ভিয়ারিয়াল, 6 জুলাই: রিয়াল মাদ্রিদকে জিততে সাহায্য করছে VAR প্রযুক্তি ৷ এমনই অভিযোগ করলেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউয়ের ৷ শনিবার রাতে ভিয়ারিয়ালকে 4-1 গোলে হারিয়েছে বার্সা ৷ যদিও তার আগে 1-0 গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ৷ সেই ম্যাচে VAR-এর সিদ্ধান্ত দেখে খটকা লেগেছে বার্তোমিউয়ের ৷ তাঁর অভিযোগ, একটি টিমকে সুবিধা দিয়ে যাচ্ছে VAR ৷
বিলবাওয়ের ডিফেন্ডার দানি গার্সিয়া বক্সের ভিতর মার্সেলোকে ফাউল করলে VAR-এর সাহায্য চান রেফারি ৷ পিচ সাইডের মনিটরে ফাউলের ভিডিয়ো দেখে রিয়ালকে পেনাল্টি দেন রেফারি ৷ স্পটকিক থেকে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সার্জিও র্যামোস ৷ অথচ একই কায়দায় প্রতিপক্ষের রাউল গার্সিয়াকে বক্সের ভেতর আটকানোর চেষ্টা করেন রামোস ৷ কিন্তু সেক্ষেত্রে পেনাল্টি পায়নি বিলবাও ৷
বার্সার প্রেসিডেন্ট বলেন, "সান মেমসের ম্যাচটি আমি দেখেছি ৷ দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যন্ত খেলাটি দেখেছি ৷ আমার খারাপ লাগছে যে বিশ্বের সেরা লিগে VAR-এর সিদ্ধান্ত নিরপেক্ষ নয় ৷ VAR-এর ফলে বেশ কয়েকটি ম্যাচের ফলাফল বদলে গেছে ৷ আর এটি একটি নির্দিষ্ট টিমকেই সুবিধা দেয় ৷"