ETV Bharat / sports

ডার্বিতে কলিনাস অনিশ্চিত, আসছেন বাবাকার দিওয়াড়া - ইস্টবেঙ্গল

22 ডিসেম্বর ডার্বি করা সম্ভব হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । বিধাননগর কমিশনারেট 25 ডিসেম্বর ISL-র ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার অনুমতি দিচ্ছে না । বড় দিনের উৎসবের নিরাপত্তার ঝক্কির পাশাপাশি বাড়তি চাপ নিতে চাইছে না বিধাননগর পুলিশ ৷ তাই ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দিলেও একটা খটকা রয়েছে ।

কলিনাস
কলিনাস
author img

By

Published : Dec 17, 2019, 11:50 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : ডার্বির নিরাপত্তা ঘিরে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে । ফলে 22 ডিসেম্বর ডার্বি করা সম্ভব হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলছেন, ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হবে না এই রকম কোনও বার্তা পুলিশের তরফে তাঁদের কাছে আসেনি । তবে CAA ও NRC ঘিরে যে অস্থিরতা পথে ঘাটে হচ্ছে তাতে একটা আশঙ্কা তো রয়েছে । মোহনবাগান ক্লাব আই লিগের প্রথম ডার্বি আয়োজনে কোনও ত্রুটি রাখবে না । ইতিমধ্যে, এই সবুজ মেরুন ক্লাব কর্তারা পরিস্থিতির দিকে নজর রাখছে ।

বিধাননগর কমিশনারেট 25 ডিসেম্বর ISL-র ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার অনুমতি দিচ্ছে না । বড় দিনের উৎসবের নিরাপত্তার ঝক্কির পাশাপাশি বাড়তি চাপ নিতে চাইছে না বিধাননগর পুলিশ ৷ এখনও ডার্বি নিরাপত্তা ঘিরে সরাসরি নিষেধাজ্ঞা তোলেনি পুলিশ । তাই ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দিলেও একটা খটকা রয়েছে । যদি শেষ পর্যন্ত ম্যাচ না হয় সেক্ষেত্রে 29 ডিসেম্বর হতে পারে আই লিগের প্রথম ডার্বি ।

অন্যদিকে, সালভো চামারোর পরিবর্তে সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকার দিওয়াড়াকে নিল মোহনবাগান । 31 বছর বয়সি স্ট্রাইকার লা লিগায় খেলার অভিজ্ঞতা সম্পন্ন । ইতিমধ্যে ভারতে আসার জন্যে ভিসার আবেদন করে দিয়েছেন বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে । তবে, তাঁর নথিভুক্তকরণ আই লিগের দলবদলের দ্বিতীয় উইন্ডোতে হবে, না কি তিনি ফ্রি ফুটবলার এ ব্যাপারটি পরিষ্কার নয় । যদি তিনি ফ্রি হন, তাহলে তাঁকে ডার্বিতে খেলানোর চেষ্টা করবে মোহনবাগান । স্প্যানিশ মিডিও কলিনাসের চোট ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে বাগানে । সোমবার গোকুলাম FC-র বিরুদ্ধে হাঁটুতে চোট পান কলিনাস । তাঁর হাঁটুর MRI হয়েছে । রিপোর্ট না এলেও সম্ভবত ডার্বিতে নেই কলিনাস ।

আগামী রবিবার আই লিগের প্রথম ডার্বিতে সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল । প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান । ইতিমধ্যে, ইস্ট-মোহন আই লিগের পয়েন্ট টেবিলে প্রথম দু'টো স্থান দখলে নিয়েছে । দুই স্প্যানিশ আলেয়ান্দ্রো মেনেনডেজ় গার্সিয়া ও কিবু ভিকুনার মগজাস্ত্রের দ্বৈরথের অপেক্ষায় চড়ছে পারদ । টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে ।

প্রত্যাশিত টিকিট বিক্রি না হওয়ায় শঙ্কিত সবুজ মেরুন কর্তারা । যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি ম্যাচ আয়োজনে আনুমানিক তিরিশ লাখ টাকা খরচ হয় । এই বিপুল অঙ্কের টাকার ঝক্কি এড়াতে আই লিগের বাকি ম্যাচ কল্যানী স্টেডিয়ামে খেলছে মোহনবাগান । বিপুল সংখ্যক সমর্থক যাতে মাঠে আসতে পারেন, সে কারণেই যুবভারতীতে বড় ম্যাচের আয়োজন ।

