ETV Bharat / sports

আলেয়ান্দ্রো নয়, কোকোর অধীনে প্র্যাকটিস শুরু করবে ইস্টবেঙ্গল

কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া নন, মরসুমের প্রথম প্র্যাকটিস ইস্টবেঙ্গলের সহকারী কোচ কোকোর অধীনে করবে দল ।

আলেয়ান্দ্রো নয়, কোকোর অধীনে প্র্যাকটিস শুরু করবে ইস্টবেঙ্গল
author img

By

Published : Jul 6, 2019, 10:04 PM IST

কলকাতা, 6 জুলাই : কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া নন, মরসুমের প্রথম প্র্যাকটিস ইস্টবেঙ্গলের সহকারী কোচ কোকোর অধীনে করবে দল । 10 জুলাই লাল হলুদের প্র্যকটিস শুরু হবে । বেলা দশটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে নামবেন লাল হলুদ ফুটবলাররা । প্র্যাকটিস করাবেন কোকো ।

কোচ আলেয়ান্দ্রো আসবেন চলতি মাসের মাঝামাঝি সময় । 12 জুলাই জন্মদিন । পরিবারের সঙ্গে কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন । শোনা যাচ্ছে একজন স্ট্রাইকারকে পছন্দ করে কলকাতায় পা দেবেন তিনি । ফিজ়িও কার্লোস নোদার আসবেন দশ জুলাই সকালে ।

চলতি মাসের শেষ সপ্তাহে ইস্টবেঙ্গল কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলবে । ইতিমধ্যে 23 জন ফুটবলারকে IFA অফিসে নথিভুক্ত করিয়েছে তারা । শনিবার রক্ষিত ডাগার, কমলপ্রীত সিং মোহনবাগান থেকে সদ্য আসা অভিষেক আম্বেকর সহ আট ফুটবলারকে সই করালেন লাল হলুদ কর্তারা ।

গত মরসুমে ভালো খেলেছিলেন । এবার লাল হলুদে । নিজেকে প্রমাণ করতে মরিয়া অভিষেক আম্বেকর বলছেন পেশাদারি কারণে দল বদলেছেন ।

কলকাতা, 6 জুলাই : কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া নন, মরসুমের প্রথম প্র্যাকটিস ইস্টবেঙ্গলের সহকারী কোচ কোকোর অধীনে করবে দল । 10 জুলাই লাল হলুদের প্র্যকটিস শুরু হবে । বেলা দশটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে নামবেন লাল হলুদ ফুটবলাররা । প্র্যাকটিস করাবেন কোকো ।

কোচ আলেয়ান্দ্রো আসবেন চলতি মাসের মাঝামাঝি সময় । 12 জুলাই জন্মদিন । পরিবারের সঙ্গে কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন । শোনা যাচ্ছে একজন স্ট্রাইকারকে পছন্দ করে কলকাতায় পা দেবেন তিনি । ফিজ়িও কার্লোস নোদার আসবেন দশ জুলাই সকালে ।

চলতি মাসের শেষ সপ্তাহে ইস্টবেঙ্গল কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলবে । ইতিমধ্যে 23 জন ফুটবলারকে IFA অফিসে নথিভুক্ত করিয়েছে তারা । শনিবার রক্ষিত ডাগার, কমলপ্রীত সিং মোহনবাগান থেকে সদ্য আসা অভিষেক আম্বেকর সহ আট ফুটবলারকে সই করালেন লাল হলুদ কর্তারা ।

গত মরসুমে ভালো খেলেছিলেন । এবার লাল হলুদে । নিজেকে প্রমাণ করতে মরিয়া অভিষেক আম্বেকর বলছেন পেশাদারি কারণে দল বদলেছেন ।

Intro:কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া নন, মরসুমের প্রথম প্র্যাকটিস ইস্টবেঙ্গলের সহকারী কোচ কোকোর অধীনে। 10 জুলাই লাল হলুদের প্র্যকটিস শুরু হবে। বেলা দশটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে নামবেন লাল হলুদ ফুটবলার রা। কোচ আলেয়ান্দ্রো আসবেন চলতি মাসের মাঝামাঝি সময়। 12জুলাই জন্মদিন। পরিবারের সঙ্গে কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবে ন। শোনা যাচ্ছে একজন স্ট্রাইকার কে পছন্দ করে কলকাতায় পা দেবেন। ফিজিও কার্লোস নোদার আসবেন দশ জুলাই সকালে।চলতি মাসের শেষ সপ্তাহে ইস্টবেঙ্গল কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলবে। ইতিমধ্যে তেইশ জন ফুটবলারকে আইএফ এ অফিসে নথিভুক্ত করিয়েছে তারা। শনিবার রক্ষিত ডাগার, কমলপ্রীত সিং মোহনবাগান থেকে সদ্য আসা অভিষেক আম্বেকর সহ আট ফুটবলার সই করালেন লাল হলুদ কর্তারা। গত মরসুমে ভালো খেলা এবার লাল হলুদে। নিজেকে প্রমাণ করতে মরিয়া অভিষেক আম্বেকর বলছেন পেশাদারি কারনে দল বদলে ছেন। নতুন দলে পুরানো দলের রেশ সরিয়ে নিংড়ে দিতে চান। আলেয়ান্দ্রো র কোচিং এ চ্যালেঞ্জ কঠিন জানেন। তবে তা নিতে পিছিয়ে থাকতে রাজি নন।


Body:আইএফ এ


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.