ETV Bharat / sports

Euro 2020 : স্প্যানিশ আর্মাডায় ভাসতে নারাজ সুইসরা, ইতালীয় নবজাগরণের সামনে বেলজিয়াম

টাইব্রেকারে দিদিয়ের দেশঁ-র দলের অন্যতম বড় অস্ত্র এমবাপেকে আটকে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথ পরিষ্কার করেছে গ্রানিত জাকা, জার্দান শাকিরিরা ৷ এবার তাদের লক্ষ্য শেষ চারে জায়গা করে নেওয়া ৷

Euro 2020 quarter finals
Euro 2020 quarter finals
author img

By

Published : Jul 2, 2021, 10:39 AM IST

সেন্ট পিটার্সবার্গ ও মিউনিখ, 2 জুলাই : ছিটকে গিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ৷ বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ নেই জার্মানি, নেদারল্যান্ডসের মতো দল ৷ 2021 সালের ইউরোর মঞ্চে ঘটনার ঘনঘটা ৷ জমজমাট টুর্নামেন্ট গড়াতে গড়াতে শেষ চারে ওঠার লড়াইয়ে পৌঁছে গিয়েছে ৷ আজ কোয়ার্টার ফাইনালে ম্যাচে নামছে আলভেরো মোরাতা, ফার্নান্দো তোরেসদের স্পেন ৷ প্রতিপক্ষ আত্মবিশ্বাসে ভরপুর সুইৎজারল্যান্ড ৷ পরের ম্যাচে ইউরোর সেমিফাইনালে ওঠার জোর টক্কর চলবে দুই ফেভারিট বেলজিয়াম ও ইতালির মধ্যে ৷

চলতি ইউরো কাপের সবচেয়ে বড় চমক দিয়েছে সুইৎজারল্যান্ড ৷ রজার ফেডেরারের দেশের ফুটবলাররা সকলকে স্তব্ধ করে দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৷ টাইব্রেকারে দিদিয়ের দেশঁ-র দলের অন্যতম বড় অস্ত্র এমবাপেকে আটকে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথ পরিষ্কার করেছে গ্রানিত জাকা, জার্দান শাকিরিরা ৷ এবার তাদের লক্ষ্য শেষ চারে জায়গা করে নেওয়া ৷ প্রতিপক্ষ তারকাখচিত স্পেন হলেও জায়ান্ট কিলার তকমা পাওয়া সুইসরা স্বপ্ন দেখতে শুরু করেছে ৷ কোয়ার্টার ফাইনালেও অঘটন ঘটাতে তৈরি তারা ৷

ইউরোর শুরুটা একেবারে ভাল হয়নি স্পেনের ৷ সুইডেন ও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মোরাতারা ৷ শেষ ষোলোর ঘরে ওঠা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল ৷ তবে সেই ধাপটা পার করে এসেছে লুই এনরিকের দল ৷

মুখোমুখি সুইৎজারল্যান্ড ও স্পেন
মুখোমুখি সুইৎজারল্যান্ড ও স্পেন

দুটি দলের অতীতের লড়াই

  1. ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুটি দল ৷ অতীতে তিনটি মেজর টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইৎজারল্যান্ড ৷ 1966, 1994 ও 2010 বিশ্বকাপে ৷ প্রথম দুটিতে জিতেছিল স্পেন ৷ শেষবার বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে চমকে দিয়েছিল সুইসরা ৷
  2. দুটি দল মোট 22 বার মুখোমুখি হয়েছে ৷ তার মধ্যে একবার হেরেছে স্পেন ৷
  3. বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সুইৎজারল্যান্ডের এটি চতুর্থ মেজর কোয়ার্টার ফাইনাল ৷

ব্যাটেল অব হেভিওয়েট : বেলজিয়াম বনাম ইতালি

2018 সালের বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছিল বেলজিয়াম ৷ তিনবছর পর ফের একটা বড় টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে তারা ৷ শেষ 14টি ম্যাচে অপরাজিত তারা ৷ ফিফার ক্রমতালিকার এক নম্বর দল ৷ বলা বাহুল্য মিউনিখের এই মহারণে ইতালির আক্রমণভাগের মূল ভয় রোমেলু লুকাকুকে নিয়ে ৷ চার ম্যাচে তিন গোল রয়েছে তাঁর ৷ অন্যদিকে রবার্তো মানচিনির ইতালি কম যায় না ৷ ইতালির জাতীয় দল রেকর্ড 31টি ম্যাচে অপরাজিত রয়েছে ৷ দুটি দল গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে এসে পৌঁছেছে ৷ ফলে আজ মিউনিখে যে দল জিতবে তাদের এবারের ইউরোর খেতাব জয়ের অন্যতম দাবিদার হবে ৷

মুখোমুখি বেলজিয়াম ও ইতালি
মুখোমুখি বেলজিয়াম ও ইতালি

দুটি দলের অতীতের লড়াই

  1. মেজর টুর্নামেন্টে এটি দুটি দলের পঞ্চমবার দেখা ৷ তার মধ্যে চারটি বিশ্বকাপ ও ইউরো কাপের গ্রুপ স্টেজের ম্যাচ ৷ এই প্রথমবার কোনও মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইতালি ৷
  2. চারটি ম্যাচে তিনটিতে জয় ও একটিতে হার এড়িয়েছে ইতালি ৷
  3. এই নিয়ে টানা চারবার ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল ইতালি ৷ দুটি ম্যাচে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ৷ 2012 সালে ইংল্য়ান্ডকে হারিয়ে টুর্নামেন্টে এগোয় তারা ৷

