifying Round Matches) ৷ 11 জুনের ওই ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 2-1 গোলে জিতেছিল ৷ এএফসি’র শৃঙ্খলা কমিটি ওই ঘটনাকে এআইএফএফ-এর ‘অন্যায় আচরণ’ হিসাবে চিহ্নিত করেছিল ৷

আরও পড়ুন: সিনেমায় নামছেন সৌরভ, জল্পনা বাড়াল অনুরাগীর ফেসবুক পোস্ট

আর এবার এএফসি’র তরফে বলা হয়েছে, ‘‘ভারতীয় ফুটবল ফেডারেশন দু’দফায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ৷ ম্যাচ চলাকালীন সবরকমের জরুরি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক ৷ আর এটা নিশ্চিত করতে হবে যে, আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে থাকবে স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকায় ৷’’ আর তার ভিত্তিতেই এএফসি’র সংবিধানের 65.1 ধারা লঙ্ঘন করার জন্য এআইএফএফ-কে 3 হাজার মার্কিন ডলার জরিমানা করা হয় এবং 2 হাজার 250 মার্কিন ডলার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয় ৷ বাকি জরিমানার অর্থ 2 বছরের মধ্যে একই ঘটনা ঘটলে জমা করতে হবে বলে এআইএফএফ-কে নির্দেশ দিয়েছে এএফসি ৷

নয়াদিল্লি, 30 অগস্ট: এআইএফএফ-কে 18 হাজার মার্কিন ডলার জরিমানা করল এএফসি (AIFF Fined By AFC) ৷ এশিয়ান কাপে জুন মাসে ভারতের কোয়ালিফায়িং ম্যাচে আফগানিস্তান ও হংকং ম্যাচে ভারতীয় দর্শকদের হামলার ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC Fines AIFF for Spectator Invasion) ৷ তবে, এই জরিমানার একটা বড় অংশ এএফসি-কে দিতে হবে না ৷ যদি না 2 বছরের মধ্যে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটে ৷ সেই জরিমানার পরিমাণটা হল 13 হাজার 500 মার্কিন ডলার ৷

এএফসি’র শৃঙ্খলা ও নীতি নির্ধারণ কমিটি এর আগে এআইএফএফ-কে 8 হাজার মার্কিন ডলার জরিমানা করেছিল ৷ সেবার ভারতীয় সমর্থকরা নিয়ন্ত্রিত এলাকায় ভারতের টেকনিক্যাল বেঞ্চে প্রবেশ করে গিয়েছিল বলে অভিযোগ ৷ আর সেটি হয়েছিল আফগানিস্তান ম্যাচে (Asian Cup Qualifying Round Matches) ৷ 11 জুনের ওই ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 2-1 গোলে জিতেছিল ৷ এএফসি’র শৃঙ্খলা কমিটি ওই ঘটনাকে এআইএফএফ-এর ‘অন্যায় আচরণ’ হিসাবে চিহ্নিত করেছিল ৷

আরও পড়ুন: সিনেমায় নামছেন সৌরভ, জল্পনা বাড়াল অনুরাগীর ফেসবুক পোস্ট

আর এবার এএফসি’র তরফে বলা হয়েছে, ‘‘ভারতীয় ফুটবল ফেডারেশন দু’দফায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ৷ ম্যাচ চলাকালীন সবরকমের জরুরি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক ৷ আর এটা নিশ্চিত করতে হবে যে, আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে থাকবে স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকায় ৷’’ আর তার ভিত্তিতেই এএফসি’র সংবিধানের 65.1 ধারা লঙ্ঘন করার জন্য এআইএফএফ-কে 3 হাজার মার্কিন ডলার জরিমানা করা হয় এবং 2 হাজার 250 মার্কিন ডলার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয় ৷ বাকি জরিমানার অর্থ 2 বছরের মধ্যে একই ঘটনা ঘটলে জমা করতে হবে বলে এআইএফএফ-কে নির্দেশ দিয়েছে এএফসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.