ETV Bharat / sports

ডার্বির আগে বড় জয় ইস্টবেঙ্গলের, ম্যাচ সেরা এরিয়ান গোলরক্ষক ! - derby match

প্রথমার্ধে একটি গোল হলেও ছন্নছাড়া ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল । বিরতির পরে খোলস ছাড়ে লাল হলুদ । একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে এরিয়ান রক্ষণে । এসময় এরিয়ান গোলরক্ষক আবদুল কাদির ঢাল না হয়ে দাঁড়ালে রাজদীপ নন্দীর দল আরও বড় ব্যবধানে হারত । তাই ম্যাচের সেরা এরিয়ান গোলরক্ষক ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 28, 2019, 9:02 PM IST

কলকাতা, 28 অগাস্ট : মরশুমের প্রথম ডার্বির ঢাকে কাঠি । রবিবারই কলকাতা লিগের প্রথম বড় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । তার আগে নিজেদের মাঠে এরিয়ানকে 3-0 গোলে হারিয়ে দিল আলেয়ান্দ্রোর ছেলেরা । শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল-হলুদ ব্রিগেড । 26 মিনিটে গোল লক্ষ্য করে শট নেন কাসিম আয়দারা । এরিয়ান ডিফেন্ডার চিকাওয়ালির গায়ে লেগে বল বাইরে যায় । 39 মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বিদ্যাসাগর সিং । সামাদের পাস ধরে গোলে বল ঠেলতে ব্যর্থ হন । এরপর 41 মিনিটেই আসে কাঙ্খিত গোল । ব্রেন্ডনের ডান দিক থেকে করা ক্রস বিদ্যাসাগর আবার মিস করেন কিন্তু অধিনায়ক লালরেন্ডিকা রালতে গোল করতে ভুল করেননি ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল । 60 মিনিটে রোনাল্ডো অলিভিয়েরা ও কোলাডোর যুগলবন্দীতে আসে দ্বিতীয় গোল । বাঁ দিক থেকে কোলাডোর জোরালো শট গোলে ঢুকে যায় । এরপরও অনেক সুযোগ পায় ইস্টবেঙ্গল কিন্তু এরিয়ানকে লজ্জার হার থেকে বাঁচান গোলরক্ষক সায়েদ বিন আবদুল কাদের । ম্যাচের শেষলগ্নে একা আবদুলকে পেয়েও গোল করতে ব্যর্থ হন কোলাডো । যদিও 88 মিনিটে অভিষেক আম্বেকরকে ফাউল করলেও অ্যাডভান্টেজ দেন রেফারি । সেখান থেকে বল নিয়ে নিজের দ্বিতীয় গোল করে যান কোলাডো । ডার্বির কথা মাথায় রেখেই এদিন পিন্টু মহাতোকে খেলাননি আলেয়ান্দ্রো ।

প্রথমার্ধে একটি গোল হলেও ছন্নছাড়া ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল । বিরতির পরে খোলস ছাড়ে লাল হলুদ । একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে এরিয়ান রক্ষণে । এসময় এরিয়ান গোলরক্ষক আবদুল কাদির ঢাল না হয়ে দাঁড়ালে রাজদীপ নন্দীর দল আরও বড় ব্যবধানে হারত । তাই ম্যাচের সেরা এরিয়ান গোলরক্ষক ।

বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরমেন্সে খুশি আলেয়ান্দ্রো । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ও কঠিন । তাই দল প্রতিটি ম্যাচে উন্নতি করছে দেখে ভালো লাগছে । তবে আরও উন্নতির প্রয়োজন ।"

কলকাতা, 28 অগাস্ট : মরশুমের প্রথম ডার্বির ঢাকে কাঠি । রবিবারই কলকাতা লিগের প্রথম বড় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান । তার আগে নিজেদের মাঠে এরিয়ানকে 3-0 গোলে হারিয়ে দিল আলেয়ান্দ্রোর ছেলেরা । শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল-হলুদ ব্রিগেড । 26 মিনিটে গোল লক্ষ্য করে শট নেন কাসিম আয়দারা । এরিয়ান ডিফেন্ডার চিকাওয়ালির গায়ে লেগে বল বাইরে যায় । 39 মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বিদ্যাসাগর সিং । সামাদের পাস ধরে গোলে বল ঠেলতে ব্যর্থ হন । এরপর 41 মিনিটেই আসে কাঙ্খিত গোল । ব্রেন্ডনের ডান দিক থেকে করা ক্রস বিদ্যাসাগর আবার মিস করেন কিন্তু অধিনায়ক লালরেন্ডিকা রালতে গোল করতে ভুল করেননি ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল । 60 মিনিটে রোনাল্ডো অলিভিয়েরা ও কোলাডোর যুগলবন্দীতে আসে দ্বিতীয় গোল । বাঁ দিক থেকে কোলাডোর জোরালো শট গোলে ঢুকে যায় । এরপরও অনেক সুযোগ পায় ইস্টবেঙ্গল কিন্তু এরিয়ানকে লজ্জার হার থেকে বাঁচান গোলরক্ষক সায়েদ বিন আবদুল কাদের । ম্যাচের শেষলগ্নে একা আবদুলকে পেয়েও গোল করতে ব্যর্থ হন কোলাডো । যদিও 88 মিনিটে অভিষেক আম্বেকরকে ফাউল করলেও অ্যাডভান্টেজ দেন রেফারি । সেখান থেকে বল নিয়ে নিজের দ্বিতীয় গোল করে যান কোলাডো । ডার্বির কথা মাথায় রেখেই এদিন পিন্টু মহাতোকে খেলাননি আলেয়ান্দ্রো ।

