ETV Bharat / sports

10 দলের ISL এবছর সম্ভবত গোয়ায়

এবছর ISL-এ দলের সংখ্যা না বাড়ার সম্ভাবনাই স্পষ্ট। ফলে 10টি দলকেই দেখা যাবে ISL মঞ্চে ।

আইএসএল
ISL
author img

By

Published : Aug 7, 2020, 7:43 AM IST

কলকাতা, 7 অগাস্ট : নভেম্বরের তৃতীয় সপ্তাহে ISL-র বল গড়ানোর সম্ভাবনা । কোরোনা পরিস্থিতির কারণে এবারের ISL একটি জায়গায় অনুষ্ঠিত হবে । এবং তা গোয়ার মাটিতে হওয়ার জোরালো সম্ভাবনা । ISL কমিটি অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বৈঠকে এই ব্যাপারে তাদের মত জানিয়ে দেবে ।

এই বছর যে দল সংখ্যা বাড়বে না তা একপ্রকার পরিষ্কার । ISL কমিটি করোনার আবহে কোনও ভাবে লিগের কলেবর বাড়াতে রাজি নয় । কারণ একটি জায়গায় ম্যাচ আয়োজন করতে হওয়ায় টিকিট বিক্রি ব্র্যান্ডিং সহ একাধিক প্রচার মূলক কাজ থেকে আয় হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য । ফলে অংশগ্রহণকারী দলগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ অন্যান্য বারের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা । তাছাড়া মাঠে নামার আগে এবং পরে দলের ফুটবলারদের কোরোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা অবলম্বনে বাড়তি খরচ বহন করতে হবে । তাই দল সংখ্যা বাড়িয়ে আর্থিক বোঝা বহনের ইচ্ছে এখনও ISL-র তরফে দেখা যায়নি ।

তাছাড়া AFC যে সাতাশটি ম্যাচ করার নির্দেশিকা দিয়েছিল তা কোরোনার কারণে শিথিল করেছে । ইস্টবেঙ্গল ISL খেলবে কি না তা নিয়ে জল্পনা চলেছে । তবে সবাই বুঝতে পারছে এইবছর আশা কার্যত নেই । কারণ ISL খেলার জন্য যে ধরনের আর্থিক নিরাপত্তা চাওয়া হয়েছে তা লাল হলুদ কর্তারা জোগাড় করতে পেরেছে বলে এখনও অবধি খবর নেই । ISL-র তরফে অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকে 10 অগাস্টের মধ্যে জার্সির নমুনা চাওয়া হয়েছে । তাতে ইস্টবেঙ্গল অংশ নিয়েছে বলে খবর নেই । তাই মনে করা হচ্ছে, কর্তারা সঠিক পথে এগোনোর দাবি করলেও বড় কোনও অঘটন না ইস্টবেঙ্গল এবার ISL খেলছে না । আই লিগেই খেলবে ।

কলকাতা, 7 অগাস্ট : নভেম্বরের তৃতীয় সপ্তাহে ISL-র বল গড়ানোর সম্ভাবনা । কোরোনা পরিস্থিতির কারণে এবারের ISL একটি জায়গায় অনুষ্ঠিত হবে । এবং তা গোয়ার মাটিতে হওয়ার জোরালো সম্ভাবনা । ISL কমিটি অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বৈঠকে এই ব্যাপারে তাদের মত জানিয়ে দেবে ।

এই বছর যে দল সংখ্যা বাড়বে না তা একপ্রকার পরিষ্কার । ISL কমিটি করোনার আবহে কোনও ভাবে লিগের কলেবর বাড়াতে রাজি নয় । কারণ একটি জায়গায় ম্যাচ আয়োজন করতে হওয়ায় টিকিট বিক্রি ব্র্যান্ডিং সহ একাধিক প্রচার মূলক কাজ থেকে আয় হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য । ফলে অংশগ্রহণকারী দলগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ অন্যান্য বারের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা । তাছাড়া মাঠে নামার আগে এবং পরে দলের ফুটবলারদের কোরোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতা অবলম্বনে বাড়তি খরচ বহন করতে হবে । তাই দল সংখ্যা বাড়িয়ে আর্থিক বোঝা বহনের ইচ্ছে এখনও ISL-র তরফে দেখা যায়নি ।

তাছাড়া AFC যে সাতাশটি ম্যাচ করার নির্দেশিকা দিয়েছিল তা কোরোনার কারণে শিথিল করেছে । ইস্টবেঙ্গল ISL খেলবে কি না তা নিয়ে জল্পনা চলেছে । তবে সবাই বুঝতে পারছে এইবছর আশা কার্যত নেই । কারণ ISL খেলার জন্য যে ধরনের আর্থিক নিরাপত্তা চাওয়া হয়েছে তা লাল হলুদ কর্তারা জোগাড় করতে পেরেছে বলে এখনও অবধি খবর নেই । ISL-র তরফে অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকে 10 অগাস্টের মধ্যে জার্সির নমুনা চাওয়া হয়েছে । তাতে ইস্টবেঙ্গল অংশ নিয়েছে বলে খবর নেই । তাই মনে করা হচ্ছে, কর্তারা সঠিক পথে এগোনোর দাবি করলেও বড় কোনও অঘটন না ইস্টবেঙ্গল এবার ISL খেলছে না । আই লিগেই খেলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.