সেন্ট পিটার্সবার্গ ও মিউনিখ, 2 জুলাই : ছিটকে গিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ৷ বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ নেই জার্মানি, নেদারল্যান্ডসের মতো দল ৷ 2021 সালের ইউরোর মঞ্চে ঘটনার ঘনঘটা ৷ জমজমাট টুর্নামেন্ট গড়াতে গড়াতে শেষ চারে ওঠার লড়াইয়ে পৌঁছে গিয়েছে ৷ আজ কোয়ার্টার ফাইনালে ম্যাচে নামছে আলভেরো মোরাতা, ফার্নান্দো তোরেসদের স্পেন ৷ প্রতিপক্ষ আত্মবিশ্বাসে ভরপুর সুইৎজারল্যান্ড ৷ পরের ম্যাচে ইউরোর সেমিফাইনালে ওঠার জোর টক্কর চলবে দুই ফেভারিট বেলজিয়াম ও ইতালির মধ্যে ৷

চলতি ইউরো কাপের সবচেয়ে বড় চমক দিয়েছে সুইৎজারল্যান্ড ৷ রজার ফেডেরারের দেশের ফুটবলাররা সকলকে স্তব্ধ করে দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৷ টাইব্রেকারে দিদিয়ের দেশঁ-র দলের অন্যতম বড় অস্ত্র এমবাপেকে আটকে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথ পরিষ্কার করেছে গ্রানিত জাকা, জার্দান শাকিরিরা ৷ এবার তাদের লক্ষ্য শেষ চারে জায়গা করে নেওয়া ৷ প্রতিপক্ষ তারকাখচিত স্পেন হলেও জায়ান্ট কিলার তকমা পাওয়া সুইসরা স্বপ্ন দেখতে শুরু করেছে ৷ কোয়ার্টার ফাইনালেও অঘটন ঘটাতে তৈরি তারা ৷

ইউরোর শুরুটা একেবারে ভাল হয়নি স্পেনের ৷ সুইডেন ও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মোরাতারা ৷ শেষ ষোলোর ঘরে ওঠা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল ৷ তবে সেই ধাপটা পার করে এসেছে লুই এনরিকের দল ৷

মুখোমুখি সুইৎজারল্যান্ড ও স্পেন
মুখোমুখি সুইৎজারল্যান্ড ও স্পেন

দুটি দলের অতীতের লড়াই

  1. ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুটি দল ৷ অতীতে তিনটি মেজর টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইৎজারল্যান্ড ৷ 1966, 1994 ও 2010 বিশ্বকাপে ৷ প্রথম দুটিতে জিতেছিল স্পেন ৷ শেষবার বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে চমকে দিয়েছিল সুইসরা ৷
  2. দুটি দল মোট 22 বার মুখোমুখি হয়েছে ৷ তার মধ্যে একবার হেরেছে স্পেন ৷
  3. বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সুইৎজারল্যান্ডের এটি চতুর্থ মেজর কোয়ার্টার ফাইনাল ৷

ব্যাটেল অব হেভিওয়েট : বেলজিয়াম বনাম ইতালি

2018 সালের বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছিল বেলজিয়াম ৷ তিনবছর পর ফের একটা বড় টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে তারা ৷ শেষ 14টি ম্যাচে অপরাজিত তারা ৷ ফিফার ক্রমতালিকার এক নম্বর দল ৷ বলা বাহুল্য মিউনিখের এই মহারণে ইতালির আক্রমণভাগের মূল ভয় রোমেলু লুকাকুকে নিয়ে ৷ চার ম্যাচে তিন গোল রয়েছে তাঁর ৷ অন্যদিকে রবার্তো মানচিনির ইতালি কম যায় না ৷ ইতালির জাতীয় দল রেকর্ড 31টি ম্যাচে অপরাজিত রয়েছে ৷ দুটি দল গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে এসে পৌঁছেছে ৷ ফলে আজ মিউনিখে যে দল জিতবে তাদের এবারের ইউরোর খেতাব জয়ের অন্যতম দাবিদার হবে ৷

মুখোমুখি বেলজিয়াম ও ইতালি
মুখোমুখি বেলজিয়াম ও ইতালি

দুটি দলের অতীতের লড়াই

  1. মেজর টুর্নামেন্টে এটি দুটি দলের পঞ্চমবার দেখা ৷ তার মধ্যে চারটি বিশ্বকাপ ও ইউরো কাপের গ্রুপ স্টেজের ম্যাচ ৷ এই প্রথমবার কোনও মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইতালি ৷
  2. চারটি ম্যাচে তিনটিতে জয় ও একটিতে হার এড়িয়েছে ইতালি ৷
  3. এই নিয়ে টানা চারবার ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল ইতালি ৷ দুটি ম্যাচে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ৷ 2012 সালে ইংল্য়ান্ডকে হারিয়ে টুর্নামেন্টে এগোয় তারা ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.