ETV Bharat / sports

টেকনিকাল কমিটির সিদ্ধান্তে শিলমোহর, ইগর স্টিমাচকে প্রধান কোচ করল AIFF - croatia

1998 বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের সদস্য ইগর স্টিমাচকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল AIFF, স্টিমাচের প্রথম হার্ডল থাইল্যান্ডের কিংস কাপ

AIFF
author img

By

Published : May 15, 2019, 6:34 PM IST

দিল্লি, 15 মে : ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচকে নিযুক্ত করল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা AIFF। আজ AIFF- এর কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে তাঁকে।

নতুন কোচকে স্বাগত জানিয়ে AIFF সভাপতি বলেছেন, " ব্লু টাইগারদের কোচিং করানোর জন্য ইগরই যোগ্য ব্যক্তি। আমি তাঁকে স্বাগত জানাচ্ছি । ভারতীয় ফুটবল বর্তমানে এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলেছে। আমি বিশ্বাস করি তার অগাধ অভিজ্ঞতা ভারতীয় দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে। "

ইগর স্টিমাচকে দায়িত্ব দেওয়ার বিষয়টি পাকা হয়েছিল গত সপ্তাহে । টেকনিকাল কমিটি সর্বসম্মত ভাবে ইগর স্টিমাচকে বেছে নেয় । চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা পাঠানো হয় কার্যকরী কমিটির কাছে। আজ সেই সিদ্ধান্তে শিলমোহর দেয় কার্যকরী কমিটি।

AIFF-র টেকনিকাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা বলেছেন, " স্টিমাচকে জাতীয় দলের কোচ করার বিষয়ে টেকনিকাল কমিটির কোনো সদস্য দ্বিমত পোষণ করেননি। সর্বসম্মত ভাবেই তাঁকে বেছে নেওয়া হয়। "

দায়িত্ব নেওয়ার পর স্টিমাচের প্রথম অ্যাসাইনমেন্ট থাইল্যান্ডের কিংস কাপ। 5 জুন কারাকাওয়ের বিরুদ্ধে অভিযান শুরু করবে ব্লু টাইগাররা।

দিল্লি, 15 মে : ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচকে নিযুক্ত করল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা AIFF। আজ AIFF- এর কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে তাঁকে।

নতুন কোচকে স্বাগত জানিয়ে AIFF সভাপতি বলেছেন, " ব্লু টাইগারদের কোচিং করানোর জন্য ইগরই যোগ্য ব্যক্তি। আমি তাঁকে স্বাগত জানাচ্ছি । ভারতীয় ফুটবল বর্তমানে এক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলেছে। আমি বিশ্বাস করি তার অগাধ অভিজ্ঞতা ভারতীয় দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে। "

ইগর স্টিমাচকে দায়িত্ব দেওয়ার বিষয়টি পাকা হয়েছিল গত সপ্তাহে । টেকনিকাল কমিটি সর্বসম্মত ভাবে ইগর স্টিমাচকে বেছে নেয় । চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা পাঠানো হয় কার্যকরী কমিটির কাছে। আজ সেই সিদ্ধান্তে শিলমোহর দেয় কার্যকরী কমিটি।

AIFF-র টেকনিকাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা বলেছেন, " স্টিমাচকে জাতীয় দলের কোচ করার বিষয়ে টেকনিকাল কমিটির কোনো সদস্য দ্বিমত পোষণ করেননি। সর্বসম্মত ভাবেই তাঁকে বেছে নেওয়া হয়। "

দায়িত্ব নেওয়ার পর স্টিমাচের প্রথম অ্যাসাইনমেন্ট থাইল্যান্ডের কিংস কাপ। 5 জুন কারাকাওয়ের বিরুদ্ধে অভিযান শুরু করবে ব্লু টাইগাররা।

Hanoi (Vietnam), May 11 (ANI): Vice President M Venkaiah Naidu paid tribute to Mahatma Gandhi in the premises of the Embassy of India in Vietnam's Hanoi. He also paid tribute to Vietnamese leader Ho Chi Minh, at the Ho Chi Minh Mausoleum, today. VP Naidu is on a four-day visit to Vietnam.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.