ETV Bharat / sports

মহামেডানের হাত ধরেই বড় ক্লাবে প্রত্যাবর্তন সুব্রতর

প্রথমবার মহামেডান ক্লাবের কোচ হিসেবে যোগ দিলেন সুব্রত।

loga
author img

By

Published : May 4, 2019, 1:44 AM IST

কলকাতা, 4 মে : ফের কলকাতা বড় ক্লাবের কোচিংয়ে ফিরছেন সুব্রত ভট্টাচার্য । মহামেডানের নতুন কোচ হলেন তিনি । 66 বছর বয়সি প্রাক্তন ফুটবল তারকা প্রথমবার মহমেডান ক্লাবে যোগ দিলেন ।

মোহনবাগানের হয়ে সারাজীবন ফুটবল খেলা সুব্রত ভট্টাচার্যের কোচিং সাফল্যের সিংহভাগ সবুজ মেরুনের ডাগ আউটে । ফুটবলার হিসেবে লাল হলুদ জার্সিতে কোনও দিন না খেলা ইস্টবেঙ্গল কোচ হিসেবে ফেডারেশন কাপ জিতেছিলেন । এরপর ময়দানের তথাকথিত ছোটো ক্লাবে কোচিং করালেও রেড রোডের ধারের ঐতিহ্যবাহী ক্লাবে কোনও দিন প্রশিক্ষণ করাননি । তবে নতুন মরসুমে মহমেডান ভালো ফলের লক্ষ্যে ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচকে দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ।

গত মরসুমে রঘু নন্দী কোচিং করালেও সাফল্য এনে দিতে পারেননি । প্রথমবার সাদা কালো শিবিরে যোগ দেওয়ার পরে সুব্রত ভট্টাচার্য বলেছেন তিনি এই সুযোগ পেয়ে খুশি । চেষ্টা করবেন ক্লাবকে সোনালি অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার । ক্লাবকর্তা কামরুদ্দিন বলেছেন সুব্রত ভট্টাচার্যের 20 বছরের কোচিং করার অভিজ্ঞতা দলের সাফল্য এনে দেওয়ার পক্ষে সহায়ক হবে । দল গঠনের ক্ষেত্রে তারা নতুন কোচের পছন্দ মাফিক ফুটবলার নেওয়ার চেষ্টা করবেন ।

কলকাতা, 4 মে : ফের কলকাতা বড় ক্লাবের কোচিংয়ে ফিরছেন সুব্রত ভট্টাচার্য । মহামেডানের নতুন কোচ হলেন তিনি । 66 বছর বয়সি প্রাক্তন ফুটবল তারকা প্রথমবার মহমেডান ক্লাবে যোগ দিলেন ।

মোহনবাগানের হয়ে সারাজীবন ফুটবল খেলা সুব্রত ভট্টাচার্যের কোচিং সাফল্যের সিংহভাগ সবুজ মেরুনের ডাগ আউটে । ফুটবলার হিসেবে লাল হলুদ জার্সিতে কোনও দিন না খেলা ইস্টবেঙ্গল কোচ হিসেবে ফেডারেশন কাপ জিতেছিলেন । এরপর ময়দানের তথাকথিত ছোটো ক্লাবে কোচিং করালেও রেড রোডের ধারের ঐতিহ্যবাহী ক্লাবে কোনও দিন প্রশিক্ষণ করাননি । তবে নতুন মরসুমে মহমেডান ভালো ফলের লক্ষ্যে ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচকে দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ।

গত মরসুমে রঘু নন্দী কোচিং করালেও সাফল্য এনে দিতে পারেননি । প্রথমবার সাদা কালো শিবিরে যোগ দেওয়ার পরে সুব্রত ভট্টাচার্য বলেছেন তিনি এই সুযোগ পেয়ে খুশি । চেষ্টা করবেন ক্লাবকে সোনালি অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার । ক্লাবকর্তা কামরুদ্দিন বলেছেন সুব্রত ভট্টাচার্যের 20 বছরের কোচিং করার অভিজ্ঞতা দলের সাফল্য এনে দেওয়ার পক্ষে সহায়ক হবে । দল গঠনের ক্ষেত্রে তারা নতুন কোচের পছন্দ মাফিক ফুটবলার নেওয়ার চেষ্টা করবেন ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.