ETV Bharat / sports

EURO 2020 : পর্তুগালকে 4-2 গোলে হারিয়ে লড়াইয়ে ফিরল জার্মানি

পর্তুগালকে হারিয়ে গ্রুপ ডেথ থেকে শেষ ষোলোয় পৌঁছানোর আশা জিইয়ে রাখল জোয়াকিম লোয়ের (Joachim Low) ছেলেরা ৷ খনই পরের পর্বের রাস্তা বন্ধ হচ্ছে না পর্তুগালের ৷ 24 দলের ইউরোর নিয়ম অনুযায়ী ছ'টি গ্রুপের চারটি সেরা তৃতীয় স্থানাধিকারী দল পরের পর্বে পৌঁছাতে পারবে ৷ প্রথম ম্যাচে জেতায় তাই খানিকটা সুবিধাজনক জায়গায় রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

EURO
EURO
author img

By

Published : Jun 20, 2021, 3:28 AM IST

Updated : Jun 20, 2021, 4:55 AM IST

মিউনিখ, 20 জুন : ইউরো কাপের (EURO CUP) গ্রুপ এফের ডু আর ডাই ম্যাচে পর্তুগালকে (Portugal ) 4-2 গোলে হারিয়ে দিল জার্মানি (Germany) ৷ গ্রুপ ডেথ থেকে শেষ ষোলোয় পৌঁছানোর আশা জিইয়ে রাখল জোয়াকিম লোয়ের (Joachim Low) ছেলেরা ৷ ম্যাচে জার্মানির হয়ে গোল করেছেন কাই হাভার্ৎজ (Kai Havertz) ও রবিন গোসেন্স (Robin Gosens) ৷ অন্য দুটি গোল আত্মঘাতী ৷ পর্তুগালের হয়ে গোল পেয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo) ও দিয়োগো জোটা (Diogo Jota) ৷

মিউনিখের ফুটবল এরিনায় ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম হয়েছিল ৷ মরিয়া জার্মানি প্রেসিং করলেও প্রতিআক্রমণে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ ম্যাচের 15 মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় পর্তুগাল ৷ দুরন্ত প্রতিআক্রমণে জার্মানদের জালে বল জড়িয়ে দেন রোনাল্ডো ৷ জার্মানির কর্নার থেকে বল ছিনিয়ে প্রতিআক্রমণে যায় পর্তুগাল ৷ বার্নার্ডো সিলভা (Bernardo Silva) বল বাড়িয়ে দেন দিয়োগো জোটার দিকে ৷ তিনি বল ঠেলে দেন রোনাল্ডোর দিকে ৷ রক্ষিহীন গোলে বল পাঠাতে ভুল করেননি সিআর সেভেন ৷

এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জার্মানি ৷ বার কয়েক পর্তুগালের দুর্গ রুই প্যাট্রিসিয়ো (Rui Patricio) বাঁচিয়ে দেন ৷ 35 মিনিটে সাফল্য পায় জার্মানরা ৷ গোসেন্সের বাড়ানো গোলের দিকে ঠেলে দেন হাভার্ৎজ, সেই বল আটকাতে গিয়ে উল্টে জালে পাঠিয়ে দেন পর্তুগিজ ডিফেন্ডার রাবেন ডিয়াজ (Ruben Dias) ৷ সমতায় ফিরে জেগে ওঠে তিন বারের ইউরো জয়ীরা ৷

39 মিনিটে এগিয়ে যায় জোয়াকিম লোয়ের ছেলেরা ৷ আবারও আত্মঘাতী গোল ৷ থমাস মুলারের (Thomas Muller) শট আটকে দিলেও অরক্ষিত থাকা হোসুয়া কিমিচ (Joshua Kimmich) বল ঠেলে দেন গোলের দিকে ৷ বল আটকানোর চেষ্টা করেছিলেন রাফায়েল গুরেইরো (Raphael Guerreiro) ৷ কিন্তু তা চলে যায় জালে ৷

2-1 এ এগিয়ে থাকা জার্মানি ভয়ঙ্কর হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে ৷ পর্তুগিজ রক্ষণকে প্রেসিংয়ে নাজেহাল করে দেন কাই হাভার্ৎজ-গোসেনন্সরা ৷ 51 মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় জার্মানি ৷ বাঁদিক থেকে ওয়ান টাচ খেলে পর্তুগাল বক্সে বল নিয়ে যান মুলার ৷ সেখান থেকে পাস বাড়ান গসেনন্সকে ৷ আলতো ছোঁয়ায় পর্তুগিজ ডিফেন্সকে বোকা বানিয়ে গসেন্স বল বাড়িয়ে দেন কাই হাভার্ৎজকে ৷ ঠাণ্ডা মাথায় জার্মানিকে 3-1 এগিয়ে দেন হাভার্ৎজ ৷