প্রথমার্ধে একটি গোল হলেও ছন্নছাড়া ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল । বিরতির পরে খোলস ছাড়ে লাল হলুদ । একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে এরিয়ান রক্ষণে । এসময় এরিয়ান গোলরক্ষক আবদুল কাদির ঢাল না হয়ে দাঁড়ালে রাজদীপ নন্দীর দল আরও বড় ব্যবধানে হারত । তাই ম্যাচের সেরা এরিয়ান গোলরক্ষক ।

বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরমেন্সে খুশি আলেয়ান্দ্রো । ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ ও কঠিন । তাই দল প্রতিটি ম্যাচে উন্নতি করছে দেখে ভালো লাগছে । তবে আরও উন্নতির প্রয়োজন ।"

Intro:ডার্বির আগে দল দেখে নিলেন আলেয়ান্দ্রো

কলকাতা,২৮ অগস্টঃ মরসুমের প্রথম ডার্বির ঢাকে কাঠি। রবিবারই কলকাতা লিগের প্রথম বড় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তার আগে নিজেদের মাঠে এরিয়ানকে ৩-০ গোলে হারিয়ে দিল আলেজান্দ্রোর ছেলেরা। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লাল-হলুদ ব্রিগেড। ২৬ মিনিটেই গোলে শট করেন কাসিম আয়দারা। এরিয়ান ডিফেন্ডার চিকাওয়ালির গায়ে লেগে বল বাইরে যায়। ৩৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন বিদ্যাসাগর সিং। সামাদের পাস ধরে গোলে বল ঠেলতে ব্যর্থ হন। এরপর ৪১ মিনিটেই আসে কাঙ্খিত গোল ব্রেন্ডনের ডান দিক থেকে করা ক্রস বিদ্যাসাগর আবার মিস করেন কিন্তু অধিনায়ক লালরেন্ডিকা রালতে গোল করতে ভুল করেননি ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। ৬০ মিনিটেই রোনাল্ডো অলিভিয়েরা ও কোলাডোর যুগলবন্দীতে আসে দ্বিতীয় গোল। বাঁ দিক থেকে কোলাডোর জোরাল শট গোলে ঢুকে যায়। এরপরও অনেক সুযোগ পায় ইস্টবেঙ্গল কিন্তু এরিয়ানকে লজ্জার হার থেকে বাঁচান গোলরক্ষক সায়েদ বিন আব্দুল কাদের। ম্যাচের শেষলগ্নে একা আব্দুলকে পেয়েও গোল করতে ব্যর্থ হন কোলডো। যদিও ৮৮ মিনিটে অভিষেক আম্বকরকে ফাউল করলেও এডভান্টেজ দেন রেফারি সেখান থেকে বল নিয়ে নিজের দ্বিতীয় গোল করে যান কোলাডো। ডার্বির কথা মাথায় রেখেই এদিন পিন্টু মহাতোকে খেলাননি আলেজান্দ্রো।
প্রথমার্ধে একটি গোল হলেও ছন্নছাড়া ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। বিরতির পরে খোলস ছাড়ে লাল হলুদ। একের পর এক আক্রমনের ঢেউ আছড়ে পড়তে থাকে এরিয়ান রক্ষণে। এসময় এরিয়ান গোলরক্ষক আব্দুল কাদির ঢাল না হয়ে দাঁড়ালে রাজদীপ নন্দীর দল আরও বড় ব্যবধানে হারত। ম্যাচের সেরা এরিয়ান গোলরক্ষক।
বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে খুশি আলেয়ান্দ্রো। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন প্রতিটি ম্যাচ তার কাছে গুরুত্বপূর্ন ও কঠিন। তাই দল প্রতিটি ম্যাচে উন্নতি করছে দেখে ভালো লাগছে। তবে আরও উন্নতির প্রয়োজন।Body:EbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.