কলকাতা, 17 ডিসেম্বর : ডার্বির নিরাপত্তা ঘিরে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে । ফলে 22 ডিসেম্বর ডার্বি করা সম্ভব হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত বলছেন, ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হবে না এই রকম কোনও বার্তা পুলিশের তরফে তাঁদের কাছে আসেনি । তবে CAA ও NRC ঘিরে যে অস্থিরতা পথে ঘাটে হচ্ছে তাতে একটা আশঙ্কা তো রয়েছে । মোহনবাগান ক্লাব আই লিগের প্রথম ডার্বি আয়োজনে কোনও ত্রুটি রাখবে না । ইতিমধ্যে, এই সবুজ মেরুন ক্লাব কর্তারা পরিস্থিতির দিকে নজর রাখছে ।

বিধাননগর কমিশনারেট 25 ডিসেম্বর ISL-র ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার অনুমতি দিচ্ছে না । বড় দিনের উৎসবের নিরাপত্তার ঝক্কির পাশাপাশি বাড়তি চাপ নিতে চাইছে না বিধাননগর পুলিশ ৷ এখনও ডার্বি নিরাপত্তা ঘিরে সরাসরি নিষেধাজ্ঞা তোলেনি পুলিশ । তাই ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দিলেও একটা খটকা রয়েছে । যদি শেষ পর্যন্ত ম্যাচ না হয় সেক্ষেত্রে 29 ডিসেম্বর হতে পারে আই লিগের প্রথম ডার্বি ।

অন্যদিকে, সালভো চামারোর পরিবর্তে সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকার দিওয়াড়াকে নিল মোহনবাগান । 31 বছর বয়সি স্ট্রাইকার লা লিগায় খেলার অভিজ্ঞতা সম্পন্ন । ইতিমধ্যে ভারতে আসার জন্যে ভিসার আবেদন করে দিয়েছেন বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে । তবে, তাঁর নথিভুক্তকরণ আই লিগের দলবদলের দ্বিতীয় উইন্ডোতে হবে, না কি তিনি ফ্রি ফুটবলার এ ব্যাপারটি পরিষ্কার নয় । যদি তিনি ফ্রি হন, তাহলে তাঁকে ডার্বিতে খেলানোর চেষ্টা করবে মোহনবাগান । স্প্যানিশ মিডিও কলিনাসের চোট ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে বাগানে । সোমবার গোকুলাম FC-র বিরুদ্ধে হাঁটুতে চোট পান কলিনাস । তাঁর হাঁটুর MRI হয়েছে । রিপোর্ট না এলেও সম্ভবত ডার্বিতে নেই কলিনাস ।

আগামী রবিবার আই লিগের প্রথম ডার্বিতে সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল । প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান । ইতিমধ্যে, ইস্ট-মোহন আই লিগের পয়েন্ট টেবিলে প্রথম দু'টো স্থান দখলে নিয়েছে । দুই স্প্যানিশ আলেয়ান্দ্রো মেনেনডেজ় গার্সিয়া ও কিবু ভিকুনার মগজাস্ত্রের দ্বৈরথের অপেক্ষায় চড়ছে পারদ । টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে ।

প্রত্যাশিত টিকিট বিক্রি না হওয়ায় শঙ্কিত সবুজ মেরুন কর্তারা । যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি ম্যাচ আয়োজনে আনুমানিক তিরিশ লাখ টাকা খরচ হয় । এই বিপুল অঙ্কের টাকার ঝক্কি এড়াতে আই লিগের বাকি ম্যাচ কল্যানী স্টেডিয়ামে খেলছে মোহনবাগান । বিপুল সংখ্যক সমর্থক যাতে মাঠে আসতে পারেন, সে কারণেই যুবভারতীতে বড় ম্যাচের আয়োজন ।

