ETV Bharat / sports

একদিন আগে কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিল মোহনবাগান

এবারই প্রথম ফুটবল ছাড়াও অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে ৷ সেই অনুযায়ী প্রবীণ হকি অলিম্পিয়ান কেশব দত্তের হাতে রত্ন সম্মান তুলে দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শারীরিক কারণে আগামীকালের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ তাই আজই তাঁর বাড়ি গিয়ে ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি রত্ন সম্মান তুলে দেন ৷

কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিল মোহনবাগান
author img

By

Published : Jul 28, 2019, 9:05 PM IST

কলকাতা, 28 জুলাই: নবতিপর হকি অলিম্পিয়ান কেশব দত্তর বাড়িতে গিয়ে মোহনবাগান রত্ন সম্মান তুলে দিলেন ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি ৷ আজ বিকেলে যাদবপুরে প্রাক্তন তারকা অলিম্পিয়ানের বাড়ি গেছিলেন বাগান প্রেসিডেন্ট ।

keshav dutta,  mohan bagan ratna award
কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি

আগামীকাল 29 জুলাই । মোহনবাগান দিবস । ক্লাব মাঠে এই অনুষ্ঠান ঘিরে সাজ-সাজ রব । যদিও গত কয়েক বছরের তুলনায় এবারের চাকচিক্য কিছুটা হলেও কম । এবছর দু'জন ক্রীড়া ব্যক্তিত্বের হাতে রত্ন সম্মান তুলে দিচ্ছেন ক্লাব কর্তারা ৷ সেই তালিকায় কেশববাবু ছাড়াও রয়েছেন অর্জুন সম্মান প্রাপক ফুটবলার ও বর্তমান সাংসদ প্রসূন ব্যানার্জি ৷ এবারই প্রথম ফুটবলার ছাড়াও অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান । সেই পরিকল্পনা মাফিক প্রথম রত্ন সম্মান প্রাপক ক্রীড়া ব্যক্তিত্ব কেশব দত্ত । কলকাতায় যে ক'জন জীবিত অলিম্পিয়ান রয়েছেন তাদের মধ্যে কেশববাবুর কাছেই দু'টো হকি অলিম্পিকের সোনা রয়েছে । পঁচানব্বই বছরের মানুষটি বার্ধক্যজনিত রোগে কাবু । তাই বাড়ির বাইরে বিশেষ বেরোন না । মোহনবাগান তাঁকে রত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করায় খুশি হয়েছিলেন ৷ কিন্তু 29 জুলাইয়ের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ সেটা জানিয়ে দিয়েছিলেন । সেই মতই প্রবীণ অলিম্পিয়ানের বাড়ি গিয়ে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি । তবে আগামীকাল অনুষ্ঠানে প্রসূন ব্যানার্জি উপস্থিত থাকবেন ৷ 64 বছরের প্রাক্তন এই ফুটবলার রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে নিয়ম করে মোহনবাগানের খেলা দেখেন । কাউকে কোনও উপহার দিতে গেলেও তাতে থাকে মোহনবাগানের ছোঁয়া । ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, রত্ন সম্মান তাঁর কাছে স্বপ্নপূরণের সমান । মোহনবাগান দিবস অনুষ্ঠানে সেরা ফুটবলারের পুরস্কার পাবেন অরিজিৎ বাগুই । বর্ষ সেরা অনুর্ধ্ব 19 পুরস্কার দেওয়া হচ্ছে জেলা লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে যুগ্মচ্যাম্পিয়ন মোহনবাগান অনুর্ধ্ব 19 দলকে । বর্ষসেরা ক্রিকেটার রাজকুমার পাল । গত মরশুমে 59টি উইকেট নিয়েছিলেন তিনি । সেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়া হচ্ছে তাপস দে-কে । জীবনকৃতি সম্মান পাচ্ছেন অশোক চ্যাটার্জি ৷

কলকাতা, 28 জুলাই: নবতিপর হকি অলিম্পিয়ান কেশব দত্তর বাড়িতে গিয়ে মোহনবাগান রত্ন সম্মান তুলে দিলেন ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি ৷ আজ বিকেলে যাদবপুরে প্রাক্তন তারকা অলিম্পিয়ানের বাড়ি গেছিলেন বাগান প্রেসিডেন্ট ।

keshav dutta,  mohan bagan ratna award
কেশব দত্তর হাতে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি

