ETV Bharat / sports

সবুজ-মেরুনের জয়রথে লাগাম টানলেন কাতসুমি

author img

By

Published : Mar 5, 2020, 8:29 PM IST

কিবু ভিকুনার দলের আই লিগ জয় বিলম্বিত করাই লক্ষ্য ছিল কাতসুমিদের ৷ সেই লক্ষ্যে সফল তারা ৷

mohunbagan-draw-against-chennai
সবুজ-মেরুন

কল্যাণী, 5 মার্চ : সবুজ-মেরুনের জয়রথে লাগাম টানলেন কাতসুমি ইউসা । চলতি আই লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC আটকে দিল এবারের খেতাব জয়ের দাবিদারদের ৷ বৃহস্পতিবার কল্যাণীর মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল মোহনবাগান ৷ কিবু ভিকুনার দলের আই লিগ জয় বিলম্বিত করাই লক্ষ্য ছিল কাতসুমিদের ৷ সেই লক্ষ্যে সফল তারা ৷

মোহনবাগান তাঁবুতে এবারের আই লিগ ঢোকা শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ চেন্নাই সিটির বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচ জিতে নিলে একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যেত কিবু ভিকুনার দল ৷ কিন্তু ঘরের মাঠে সবুজ মেরুনের আই লিগ জয়ের পথ অল্প হলেও বাধাপ্রাপ্ত হল । পাপা বাবা দিওয়াড়ার গোল কিবু ভিকুনার দলকে এগিয়ে দিলেও, চেন্নাইকে সমতায় ফেরায় কাতসুমির গোল । এই ফলাফলে 15 ম্যাচ খেলে শীর্ষে থাকা মোহনবাগানের পয়েন্ট 36 ৷

ম্যাচ শুরুর আগে জোড়া সুখবরে আনন্দের ঢেউ উঠেছিল সবুজ-মেরুন গ্যালারিতে । প্লেয়ার অব দ্য মান্থ এবং কোচ অব দ্য মান্থের সম্মান পান জোসেবা বেইতিয়া ও কিবু ভিকুনা । কল্যাণী স্টেডিয়ামে আসার পথে সমর্থকদের বৈচিত্রময় স্লোগান, বার্তাবহ টিফো এবং দোলের আগে সবুজ-মেরুন আবিরে কল্যাণীর আকাশের রং বদলে গিয়েছিল ।

কল্যাণী, 5 মার্চ : সবুজ-মেরুনের জয়রথে লাগাম টানলেন কাতসুমি ইউসা । চলতি আই লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সিটি FC আটকে দিল এবারের খেতাব জয়ের দাবিদারদের ৷ বৃহস্পতিবার কল্যাণীর মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করল মোহনবাগান ৷ কিবু ভিকুনার দলের আই লিগ জয় বিলম্বিত করাই লক্ষ্য ছিল কাতসুমিদের ৷ সেই লক্ষ্যে সফল তারা ৷

মোহনবাগান তাঁবুতে এবারের আই লিগ ঢোকা শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷ চেন্নাই সিটির বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচ জিতে নিলে একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যেত কিবু ভিকুনার দল ৷ কিন্তু ঘরের মাঠে সবুজ মেরুনের আই লিগ জয়ের পথ অল্প হলেও বাধাপ্রাপ্ত হল । পাপা বাবা দিওয়াড়ার গোল কিবু ভিকুনার দলকে এগিয়ে দিলেও, চেন্নাইকে সমতায় ফেরায় কাতসুমির গোল । এই ফলাফলে 15 ম্যাচ খেলে শীর্ষে থাকা মোহনবাগানের পয়েন্ট 36 ৷

ম্যাচ শুরুর আগে জোড়া সুখবরে আনন্দের ঢেউ উঠেছিল সবুজ-মেরুন গ্যালারিতে । প্লেয়ার অব দ্য মান্থ এবং কোচ অব দ্য মান্থের সম্মান পান জোসেবা বেইতিয়া ও কিবু ভিকুনা । কল্যাণী স্টেডিয়ামে আসার পথে সমর্থকদের বৈচিত্রময় স্লোগান, বার্তাবহ টিফো এবং দোলের আগে সবুজ-মেরুন আবিরে কল্যাণীর আকাশের রং বদলে গিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.