জোড়া আত্মঘাতী গোলের ধাক্কায় বেসামাল পর্তুগাল , হাভার্ৎজের গোলের পর আরও মুষড়ে পড়ে ৷ এই সুযোগে তাদের আরও চেপে ধরে জার্মানরা ৷ 60 মিনিটে পর্তুগালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন গোসেন্স ৷ হাভার্ৎজ ডিফেন্স চেরা পাস বাড়ান কিমিচের দিকে ৷ কিমিচ ব্যাক পোস্টে ঠিকানা লেখা ক্রস বাড়ান গোসেন্সের দিকে ৷ মাথা ছুঁইয়ে 4-1 করতে সময় নেননি জার্মান ডিফেন্ডার ৷

4-1 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ 67 মিনিটে গুরেরইয়োর ফ্রিক ন্যয়ারকে বোকা বানিয়ে জোটার দিকে ঠেলে দেন রোনাল্ডো ৷ বল জালে পাঠিয়ে ব্যবধান কমান জোটা ৷ তবে এখানেই শেষ পর্তুগালের পরাক্রম ৷ ম্যাচের বাকি সময়টা আর কাজে লাগাতে পারেননি রোনাল্ডোরা ৷ 2008 , 2012-এর পর আবার জার্মানির বিরুদ্ধে হারল পর্তুগাল ৷

আরও পড়ুন : Euro 2020 : হাঙ্গেরির সঙ্গে ড্র ফ্রান্সের, আরও কঠিন হল গ্রুপ অফ ডেথ

ইউরোর ইতিহাসে টানা তিন ম্যাচ কখনই হারেনি জার্মানরা ৷ 2016 ইউরোর সেমিফাইনালের পর এবারের প্রথম ম্যাচে ফ্রান্সের (France) বিরুদ্ধে হেরেছিল জার্মানরা ৷ তবে পর্তুগাল ম্যাচে জার্মানরা বুঝিয়ে দিল গ্রুপ অফ ডেথ থেকে পরের পর্বে যেতে তারা তৈরি ৷ এদিকে এখনই পরের পর্বের রাস্তা বন্ধ হচ্ছে না পর্তুগালের ৷ 24 দলের ইউরোর নিয়ম অনুযায়ী ছ'টি গ্রুপের চারটি সেরা তৃতীয় স্থানাধিকারী দল পরের পর্বে পৌঁছাতে পারবে ৷ প্রথম ম্যাচে জেতায় তাই খানিকটা সুবিধাজনক জায়গায় রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ তবে গ্রুপের প্রথম দুইয়ে থাকতে হলে শেষ ম্যাচে ফ্রান্সকে হারাতেই হবে রোনাল্ডোদের ৷

মিউনিখ, 20 জুন : ইউরো কাপের (EURO CUP) গ্রুপ এফের ডু আর ডাই ম্যাচে পর্তুগালকে (Portugal ) 4-2 গোলে হারিয়ে দিল জার্মানি (Germany) ৷ গ্রুপ ডেথ থেকে শেষ ষোলোয় পৌঁছানোর আশা জিইয়ে রাখল জোয়াকিম লোয়ের (Joachim Low) ছেলেরা ৷ ম্যাচে জার্মানির হয়ে গোল করেছেন কাই হাভার্ৎজ (Kai Havertz) ও রবিন গোসেন্স (Robin Gosens) ৷ অন্য দুটি গোল আত্মঘাতী ৷ পর্তুগালের হয়ে গোল পেয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo) ও দিয়োগো জোটা (Diogo Jota) ৷

মিউনিখের ফুটবল এরিনায় ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম হয়েছিল ৷ মরিয়া জার্মানি প্রেসিং করলেও প্রতিআক্রমণে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ৷ ম্যাচের 15 মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় পর্তুগাল ৷ দুরন্ত প্রতিআক্রমণে জার্মানদের জালে বল জড়িয়ে দেন রোনাল্ডো ৷ জার্মানির কর্নার থেকে বল ছিনিয়ে প্রতিআক্রমণে যায় পর্তুগাল ৷ বার্নার্ডো সিলভা (Bernardo Silva) বল বাড়িয়ে দেন দিয়োগো জোটার দিকে ৷ তিনি বল ঠেলে দেন রোনাল্ডোর দিকে ৷ রক্ষিহীন গোলে বল পাঠাতে ভুল করেননি সিআর সেভেন ৷

এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জার্মানি ৷ বার কয়েক পর্তুগালের দুর্গ রুই প্যাট্রিসিয়ো (Rui Patricio) বাঁচিয়ে দেন ৷ 35 মিনিটে সাফল্য পায় জার্মানরা ৷ গোসেন্সের বাড়ানো গোলের দিকে ঠেলে দেন হাভার্ৎজ, সেই বল আটকাতে গিয়ে উল্টে জালে পাঠিয়ে দেন পর্তুগিজ ডিফেন্ডার রাবেন ডিয়াজ (Ruben Dias) ৷ সমতায় ফিরে জেগে ওঠে তিন বারের ইউরো জয়ীরা ৷

39 মিনিটে এগিয়ে যায় জোয়াকিম লোয়ের ছেলেরা ৷ আবারও আত্মঘাতী গোল ৷ থমাস মুলারের (Thomas Muller) শট আটকে দিলেও অরক্ষিত থাকা হোসুয়া কিমিচ (Joshua Kimmich) বল ঠেলে দেন গোলের দিকে ৷ বল আটকানোর চেষ্টা করেছিলেন রাফায়েল গুরেইরো (Raphael Guerreiro) ৷ কিন্তু তা চলে যায় জালে ৷

2-1 এ এগিয়ে থাকা জার্মানি ভয়ঙ্কর হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে ৷ পর্তুগিজ রক্ষণকে প্রেসিংয়ে নাজেহাল করে দেন কাই হাভার্ৎজ-গোসেনন্সরা ৷ 51 মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় জার্মানি ৷ বাঁদিক থেকে ওয়ান টাচ খেলে পর্তুগাল বক্সে বল নিয়ে যান মুলার ৷ সেখান থেকে পাস বাড়ান গসেনন্সকে ৷ আলতো ছোঁয়ায় পর্তুগিজ ডিফেন্সকে বোকা বানিয়ে গসেন্স বল বাড়িয়ে দেন কাই হাভার্ৎজকে ৷ ঠাণ্ডা মাথায় জার্মানিকে 3-1 এগিয়ে দেন হাভার্ৎজ ৷

জোড়া আত্মঘাতী গোলের ধাক্কায় বেসামাল পর্তুগাল , হাভার্ৎজের গোলের পর আরও মুষড়ে পড়ে ৷ এই সুযোগে তাদের আরও চেপে ধরে জার্মানরা ৷ 60 মিনিটে পর্তুগালের কফিনে শেষ পেরেকটি পোঁতেন গোসেন্স ৷ হাভার্ৎজ ডিফেন্স চেরা পাস বাড়ান কিমিচের দিকে ৷ কিমিচ ব্যাক পোস্টে ঠিকানা লেখা ক্রস বাড়ান গোসেন্সের দিকে ৷ মাথা ছুঁইয়ে 4-1 করতে সময় নেননি জার্মান ডিফেন্ডার ৷

4-1 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ 67 মিনিটে গুরেরইয়োর ফ্রিক ন্যয়ারকে বোকা বানিয়ে জোটার দিকে ঠেলে দেন রোনাল্ডো ৷ বল জালে পাঠিয়ে ব্যবধান কমান জোটা ৷ তবে এখানেই শেষ পর্তুগালের পরাক্রম ৷ ম্যাচের বাকি সময়টা আর কাজে লাগাতে পারেননি রোনাল্ডোরা ৷ 2008 , 2012-এর পর আবার জার্মানির বিরুদ্ধে হারল পর্তুগাল ৷

আরও পড়ুন : Euro 2020 : হাঙ্গেরির সঙ্গে ড্র ফ্রান্সের, আরও কঠিন হল গ্রুপ অফ ডেথ

ইউরোর ইতিহাসে টানা তিন ম্যাচ কখনই হারেনি জার্মানরা ৷ 2016 ইউরোর সেমিফাইনালের পর এবারের প্রথম ম্যাচে ফ্রান্সের (France) বিরুদ্ধে হেরেছিল জার্মানরা ৷ তবে পর্তুগাল ম্যাচে জার্মানরা বুঝিয়ে দিল গ্রুপ অফ ডেথ থেকে পরের পর্বে যেতে তারা তৈরি ৷ এদিকে এখনই পরের পর্বের রাস্তা বন্ধ হচ্ছে না পর্তুগালের ৷ 24 দলের ইউরোর নিয়ম অনুযায়ী ছ'টি গ্রুপের চারটি সেরা তৃতীয় স্থানাধিকারী দল পরের পর্বে পৌঁছাতে পারবে ৷ প্রথম ম্যাচে জেতায় তাই খানিকটা সুবিধাজনক জায়গায় রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ তবে গ্রুপের প্রথম দুইয়ে থাকতে হলে শেষ ম্যাচে ফ্রান্সকে হারাতেই হবে রোনাল্ডোদের ৷

Last Updated : Jun 20, 2021, 4:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.