আগামীকাল 29 জুলাই । মোহনবাগান দিবস । ক্লাব মাঠে এই অনুষ্ঠান ঘিরে সাজ-সাজ রব । যদিও গত কয়েক বছরের তুলনায় এবারের চাকচিক্য কিছুটা হলেও কম । এবছর দু'জন ক্রীড়া ব্যক্তিত্বের হাতে রত্ন সম্মান তুলে দিচ্ছেন ক্লাব কর্তারা ৷ সেই তালিকায় কেশববাবু ছাড়াও রয়েছেন অর্জুন সম্মান প্রাপক ফুটবলার ও বর্তমান সাংসদ প্রসূন ব্যানার্জি ৷ এবারই প্রথম ফুটবলার ছাড়াও অন্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান । সেই পরিকল্পনা মাফিক প্রথম রত্ন সম্মান প্রাপক ক্রীড়া ব্যক্তিত্ব কেশব দত্ত । কলকাতায় যে ক'জন জীবিত অলিম্পিয়ান রয়েছেন তাদের মধ্যে কেশববাবুর কাছেই দু'টো হকি অলিম্পিকের সোনা রয়েছে । পঁচানব্বই বছরের মানুষটি বার্ধক্যজনিত রোগে কাবু । তাই বাড়ির বাইরে বিশেষ বেরোন না । মোহনবাগান তাঁকে রত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করায় খুশি হয়েছিলেন ৷ কিন্তু 29 জুলাইয়ের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না ৷ সেটা জানিয়ে দিয়েছিলেন । সেই মতই প্রবীণ অলিম্পিয়ানের বাড়ি গিয়ে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলি । তবে আগামীকাল অনুষ্ঠানে প্রসূন ব্যানার্জি উপস্থিত থাকবেন ৷ 64 বছরের প্রাক্তন এই ফুটবলার রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে নিয়ম করে মোহনবাগানের খেলা দেখেন । কাউকে কোনও উপহার দিতে গেলেও তাতে থাকে মোহনবাগানের ছোঁয়া । ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, রত্ন সম্মান তাঁর কাছে স্বপ্নপূরণের সমান । মোহনবাগান দিবস অনুষ্ঠানে সেরা ফুটবলারের পুরস্কার পাবেন অরিজিৎ বাগুই । বর্ষ সেরা অনুর্ধ্ব 19 পুরস্কার দেওয়া হচ্ছে জেলা লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে যুগ্মচ্যাম্পিয়ন মোহনবাগান অনুর্ধ্ব 19 দলকে । বর্ষসেরা ক্রিকেটার রাজকুমার পাল । গত মরশুমে 59টি উইকেট নিয়েছিলেন তিনি । সেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়া হচ্ছে তাপস দে-কে । জীবনকৃতি সম্মান পাচ্ছেন অশোক চ্যাটার্জি ৷

Intro:একদিন আগে রত্ন সম্মান অসুস্থ কেশব দত্তকে তুলে দিল মোহনবাগান

কলকাতা,২৮জুলাইঃ নবতিপর হকি অলিম্পিয়ান কেশব দত্তর বাড়িতে গিয়ে মোহনবাগান রত্ন সম্মান তুলে দিলেন ক্লাব প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলী। রবিবার বিকেলে যাদবপুরে প্রাক্তন তারকা অলিম্পিয়ানের বাড়ি গিয়েছিলেন বাগান প্রেসিডেন্ট। সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ক্লাব মাঠে এই অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব। যদিও গত কয়েক বছরের তুলনায় এবারের চাকচিক্য কিছুটা হলেও কম। এবছর মোহনবাগান কর্তারা রত্ন সম্মান দুজন ক্রীড়া ব্যক্তিত্বের হাতে তুলে দিচ্ছেন। সেই তালিকায় হকি অলিম্পিয়ান কেশব দত্ত ছাড়া রয়েছেন অর্জুন সম্মান প্রাপক ফুটবলার ও বর্তমান সাংসদ প্রসুন ব্যানার্জী। এবারই প্রথম ফুটবলার ছাড়াও অন্য খেলার ক্রীড়া ব্যক্তিত্বদের রত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। সেই পরিকল্পনার প্রথম প্রাপক কেশব দত্ত। কলকাতায় যে কজন জীবিত অলিম্পিয়ান রয়েছেন তাদের মধ্যে কেশব দত্তের কাছেই দুটো হকি অলিম্পিকের সোনা রয়েছে। পচানব্বই বছরের মানুষটি বার্ধ্যক্যজনিত রোগে কাবু। তাই বাড়ির বাইরে বিশেষ বেরোন না। মোহনবাগান তাঁকে রত্ন সম্মান দেওয়ার কথা ঘোষণা করায় খুশি হয়েছিলেন। কিন্তু তিনি ২৯ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মান নিতে পারবেন না সেটাও জানিয়ে দিয়েছিলেন। সেইমত প্রবীন অলিম্পিয়ানের বাড়িতে গিয়ে রত্ন সম্মান তুলে দিলেন মোহনবাগান প্রেসিডেন্ট গীতানাথ গাঙ্গুলী। কেশব দত্ত উপস্থিত হতে না পারলেও প্রসুন ব্যানার্জী স্বশরীরে রত্ন সম্মান নিতে যাবেন। ৬৪ বছরের প্রাক্তন ফুটবলারটি রাজনৈতিক ব্যস্ততার ফাকে নিয়ম করে মোহনবাগানের খেলা দেখেন। কাউকে কোনও উপহার দিতে হেও তাতে থাকে মোহনবাগানের ছোঁয়া। ইতিমধ্যেই তিনি বলেছেন রত্ন সম্মান তাঁর কাছে স্বপ্নপুরনের সমান। মোহনবাগান দিবস অনুষ্ঠানে সেরা ফুটবলারের পুরস্কার পাবেন অরিজিৎ বাগুই। বর্ষসেরা অনুর্ধ্ব ১৯ পুরস্কার দেওয়া হচ্ছে জেলা লিগে ইস্টবেঙ্গলের সঙ্গে যুগ্মচ্যাম্পিয়ন মোহনবাগান অনুর্ধ্ব ১৯ দলকে। বর্ষসেরা ক্রিকেটার রাজকুমার পাল। গত মরসুমে ৫৯টি উইকেট নিয়েছিলেন তিনি। সেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়া হচ্ছে তাপস দে কে। জীবনকৃতি সম্মান পাচ্ছেন অশোক চ্যাটার্জী।Body:KeConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.