ETV Bharat / sports

AIFF Fined By AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মাঠে দর্শক প্রবেশ, এআইএফএফকে জরিমানা এএফসির

এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দু’টি ম্যাচে মাঠে দর্শক প্রবেশের ঘটনায় এবার এআইএফএফকে জরিমানা করল এএফসি (AFC Fines AIFF for Spectator Invasion) ৷ যে ঘটনায় এআইএফএফকে সতর্কও করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷

afc-fines-aiff-for-spectator-invasion-during-asian-cup-qualifying-round-matches
afc-fines-aiff-for-spectator-invasion-during-asian-cup-qualifying-round-matches
author img

By

Published : Aug 30, 2022, 2:31 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: এআইএফএফ-কে 18 হাজার মার্কিন ডলার জরিমানা করল এএফসি (AIFF Fined By AFC) ৷ এশিয়ান কাপে জুন মাসে ভারতের কোয়ালিফায়িং ম্যাচে আফগানিস্তান ও হংকং ম্যাচে ভারতীয় দর্শকদের হামলার ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC Fines AIFF for Spectator Invasion) ৷ তবে, এই জরিমানার একটা বড় অংশ এএফসি-কে দিতে হবে না ৷ যদি না 2 বছরের মধ্যে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটে ৷ সেই জরিমানার পরিমাণটা হল 13 হাজার 500 মার্কিন ডলার ৷

এএফসি’র শৃঙ্খলা ও নীতি নির্ধারণ কমিটি এর আগে এআইএফএফ-কে 8 হাজার মার্কিন ডলার জরিমানা করেছিল ৷ সেবার ভারতীয় সমর্থকরা নিয়ন্ত্রিত এলাকায় ভারতের টেকনিক্যাল বেঞ্চে প্রবেশ করে গিয়েছিল বলে অভিযোগ ৷ আর সেটি হয়েছিল আফগানিস্তান ম্যাচে (Asian Cup Qualifying Round Matches) ৷ 11 জুনের ওই ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 2-1 গোলে জিতেছিল ৷ এএফসি’র শৃঙ্খলা কমিটি ওই ঘটনাকে এআইএফএফ-এর ‘অন্যায় আচরণ’ হিসাবে চিহ্নিত করেছিল ৷

আরও পড়ুন: সিনেমায় নামছেন সৌরভ, জল্পনা বাড়াল অনুরাগীর ফেসবুক পোস্ট

আর এবার এএফসি’র তরফে বলা হয়েছে, ‘‘ভারতীয় ফুটবল ফেডারেশন দু’দফায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ৷ ম্যাচ চলাকালীন সবরকমের জরুরি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক ৷ আর এটা নিশ্চিত করতে হবে যে, আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে থাকবে স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকায় ৷’’ আর তার ভিত্তিতেই এএফসি’র সংবিধানের 65.1 ধারা লঙ্ঘন করার জন্য এআইএফএফ-কে 3 হাজার মার্কিন ডলার জরিমানা করা হয় এবং 2 হাজার 250 মার্কিন ডলার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয় ৷ বাকি জরিমানার অর্থ 2 বছরের মধ্যে একই ঘটনা ঘটলে জমা করতে হবে বলে এআইএফএফ-কে নির্দেশ দিয়েছে এএফসি ৷

নয়াদিল্লি, 30 অগস্ট: এআইএফএফ-কে 18 হাজার মার্কিন ডলার জরিমানা করল এএফসি (AIFF Fined By AFC) ৷ এশিয়ান কাপে জুন মাসে ভারতের কোয়ালিফায়িং ম্যাচে আফগানিস্তান ও হংকং ম্যাচে ভারতীয় দর্শকদের হামলার ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC Fines AIFF for Spectator Invasion) ৷ তবে, এই জরিমানার একটা বড় অংশ এএফসি-কে দিতে হবে না ৷ যদি না 2 বছরের মধ্যে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটে ৷ সেই জরিমানার পরিমাণটা হল 13 হাজার 500 মার্কিন ডলার ৷

এএফসি’র শৃঙ্খলা ও নীতি নির্ধারণ কমিটি এর আগে এআইএফএফ-কে 8 হাজার মার্কিন ডলার জরিমানা করেছিল ৷ সেবার ভারতীয় সমর্থকরা নিয়ন্ত্রিত এলাকায় ভারতের টেকনিক্যাল বেঞ্চে প্রবেশ করে গিয়েছিল বলে অভিযোগ ৷ আর সেটি হয়েছিল আফগানিস্তান ম্যাচে (Asian Cup Qualifying Round Matches) ৷ 11 জুনের ওই ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে 2-1 গোলে জিতেছিল ৷ এএফসি’র শৃঙ্খলা কমিটি ওই ঘটনাকে এআইএফএফ-এর ‘অন্যায় আচরণ’ হিসাবে চিহ্নিত করেছিল ৷

আরও পড়ুন: সিনেমায় নামছেন সৌরভ, জল্পনা বাড়াল অনুরাগীর ফেসবুক পোস্ট

আর এবার এএফসি’র তরফে বলা হয়েছে, ‘‘ভারতীয় ফুটবল ফেডারেশন দু’দফায় তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ৷ ম্যাচ চলাকালীন সবরকমের জরুরি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক ৷ আর এটা নিশ্চিত করতে হবে যে, আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে থাকবে স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকায় ৷’’ আর তার ভিত্তিতেই এএফসি’র সংবিধানের 65.1 ধারা লঙ্ঘন করার জন্য এআইএফএফ-কে 3 হাজার মার্কিন ডলার জরিমানা করা হয় এবং 2 হাজার 250 মার্কিন ডলার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয় ৷ বাকি জরিমানার অর্থ 2 বছরের মধ্যে একই ঘটনা ঘটলে জমা করতে হবে বলে এআইএফএফ-কে নির্দেশ দিয়েছে এএফসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.