ETV Bharat / sports

জোবি জাস্টিনের সই ঘিরে বিতর্কের ইঙ্গিত - i league

নতুন মরশুমের জন্য জোবি জাস্টিনকে সই করিয়েছে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি দল ATK। নিয়ম অনুসারে কোনও ফুটবলার মরশুম শেষ হওয়ার আগে দল বদল করতে পারে না। করলেও তা ঘোষণা করা হয় না। কিন্তু ATK ইতিমধ্যেই জোবি জাস্টিনকে দলে নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে।

s
author img

By

Published : Apr 3, 2019, 11:05 PM IST

কলকাতা, ৩ এপ্রিল : দলবদলের বাজার খুলতেই বিতর্কের ইঙ্গিত বঙ্গ ফুটবলে। নতুন মরশুমের জন্য জোবি জাস্টিনকে সই করিয়েছে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি দল ATK। মরসুম শেষ হবে ৩১ মে। নিয়ম অনুসারে কোনও ফুটবলার মরশুম শেষ হওয়ার আগে দল বদল করতে পারে না। করলেও তা ঘোষণা করা হয় না। কিন্তু ATK ইতিমধ্যেই জোবি জাস্টিনকে দলে নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে। ফলে IFA-র ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ইস্টবেঙ্গল যদি এই নিয়ে অভিযোগ করে তাহলে বিতর্ক ঘনিয়ে উঠবে। এই বিষয়ে জোবি জাস্টিন বলেছেন, "টোকেন পুরানো নিয়ম। বিষয়টি নিয়ে IFA-র সঙ্গে কথা বলব।"



IFA-এর সচিব উৎপল গাঙ্গুলি বলেন, "আমাদের নিয়মে টোকেন যার ফুটবলার তার। টোকেন পাওয়া নিয়েও সমস্যা নেই। তবে জোর করে টোকেন নেওয়া হলে বা টোকেন হারিয়ে গেলে সমস্যা তৈরি হয়। কিন্তু এখানে সংশ্লিষ্ট ফুটবলারটি নিজেই টোকেন দিয়েছে। তাই বিষয়টি দেখতে হবে। তা সম্ভব হবে তখনই যদি বিষয়টি আমাদের কাছে আসে।" একই সঙ্গে তিনি বলেন, "ATK IFA-তে ফুটবলার সই করতে আসে না। তবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ATK-র পেরেন্ট বডি IFA।"

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "খবরটা শুনেছি। তবে জোবির টোকেন ক্লাবের কাছেই রয়েছে। এই অবস্থায় পুরো বিষয়টি আমরা কোয়েসকে জানাব। তারা জোবি জাস্টিনের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে সেভাবেই পদক্ষেপ গ্রহণ করা হবে।"

কলকাতা, ৩ এপ্রিল : দলবদলের বাজার খুলতেই বিতর্কের ইঙ্গিত বঙ্গ ফুটবলে। নতুন মরশুমের জন্য জোবি জাস্টিনকে সই করিয়েছে ISL-এর ফ্র্যাঞ্চাইজ়ি দল ATK। মরসুম শেষ হবে ৩১ মে। নিয়ম অনুসারে কোনও ফুটবলার মরশুম শেষ হওয়ার আগে দল বদল করতে পারে না। করলেও তা ঘোষণা করা হয় না। কিন্তু ATK ইতিমধ্যেই জোবি জাস্টিনকে দলে নেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে। ফলে IFA-র ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ইস্টবেঙ্গল যদি এই নিয়ে অভিযোগ করে তাহলে বিতর্ক ঘনিয়ে উঠবে। এই বিষয়ে জোবি জাস্টিন বলেছেন, "টোকেন পুরানো নিয়ম। বিষয়টি নিয়ে IFA-র সঙ্গে কথা বলব।"



IFA-এর সচিব উৎপল গাঙ্গুলি বলেন, "আমাদের নিয়মে টোকেন যার ফুটবলার তার। টোকেন পাওয়া নিয়েও সমস্যা নেই। তবে জোর করে টোকেন নেওয়া হলে বা টোকেন হারিয়ে গেলে সমস্যা তৈরি হয়। কিন্তু এখানে সংশ্লিষ্ট ফুটবলারটি নিজেই টোকেন দিয়েছে। তাই বিষয়টি দেখতে হবে। তা সম্ভব হবে তখনই যদি বিষয়টি আমাদের কাছে আসে।" একই সঙ্গে তিনি বলেন, "ATK IFA-তে ফুটবলার সই করতে আসে না। তবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ATK-র পেরেন্ট বডি IFA।"

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "খবরটা শুনেছি। তবে জোবির টোকেন ক্লাবের কাছেই রয়েছে। এই অবস্থায় পুরো বিষয়টি আমরা কোয়েসকে জানাব। তারা জোবি জাস্টিনের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে সেভাবেই পদক্ষেপ গ্রহণ করা হবে।"
sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.