ETV Bharat / sports

শেষ মুহূর্তে ইজ়ের দর্শনীয় গোল, হায়দরাবাদের বিরুদ্ধে এক পয়েন্ট আনল জামশেদপুর FC - হায়দরাবাদ FC

ম্যাচের প্রথম একাদশে একাধিক পরিবর্তন করে হায়দরাবাদ ৷ মহম্মদ ইয়াসির, হিতেশ শর্মা ও লিস্টন কোলাকো প্রথম একাদশে জায়গা পান ৷ এমনকী গোলরক্ষক সুব্রত পালের পরিবর্তে বুধবার মাঠে নামেন লক্ষ্মীকান্ত কাট্টিমানি ৷

ISL 2020-21
ISL 2020-21
author img

By

Published : Dec 3, 2020, 7:49 AM IST

নাজি, 3 ডিসেম্বর : স্টিফেন ইজ়ের 85 মিনিটের দর্শনীয় গোলে ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ FC -র বিরুদ্ধে ম্যাচ ড্র করল জামশেদপুর FC ৷ বুধবার তিলক ময়দানে দাপটের সাথে খেলেও মাত্র এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল হায়দরাবাদকে ৷

মরশুমের নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের 55 মিনিটে হায়দরাবাদকে এগিয়ে দেন আরিদানে সান্তানা ৷ তবে শেষে পুরো পয়েন্ট ঘরে তোলা হল না ৷ যদিও টুর্নামেন্টে এখনও অপরাজিত হায়দরাবাদ FC ৷ অন্যদিকে চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের স্বাদ নিতে পারল না জামশেদপুর FC ৷

ম্যাচের প্রথম একাদশে একাধিক পরিবর্তন করে হায়দরাবাদ ৷ মহম্মদ ইয়াসির, হিতেশ শর্মা ও লিস্টন কোলাকো প্রথম একাদশে জায়গা পান ৷ এমনকী গোলরক্ষক সুব্রত পালের পরিবর্তে বুধবার মাঠে নামেন লক্ষ্মীকান্ত কাট্টিমানি ৷

জামশেদপুর FC কোচ ওয়েন কোলেও প্রথম দলে দু'টি পরিবর্তন করেন ৷ মিডফিল্ডে আইজ়্যাক ভানমালস্বামার পরিবর্তে শুরু করেন অমরজিৎ সিং ৷ এবং শেষ ম্যাচে লাল কার্ড দেখায় এক ম্যাচ নির্বাসিত টিপি রেহনেশের পরিবর্তে গোলরক্ষণের দায়িত্ব বর্তায় পবন কুমারের উপর ৷

প্রথম পাঁচ মিনিটেই আক্রমণে ওঠে হায়দরাবাদ FC ৷ দ্রুত পাশ খেলে জামশেদপুরের ডিফেন্স প্রায় ভেঙে ফেলে নিজামের শহরের দল ৷ প্রথম কোয়ার্টারে দাপিয়ে খেলে জামশেদপুর FCও ৷ তবে নিরিজুস ভালস্কিস ও অ্যালেক্সজান্ডার দে লিমা হায়দরাবাদ ডিফেন্সে স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন ৷ দ্বিতীয়ার্ধে খেলা শুরুর 5 মিনিচের ব্যবধানে ফিরতি বল থেকে গোল করেন সান্তানা ৷ হোলিচরণ নার্জ়ারির জোরালো শট গোলরক্ষক পবন কুমারের হাতে লেগে চলে আসে সান্তানার কাছে ৷ ফিরতি বল থেকে গোল করতে ভুল করেননি সান্তানা ৷

তবে ম্যাচ শেষ হওয়ার প্রায় মিনিট 20 আগে গোল করে জামশেদপুর FC ৷ যদিও সেই গোল বাতিল ঘোষণা করেন রেফারি ৷ কিন্তু ক্রমাগত আক্রমণের ফসল ম্যাচের 85 মিনিটে পায় জামশেদপুর FC ৷ চিংলেনসানা সিংয়ের ক্লিয়ারেন্স যায় উইলিয়াম লালনুনফেলার কাছে ৷ যিনি ইজ়ের জন্য বল সাজিয়ে দেন ৷ সেখান থেকে শক্তিশালী শটে গোল করেন এই নাইজেরিয়ান ৷

নাজি, 3 ডিসেম্বর : স্টিফেন ইজ়ের 85 মিনিটের দর্শনীয় গোলে ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ FC -র বিরুদ্ধে ম্যাচ ড্র করল জামশেদপুর FC ৷ বুধবার তিলক ময়দানে দাপটের সাথে খেলেও মাত্র এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল হায়দরাবাদকে ৷

মরশুমের নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের 55 মিনিটে হায়দরাবাদকে এগিয়ে দেন আরিদানে সান্তানা ৷ তবে শেষে পুরো পয়েন্ট ঘরে তোলা হল না ৷ যদিও টুর্নামেন্টে এখনও অপরাজিত হায়দরাবাদ FC ৷ অন্যদিকে চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের স্বাদ নিতে পারল না জামশেদপুর FC ৷

ম্যাচের প্রথম একাদশে একাধিক পরিবর্তন করে হায়দরাবাদ ৷ মহম্মদ ইয়াসির, হিতেশ শর্মা ও লিস্টন কোলাকো প্রথম একাদশে জায়গা পান ৷ এমনকী গোলরক্ষক সুব্রত পালের পরিবর্তে বুধবার মাঠে নামেন লক্ষ্মীকান্ত কাট্টিমানি ৷

জামশেদপুর FC কোচ ওয়েন কোলেও প্রথম দলে দু'টি পরিবর্তন করেন ৷ মিডফিল্ডে আইজ়্যাক ভানমালস্বামার পরিবর্তে শুরু করেন অমরজিৎ সিং ৷ এবং শেষ ম্যাচে লাল কার্ড দেখায় এক ম্যাচ নির্বাসিত টিপি রেহনেশের পরিবর্তে গোলরক্ষণের দায়িত্ব বর্তায় পবন কুমারের উপর ৷

প্রথম পাঁচ মিনিটেই আক্রমণে ওঠে হায়দরাবাদ FC ৷ দ্রুত পাশ খেলে জামশেদপুরের ডিফেন্স প্রায় ভেঙে ফেলে নিজামের শহরের দল ৷ প্রথম কোয়ার্টারে দাপিয়ে খেলে জামশেদপুর FCও ৷ তবে নিরিজুস ভালস্কিস ও অ্যালেক্সজান্ডার দে লিমা হায়দরাবাদ ডিফেন্সে স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন ৷ দ্বিতীয়ার্ধে খেলা শুরুর 5 মিনিচের ব্যবধানে ফিরতি বল থেকে গোল করেন সান্তানা ৷ হোলিচরণ নার্জ়ারির জোরালো শট গোলরক্ষক পবন কুমারের হাতে লেগে চলে আসে সান্তানার কাছে ৷ ফিরতি বল থেকে গোল করতে ভুল করেননি সান্তানা ৷

তবে ম্যাচ শেষ হওয়ার প্রায় মিনিট 20 আগে গোল করে জামশেদপুর FC ৷ যদিও সেই গোল বাতিল ঘোষণা করেন রেফারি ৷ কিন্তু ক্রমাগত আক্রমণের ফসল ম্যাচের 85 মিনিটে পায় জামশেদপুর FC ৷ চিংলেনসানা সিংয়ের ক্লিয়ারেন্স যায় উইলিয়াম লালনুনফেলার কাছে ৷ যিনি ইজ়ের জন্য বল সাজিয়ে দেন ৷ সেখান থেকে শক্তিশালী শটে গোল করেন এই নাইজেরিয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.