Intro:সালভো চামারোর পরিবর্তে সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকার দিওয়াড়াকে নিল মোহনবাগান।31বছর বয়সি স্ট্রাইকার লা লিগায় খেলার অভিঞ্জতা সম্পন্ন।ইতিমধ্যে ভারতে আসার জন্যে ভিসার আবেদন করে দিয়েছেন বলে ক্লাব সুত্রে জানানো হয়েছে।তবে তার নথিভুক্ত করন আই লিগের দলবদলের দ্বিতীয় উইন্ডো তে হবে, না, তিনি ফ্রি ফুটবলার এব্যাপারটি পরিস্কার নয়।যদি তিনি ফ্রি ফুটবলার হন তাহলে ডার্বিতে খেলানোর চেষ্টা হবে ধরে নেওয়া যায়।
নতুন স্ট্রাইকারের আগমনের খবরের দিনে স্প্যানিশ মিডিও কলিনাসের চোট ঘিরে আশঙ্কা র কালো মেঘ। সোমবার গোকুলাম এফসির বিরুদ্ধে খেলার সময় হাটুতে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন কলিনাস।তার চোট পাওয়া হাটুর এম আর আই হয়েছে। রিপোর্ট হাতে না এলেও সম্ভবত ডার্বিতে নেই কলিনাস।
আগামী রবিবার আই লিগের প্রথম ডার্বি।সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল।প্রথম ডার্বির আয়োজক মোহনবাগান। ইতিমধ্যে ইস্ট-মোহন আই লিগের পয়েন্ট টেবিলে প্রথম দুটো স্থান দখলে নিয়েছে।ফলে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ও কিবু ভিকুনার ফুটবল বুদ্ধির দ্বৈরথ ঘিরে সমর্কদের মধ্যে পারদ চড়তে শুরু করেছে।টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে।এই আবহে হঠাৎ করে ডার্বির দিনের নিরাপত্তা ঘিরে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।ফলে 22ডিসেম্বর ডার্বি করা সম্ভব হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।মোহনবাগানের অর্থ সচিব দেবাশীষ দত্ত বলছেন ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হবে না এই রকম কোনও বার্তা পুলিশের তরফ থেকে তাদের কাছে আসেনি।তবে সিএবি ও এনআরসি ঘিরে যে অস্থিরতা পথে ঘাটে হচ্ছে তাতে একটা আশঙ্কা তো রয়েছে।তবে মোহনবাগান ক্লাব আই লিগের প্রথম ডার্বি আয়োজনে কোনও ত্রুটি রাখবে না।ইতিমধ্যে এই সবুজ মেরুন ক্লাব কর্তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। বর্তমান পরিস্থিতিতে ডার্বি দেখতে আসা সমর্থকদের মাঠে আসার ক্ষেত্রে সমস্যা ও আশঙ্কা থাকছে।ফলে প্রত্যাশিত টিকিট বিক্রি না হওয়ার শঙ্কা সবুজ মেরুন কর্তাদের মধ্যে রয়েছে।যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি আয়োজনে আনুমানিক তিরিশ লক্ষ টাকা খরচ।এই বিপুল অঙ্কের টাকার ঝক্কি যাতে এড়ানো যায় সেকথা মাথায় রেখে আই লিগের বাকি ম্যাচ কল্যানী স্টেডিয়ামে খেলছে মোহনবাগান।ডার্বি যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি করার একটাই ভাবনা,যাতে বিপুল সংখ্যক সমর্থক আসতে পারেন। ম্যাচের নিরাপত্তার বিযষয়টি সামলায় বিধাননগর পুলিশ কমিশনারেট।তারা ইতিমধ্যে 25ডিসেম্বর আইএসএলের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার অনুমতি দিচ্ছে না।বড় দিনের উৎসবের নিরাপত্তার ঝক্কি পাশাপাশি বাড়তি হিসেবে যোগ হয়েছে নিত্য দিনের রাজনৈতিক অস্থিরতা।ফলে বিধাননগর পুলিশ এখনও ডার্বি নিরাপত্তা ঘিরে সরাসরি নিষেধাজ্ঞা তোলেনি তবে তারাও জল মাপছে।তাই ম্যাচ আয়োজনের সবুজ সংকেত দিলেও একটা খটকা রয়েছে।যদি শেষ পর্যন্ত ম্যাচ না হয় সেক্ষেত্রে 29ডিসেম্বর হতে পারে।


Body:ডার্বি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.