কলকাতা, ৩ এপ্রিল : ইস্টবেঙ্গল ছেড়ে ATK-তে জোবি জাস্টিন। জুন মাসে নতুন দলে যোগ দেবেন জোবি। ATK নিজেদের সোশাল মিডিয়া পেজে এই সংক্রান্ত পোস্ট করেছেন। কেরালার স্ট্রাইকার বলেছেন, ATK-র সোশাল মিডিয়ার খবর সত্যি। গত সপ্তাহে লাল হলুদ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল জোবি। কর্তাদের সঙ্গে কথা বলে টোকেনও দিয়েছিলেন। তবে ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলেও শেষ পর্যন্ত দলবদলের সিদ্ধান্ত নেন তিনি।
আই এম বিজয়নের পরামর্শে ও আলভিটো ডি কুনহার তৎপরতায় ইস্টবেঙ্গলে সই করেছিলেন জোবি জাস্টিন। কলকাতা লিগে সেভাবে মেলে ধরতে না পারলেও আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার হাতে পড়ে নিজেকে বদলে ফেলেছিলেন। সদ্য শেষ হওয়া আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে নয়টি গোল করেছিলেন। যার মধ্যে আছে দুটো ডার্বিতেই গোল। লাল হলুদের স্প্যানিশ হেডস্যার স্বয়ং কেরালার এই স্ট্রাইকারের বিষয়ে বলেছিলেন, জোবি দল ছেড়ে গেলে অনেক কিছু হারাবে দল। কিন্তু শেষ পর্যন্ত লাল হলুদ জার্সি ছেড়ে লাল সাদা জার্সি পড়ার সিদ্ধান্ত নিলেন জোবি। অবস্থা সামাল দিতে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই রিয়াল কাশ্মীরের স্ট্রাইকার দানিশ ফারুকের সঙ্গে কথা বলেছে।
অন্যদিকে, বাংলাদেশে আমন্ত্রণী ফুটবল ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে লাল হলুদ। সব কিছু ঠিক থাকলে ২৩ এপ্রিল বাংলাদেশ যাবে ইস্টবেঙ্গল।