কলকাতা, 1 মে : টালবাহানার পর অবশেষে বেঙ্গালুরুতেই হচ্ছে পি কান্নানের শেষকৃত্য৷ রবিবার বাঙুর হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি৷
প্রাক্তন এই ফুটবলারের মৃত্যুর পর থেকেই শেষকৃত্য কে করবে তা নিয়ে শুরু হয় টানাটানি৷ প্রথমপক্ষের স্ত্রী কান্নানের দেহ বেঙ্গালুরুতে শেষকৃত্যের দাবি করেন৷ যদিও শেষকৃত্য কলকাতাতেই করতে চেয়েছিলেন কান্নানের তৃতীয়পক্ষের স্ত্রী৷ সেই জন্য তৈরি ছিল কফিন, ফুল৷ কান্নানের প্রথমপক্ষের স্ত্রী বিজয়লক্ষ্মী কান্নান দাবি করেন দেহটি বেঙ্গালুরুতে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করার৷ এরপরই এই বিষয়টি নিয়ে দমদম থানার দ্বারস্থ হয় দুই পরিবার৷ অবশেষে চাপের মুখে নতিস্বীকার করে থানার আধিকারিকের উপস্থিতিতে কান্নানের দেহকে প্রথমপক্ষের কাছে দিয়ে দিতে ছাড়পত্র দেন তৃতীয়পক্ষের স্ত্রী এন্টিনেট কান্নান৷ আজ মৃতদেহ বেঙ্গালুরু নিয়ে যাওয়া হবে বলে জানান প্রথমপক্ষের ছেলে শিবকুমার কান্নান৷
এন্টিনেট কান্নান বলেন, "বেঙ্গালুরু থেকে ফোন করে আমাদের ভয় দেখাচ্ছে বিজয়লক্ষ্মী কান্নানের পরিবার৷ যখন কান্নান অসুস্থ ছিল তখন আমি তাঁর পাশে ছিলাম৷ এখন মারা যাওয়ার পরে সবাই ওর খোঁজ নিচ্ছে৷ ও কলকাতাতেই খেলেছিল ও চেয়েছিল কলকাতাতেই ওর শেষকৃত্য হোক৷ আমরা সব রকম ব্যবস্থা করেছি৷"
কান্নানের প্রথম পক্ষের স্ত্রী বিজয়লক্ষ্মী বলেন, "আমি ওর প্রথমপক্ষের স্ত্রী ৷ আমার সঙ্গে আইনত বিবাহ হয়েছিল ৷ আমি ওকে নিয়ে যেতে এসেছি ৷ আমাদের পুরো পরিবার রয়েছে বেঙ্গালুরুতে ৷ তারা সবাই শেষবারের মতো ওকে দেখতে চায় ৷"