ETV Bharat / sports

এটিকের কাছে হারের ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া বেঙ্গালুরু

author img

By

Published : Dec 28, 2020, 6:15 PM IST

চলতি মরশুমে বেঙ্গালুরু ধারাবাহিক পারফর্ম করতে পারছে না । এখনও পর্যন্ত তারা তিনটি ম্যাচে জয়, তিনটিতে ড্র এবং একটি ম্যাচে হেরেছে ।

Bfc
Bfc

মারগাও, 28 ডিসেম্বর : এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গত ম্যাচে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে । সেই হারের ধাক্কা কাটিয়ে আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সুনীল ছেত্রির বেঙ্গালুরু এফসি ।

গত সোমবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে 0-1 গোলে হারে বেঙ্গালুরু । বর্তমানে 12 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা । আজকের ম্যাচ জিতলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি এবং এটিকে মোহনবাগানের একদম কাছে চলে আসবে তারা । দুটি দলেরই পয়েন্ট 16 ।

চলতি মরশুমে বেঙ্গালুরু ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না । এখনও পর্যন্ত তারা তিনটি ম্যাচে জয়, তিনটিতে ড্র এবং একটি ম্যাচে হেরেছে । অন্যদিকে আজ তাদের প্রতিপক্ষ জামশেদপুরও গত ম্যাচে এফসি গোয়ার কাছে হেরেছে । লিগে তৃতীয় জয়ের জন্য ঝাঁপাবে তারা ।

জামশেদপুরের বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন বেঙ্গালুরু কোচ কার্লোস কুয়াদ্রত । তাঁর কথায়, "জামশেদপুর খুব ভালো খেলছে । ওরা আরও পয়েন্ট- এর যোগ্য । আজ আমাদেরকে ওদের নিয়ন্ত্রণ করতে হবে । ওদের দলের বিদেশিরা দিন দিন উন্নতি করছে । তরুণ ভারতীয় খেলোয়াড়রাও দারুণ খেলছে । প্রতিপক্ষ কড়া হলেও আমরাও পরিকল্পনা করে রেখেছি । তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব ।"

মারগাও, 28 ডিসেম্বর : এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গত ম্যাচে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে । সেই হারের ধাক্কা কাটিয়ে আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সুনীল ছেত্রির বেঙ্গালুরু এফসি ।

গত সোমবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে 0-1 গোলে হারে বেঙ্গালুরু । বর্তমানে 12 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা । আজকের ম্যাচ জিতলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মুম্বই সিটি এফসি এবং এটিকে মোহনবাগানের একদম কাছে চলে আসবে তারা । দুটি দলেরই পয়েন্ট 16 ।

চলতি মরশুমে বেঙ্গালুরু ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না । এখনও পর্যন্ত তারা তিনটি ম্যাচে জয়, তিনটিতে ড্র এবং একটি ম্যাচে হেরেছে । অন্যদিকে আজ তাদের প্রতিপক্ষ জামশেদপুরও গত ম্যাচে এফসি গোয়ার কাছে হেরেছে । লিগে তৃতীয় জয়ের জন্য ঝাঁপাবে তারা ।

জামশেদপুরের বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন বেঙ্গালুরু কোচ কার্লোস কুয়াদ্রত । তাঁর কথায়, "জামশেদপুর খুব ভালো খেলছে । ওরা আরও পয়েন্ট- এর যোগ্য । আজ আমাদেরকে ওদের নিয়ন্ত্রণ করতে হবে । ওদের দলের বিদেশিরা দিন দিন উন্নতি করছে । তরুণ ভারতীয় খেলোয়াড়রাও দারুণ খেলছে । প্রতিপক্ষ কড়া হলেও আমরাও পরিকল্পনা করে রেখেছি । তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.