ETV Bharat / sports

ইতিহাসে FC গোয়া, প্রথম ভারতীয় দল হিসেবে পৌঁছে গেল AFC চ্যাম্পিয়ন লিগে

প্রথম ভারতীয় দল হিসেবে সরাসরি AFC চ্যাম্পিয়ন লিগে-র গ্রুপ স্টেজে খেলার ছাড়পত্র অর্জন করল FC গোয়া । ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরকে 5-0 গোলে হারায় FC গোয়া ।

fc goa
FC গোয়া
author img

By

Published : Feb 20, 2020, 1:06 AM IST

Updated : Feb 20, 2020, 2:48 AM IST

জামশেদপুর, 19 ফেব্রুয়ারি : ইতিহাস গড়ল FC গোয়া ৷ প্রথম ভারতীয় দল হিসেবে সরাসরি AFC চ্যাম্পিয়ন লিগে-র গ্রুপ স্টেজে খেলার ছাড়পত্র অর্জন করল তারা ৷

ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরকে 5-0 গোলে হারায় FC গোয়া ৷ একই সঙ্গে এশিয়ার টপ লিগে খেলার ছাড়পত্র অর্জন করল তারা ৷

ISL এর টুইটার হ্যান্ডেল থেকে FC গোয়ার এই সাফল্যপ্রাপ্তির কথা জানানো হয় ৷ জামশেদপুর FC-র বিপক্ষে গোয়ার হয়ে ফেরান কোরোমিনাস, হুগো বৌমহৌস, জ্যাকিচাঁদ সিং, ও মৌরতাডা গোল করেন ৷ অন্যদিকে ঘরের মাঠে বিধ্বস্ত হয় জামশেদপুর ৷

অতীতেও ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এশিয়ান ক্লাব চ্যা়ম্পিয়নশিপে খেলেছে ৷ কিন্ত এটাই প্রথমবার কোনও ভারতীয় ক্লাব যারা সরাসরি AFC চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগে খেলার যোগ্যতা অর্জন করল ৷

সম্প্রতি ISL দেশের এক নম্বর লিগ হিসেবে আত্মপ্রকাশ করে ৷ তাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অধীনস্থ ISL-এর লিগ পর্যায়ের টপ দল সরাসরি AFC- র গ্রুপ স্টেজে খেলার ছাড়পত্র অর্জন করল ৷

জামশেদপুর, 19 ফেব্রুয়ারি : ইতিহাস গড়ল FC গোয়া ৷ প্রথম ভারতীয় দল হিসেবে সরাসরি AFC চ্যাম্পিয়ন লিগে-র গ্রুপ স্টেজে খেলার ছাড়পত্র অর্জন করল তারা ৷

ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরকে 5-0 গোলে হারায় FC গোয়া ৷ একই সঙ্গে এশিয়ার টপ লিগে খেলার ছাড়পত্র অর্জন করল তারা ৷

ISL এর টুইটার হ্যান্ডেল থেকে FC গোয়ার এই সাফল্যপ্রাপ্তির কথা জানানো হয় ৷ জামশেদপুর FC-র বিপক্ষে গোয়ার হয়ে ফেরান কোরোমিনাস, হুগো বৌমহৌস, জ্যাকিচাঁদ সিং, ও মৌরতাডা গোল করেন ৷ অন্যদিকে ঘরের মাঠে বিধ্বস্ত হয় জামশেদপুর ৷

অতীতেও ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এশিয়ান ক্লাব চ্যা়ম্পিয়নশিপে খেলেছে ৷ কিন্ত এটাই প্রথমবার কোনও ভারতীয় ক্লাব যারা সরাসরি AFC চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগে খেলার যোগ্যতা অর্জন করল ৷

সম্প্রতি ISL দেশের এক নম্বর লিগ হিসেবে আত্মপ্রকাশ করে ৷ তাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অধীনস্থ ISL-এর লিগ পর্যায়ের টপ দল সরাসরি AFC- র গ্রুপ স্টেজে খেলার ছাড়পত্র অর্জন করল ৷

Last Updated : Feb 20, 2020, 2:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.