নিয়ঁ, 17 মার্চ (সুইৎজ়ারল্যান্ড) : কোরোনার আতঙ্কে পিছিয়ে গেল ইউরো কাপ । চলতি বছরের 12 জুন থেকে 12 জুলাই পর্যন্ত ইউরোপের 12টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধের । কোরোনা সতর্কতায় প্রতিযোগিতা পিছিয়ে দেওয় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে । UEFA জানিয়েছে 2021 সালের 11 জুন থেকে হতে পারে এই প্রতিযোগিতা ।
বিজ্ঞপ্তিতে UEFA জানিয়েছে পুরুষ ও মহিলাদের সমস্ত ক্লাব প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রীতিম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত । মার্চ মাসে ইউরো কাপের প্লে-অফ এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । FIFAর তরফে আন্তর্জাতিক উইন্ডো জুন মাস পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । FIFA জানিয়েছে পরিস্থিতি ঠিক থাকলে জুন মাসের শুরুতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হবে ।
কোরোনা আতঙ্কের জেরে জরুরি বৈঠক ডেকেছিল UEFA-এর কার্যনির্বাহী কমিটি ৷ উপস্থিত ছিলেন 55টি সদস্য দেশের সাধারণ সচিব ও সভাপতিরা ৷ সেই সঙ্গে উপস্থিত ছিল ইউরোপের ক্লাব অ্যাসোসিয়েশন, ইউরোপীয় লিগ, ফিফা প্রো ইউরোপের প্রতিনিধিরা ৷ বৈঠকের সভাপতিত্ব করেন UEFA সভাপতি আলেকজ়ান্ডার শেফরিন ।
বৈঠক শেষে তিনি বলেন, গোটা ইউরোপ এখন এক অদৃশ্য শত্রুর মোকাবিলা করছে । বহু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । এই সময় ইউরোপ ফুটবল সম্প্রদায়ের আরও দায়িত্ব নিতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে । ফুটবেল প্রেমী, কর্মচারী এবং খেলোয়ারদের স্বাস্থ্য ঠিক রাখা UEFA-এর প্রধান লক্ষ্য ।
তিনি আরও বলেন , পরিবর্তিত পরিস্থিতিতে চলতি মরশুমের বাকি খেলাগুলি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য একাধিক প্রস্তাব উঠে এসেছে । সহকর্মীদের পরিণত আচরণে আমি গর্বিত । ইউরো পিছিয়ে দেওয়া বেশ কঠিন সিদ্ধান্ত ছিল । এর জন্য UEFA-কে বড় ক্ষতির মুখে পড়তে হবে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে মানুষের কথা ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হত ।