লন্ডন, 20 অক্টোবর: কোরোনার থাবা অব্যাহত প্রিমিয়ার লিগে ৷ 31 অগাস্ট থেকে নিয়মিত ব্যবধানে ফুটবলার ও সাপোর্ট স্টাফদের কোরোনা পরীক্ষা করা হচ্ছে ৷ গত সপ্তাহে যাঁদের পরীক্ষা করা হয়েছে তাঁদের মধ্যে আটজনের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁদের 10 দিন হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে পাঁচজন ফুটবলার ৷
বিবৃতিতে জানানো হয়েছে, 12 থেকে 18 অক্টোবরের মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ক্লাবকর্তা মিলিয়ে মোট 1 হাজার 575 জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ তাঁদের মধ্যে আট জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ সবমিলিয়ে প্রিমিয়ার লিগে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 42 ৷
গত রবিবার জানা গিয়েছিল, ঘানার হয়ে খেলে ফেরার পর ক্রিস্টাল প্যালেসের স্ট্রাইকার জর্ডন অ্যায়ু কোরোনা আক্রান্ত ৷ তাঁর শরীরে কোনও উপসর্গ নেই ৷ নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন বার্নলের ফিল বার্ডসলে ৷ তিনিও স্বাভাবিকভাবেই গতকাল তাঁর ক্লাবের হয়ে ম্যাচ খেলতে পারেননি ৷
কোরোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ যাতে সঠিকভাবে মোকাবিলা করা যায় তার জন্য কঠোর পদক্ষেপ করেছে ব্রিটেন সরকার ৷ লিভারপুর, ল্যাঙ্কাশায়ার, ল্যাঙ্কাস্টার ও বার্নলেতে কঠোর বিধিনিষেধ আরোপ হতে চলেছে ৷ এই এলাকাগুলি টিয়ার-1-এ রয়েছে ৷ টিয়ার-2-তে রয়েছে লন্ডন, ম্যাঞ্চেস্টার, বার্মিংহাম ও নিউক্যাসল ৷