কলকাতা, 4 সেপ্টেম্বর : কোভিড পরিস্থিতির মধ্যে স্বাভাবিকতায় ফিরে আসার লক্ষ্যে ডুরান্ড কাপে বল গড়ানো শুরু । রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচ দিয়ে 130 বছরের পুরানো টুর্নামেন্টের বল গড়াবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই বছরের ডুরান্ড কাপ উদ্বোধন করবেন । প্রথম ম্যাচ দর্শক শূন্য হলেও পরবর্তী পর্যায়ে পরিস্থিতির দিকে নজর রেখে রাজ্য সরকারের নির্দেশিত নিয়ম মেনে গ্যালারিতে দর্শক ফিরবে । অন্তত সেইরকম পরিকল্পনা রয়েছে ।
এই বছরের ডুরান্ড কাপ কলকাতায় হলেও এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান অংশ নিচ্ছে না । দলগঠনের কাজ সম্পূর্ণ না হওয়া যদি লাল হলুদের অন্তরায় হয় তাহলে সবুজ মেরুন এএফসি কাপে জন্য ডুরান্ড কাপে খেলছে না । পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে তিন অক্টোবর । আঠাশ দিনের টুর্নামেন্টের যাবতীয় ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান মাঠ এবং কল্যাণী স্টেডিয়ামে হবে । ইতিমধ্যে সেনাবাহিনী ডুরান্ড কাপ উপলক্ষে কলকাতা শহরের আকাশে হেলিকপ্টারের মাধ্যমে প্রচার শুরু করেছে ।
প্রথম ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মহমেডান স্পোর্টিং । চলতি মরসুমে শক্তিশালী দল গড়েছে সাদা কালো শিবির । ইতিমধ্যে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে দাপুটে পারফরম্যান্স তুলে ধরেছে । ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামার আগে মহমেডান কোচ আন্দ্রেই চেরনিশভ জানিয়েছেন, "আমরা তৈরি । প্রতিটি টুর্নামেন্ট এবং প্রতিটি ম্যাচে চাপ থাকে । সবাই আমাদের কাছে জয় আশা করে থাকে । আমরা টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছি । এবং পরিস্থিতি সামাল দিতে তৈরি ।"
এই সংক্রান্ত খবর : কলকাতায় 130তম ডুরান্ড কাপ, শুরু 5 সেপ্টেম্বর
দলে একাধিক ভাল ফুটবলার থাকায় শক্তিশালী দল গঠন করা গিয়েছে বলে মনে করেন সাদা কালো শিবিরের বিদেশি হেডস্যার । তবে পুরো মরসুমের কথা চিন্তা না করে ম্যাচ ধরে এগোনোর কথা বলেছেন তিনি । প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে সেভাবে জানা নেই । তবে যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন ।প্রতিপক্ষ অজানা হওয়ায় চ্যালেঞ্জ বাড়ে । তবে দলের প্রস্তুতিতে খুশি চেরশিনভ ভাল ফুটবল এবং জয় উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ।