ETV Bharat / state

নিজেদের চেষ্টাতেই সফলতা, 39 বছরে 1200 ছাত্রের সরকারি চাকরি - BURNPUR GRADUATE ASSOCIATION

মেস বাড়িতেই 39 বছর ধরে চলছে বার্নপুর গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন । ছাত্ররা নিজেদের চেষ্টায় বই কিনেছেন । তৈরি করেছেন লাইব্রেরি ।

Burnpur Graduate Association
বার্নপুর গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনে ছাত্ররাই নিজেদের শিক্ষক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 8:02 PM IST

আসানসোল, 28 নভেম্বর: কোথাও 'গ্র্যাজুয়েট চা-ওয়ালা', কোথাওবা আবার 'এমএ পাস ট্রেন হকার' । শিক্ষিত বেকার যুবকদের এই হতাশার গল্প আকছার শোনা যায় । সরকারি চাকরি না পাওয়ার এই 'অন্ধকার' গল্পগুলোর পাশেই এক অন্য অনুপ্রেরণার 'আলোর' গল্প শোনায় শিল্পশহর বার্নপুরের গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন ।

আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী হলেও চাকরির জন্য নামী দামি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সুযোগ পাননি, তাঁরা নিজেদের চেষ্টায় গত 39 বছর ধরে এই পাঠচক্র চালিয়ে আসছেন । জানলে আশ্চর্য হতে হয়, শুধুমাত্র নিজেদের চেষ্টায় এবং অগ্রজদের সহযোগিতায় এখনও পর্যন্ত 1200-র বেশি ছাত্রছাত্রী সরকারি চাকরি পেয়েছেন । কোনও কোনও ছাত্রছাত্রীর আবার একাধিক চাকরি পাওয়ার নজির রয়েছে ।

বার্নপুর গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাফল্যের কাহিনি (নিজস্ব চিত্র)

1985 সালে মাত্র সাতজন যুবক মিলে বার্নপুর ইস্কো কারখানার ছোট্ট একচিলতে মেসবাড়িতেই যৌথভাবে পঠনপাঠন শুরু করেন । প্রথম বছরেই আশ্চর্যজনকভাবে পাঁচজন যুবক সরকারি চাকরি পেয়ে যান । এই ঘটনায় সবার নজর ঘুরে যায় । নিজেদের চেষ্টায়, একনিষ্ঠভাবে পড়াশোনা করলে যে ফল পাওয়া যায়, তা বুঝতে পারেন বেকার যুবকরা । ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে থাকে । তৈরি হয় বার্নপুর গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন ।

প্রতিবছরই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সাফল্যের হার । আর এই সাফল্য দেখেই ইস্কো কারখানা কর্তৃপক্ষ বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের জন্য ওই মেস বাড়িতেই একটি আবাসন তাদের দিয়ে দেয় । সেখানে আলো এবং পানীয় জলের ব্যবস্থা করে দেয় ইস্কো কারখানা । সেই থেকে আজও সেই মেস বাড়িতেই 39 বছর ধরে চলছে বার্নপুর গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন । ছাত্ররা নিজেদের চেষ্টায় বই কিনেছেন । লাইব্রেরি তৈরি করেছেন এবং সেখানে একনিষ্ঠভাবে পড়াশোনা করছেন তাঁরা ।

Burnpur Graduate Association
গ্রামের পাঠচক্রে মিলেছে সফলতা (নিজস্ব ছবি)

বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক অজয় মুখোপাধ্যায় ৷ তিনি নিজেও ওই পাঠচক্র থেকেই পড়াশোনা করে বর্তমানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চাকরি করছেন ৷ সেই অজয় মুখোপাধ্যায় বলেন, "এখানে ছাত্ররা নিজেদের চেষ্টাতেই পড়াশোনা করে । প্রচুর বই আছে । তা থেকে তাঁরা পাঠ নেন । এছাড়া যে সমস্ত ছাত্ররা সরকারি চাকরি পেয়ে গিয়েছেন, কিংবা অপেক্ষাকৃত সিনিয়র, তাঁরা পড়াশোনোয় সহযোগিতা করেন । সপ্তাহে তিনদিন আকর্ষণীয় ক্যুইজ হয় ।"

Burnpur Graduate Association
39 বছরে 1200 ছাত্রের সরকারি চাকরি (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "গত 39 বছরে বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশন থেকে বারোশোরও বেশি ছাত্র সরকারি চাকরি পেয়েছে । শুধু তাই নয়, কেউ দুটি, কেউ তিনটি, কেউ পাঁচটি চাকরি পেয়েছে এমনও উদাহরণ আছে ৷ এক ছাত্র বারোটি চাকরি পেয়েছে । খুব ভালো লাগে যখন কোনও ছাত্র একাধিক সরকারি চাকরির নিয়োগপত্র নিয়ে এসে বলে, দাদা কোন চাকরিটা করব ।"

Burnpur Graduate Association
বার্নপুর গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন (নিজস্ব ছবি)

তবে বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সাফল্যের পাশাপাশি একটা খেদ রয়ে গিয়েছিল এত বছর । বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনে কখনও পঠন পাঠানোর জন্য মেয়েদের সুযোগ দেওয়া যায়নি । কারণ একটি মাত্র ঘর সেখানে ছেলেমেয়েদের একসঙ্গে পঠন-পাঠনের ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারত বলে মনে করেছিলেন পরিচালকরা । সেই কারণে শুধুমাত্র ছাত্ররা এখানে পড়াশোনা করতেন । কিন্তু এবার বার্নপুরে মেয়েদের পঠন পাঠনোর জন্য বিনামূল্যে পৃথক ব্যবস্থা হতে চলেছে । যার অনুপ্রেরণা এই বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশন ।

Burnpur Graduate Association
ছাত্রদের পাঠচক্র বার্নপুরে (নিজস্ব ছবি)

বার্নপুরের হীরাপুর আমবাগান উষসী ক্লাবের ভবনে বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ ও খেলোয়াড় কমলেন্দ্র মিশ্র শুধুমাত্র মেয়েদের পঠন পাঠনোর জন্য বিনামূল্যে একটি পাঠচক্র শুরু করেছেন । তিনি জানিয়েছেন, সেখানে প্রচুর পরিমাণে বই ও চাকরির প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন তার সবকিছুর ব্যবস্থা থাকবে । থাকবেন মহিলা শিক্ষিকারাও । ছাত্রদের পাশাপাশি এবার ছাত্রীরাও একইভাবে সফলতা পাক, এমনটাই চাইছেন সবাই ।

আসানসোল, 28 নভেম্বর: কোথাও 'গ্র্যাজুয়েট চা-ওয়ালা', কোথাওবা আবার 'এমএ পাস ট্রেন হকার' । শিক্ষিত বেকার যুবকদের এই হতাশার গল্প আকছার শোনা যায় । সরকারি চাকরি না পাওয়ার এই 'অন্ধকার' গল্পগুলোর পাশেই এক অন্য অনুপ্রেরণার 'আলোর' গল্প শোনায় শিল্পশহর বার্নপুরের গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন ।

আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী হলেও চাকরির জন্য নামী দামি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার সুযোগ পাননি, তাঁরা নিজেদের চেষ্টায় গত 39 বছর ধরে এই পাঠচক্র চালিয়ে আসছেন । জানলে আশ্চর্য হতে হয়, শুধুমাত্র নিজেদের চেষ্টায় এবং অগ্রজদের সহযোগিতায় এখনও পর্যন্ত 1200-র বেশি ছাত্রছাত্রী সরকারি চাকরি পেয়েছেন । কোনও কোনও ছাত্রছাত্রীর আবার একাধিক চাকরি পাওয়ার নজির রয়েছে ।

বার্নপুর গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাফল্যের কাহিনি (নিজস্ব চিত্র)

1985 সালে মাত্র সাতজন যুবক মিলে বার্নপুর ইস্কো কারখানার ছোট্ট একচিলতে মেসবাড়িতেই যৌথভাবে পঠনপাঠন শুরু করেন । প্রথম বছরেই আশ্চর্যজনকভাবে পাঁচজন যুবক সরকারি চাকরি পেয়ে যান । এই ঘটনায় সবার নজর ঘুরে যায় । নিজেদের চেষ্টায়, একনিষ্ঠভাবে পড়াশোনা করলে যে ফল পাওয়া যায়, তা বুঝতে পারেন বেকার যুবকরা । ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে থাকে । তৈরি হয় বার্নপুর গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন ।

প্রতিবছরই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সাফল্যের হার । আর এই সাফল্য দেখেই ইস্কো কারখানা কর্তৃপক্ষ বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের জন্য ওই মেস বাড়িতেই একটি আবাসন তাদের দিয়ে দেয় । সেখানে আলো এবং পানীয় জলের ব্যবস্থা করে দেয় ইস্কো কারখানা । সেই থেকে আজও সেই মেস বাড়িতেই 39 বছর ধরে চলছে বার্নপুর গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন । ছাত্ররা নিজেদের চেষ্টায় বই কিনেছেন । লাইব্রেরি তৈরি করেছেন এবং সেখানে একনিষ্ঠভাবে পড়াশোনা করছেন তাঁরা ।

Burnpur Graduate Association
গ্রামের পাঠচক্রে মিলেছে সফলতা (নিজস্ব ছবি)

বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক অজয় মুখোপাধ্যায় ৷ তিনি নিজেও ওই পাঠচক্র থেকেই পড়াশোনা করে বর্তমানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চাকরি করছেন ৷ সেই অজয় মুখোপাধ্যায় বলেন, "এখানে ছাত্ররা নিজেদের চেষ্টাতেই পড়াশোনা করে । প্রচুর বই আছে । তা থেকে তাঁরা পাঠ নেন । এছাড়া যে সমস্ত ছাত্ররা সরকারি চাকরি পেয়ে গিয়েছেন, কিংবা অপেক্ষাকৃত সিনিয়র, তাঁরা পড়াশোনোয় সহযোগিতা করেন । সপ্তাহে তিনদিন আকর্ষণীয় ক্যুইজ হয় ।"

Burnpur Graduate Association
39 বছরে 1200 ছাত্রের সরকারি চাকরি (নিজস্ব ছবি)

তাঁর কথায়, "গত 39 বছরে বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশন থেকে বারোশোরও বেশি ছাত্র সরকারি চাকরি পেয়েছে । শুধু তাই নয়, কেউ দুটি, কেউ তিনটি, কেউ পাঁচটি চাকরি পেয়েছে এমনও উদাহরণ আছে ৷ এক ছাত্র বারোটি চাকরি পেয়েছে । খুব ভালো লাগে যখন কোনও ছাত্র একাধিক সরকারি চাকরির নিয়োগপত্র নিয়ে এসে বলে, দাদা কোন চাকরিটা করব ।"

Burnpur Graduate Association
বার্নপুর গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন (নিজস্ব ছবি)

তবে বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সাফল্যের পাশাপাশি একটা খেদ রয়ে গিয়েছিল এত বছর । বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনে কখনও পঠন পাঠানোর জন্য মেয়েদের সুযোগ দেওয়া যায়নি । কারণ একটি মাত্র ঘর সেখানে ছেলেমেয়েদের একসঙ্গে পঠন-পাঠনের ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারত বলে মনে করেছিলেন পরিচালকরা । সেই কারণে শুধুমাত্র ছাত্ররা এখানে পড়াশোনা করতেন । কিন্তু এবার বার্নপুরে মেয়েদের পঠন পাঠনোর জন্য বিনামূল্যে পৃথক ব্যবস্থা হতে চলেছে । যার অনুপ্রেরণা এই বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশন ।

Burnpur Graduate Association
ছাত্রদের পাঠচক্র বার্নপুরে (নিজস্ব ছবি)

বার্নপুরের হীরাপুর আমবাগান উষসী ক্লাবের ভবনে বার্নপুর গ্র‍্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ ও খেলোয়াড় কমলেন্দ্র মিশ্র শুধুমাত্র মেয়েদের পঠন পাঠনোর জন্য বিনামূল্যে একটি পাঠচক্র শুরু করেছেন । তিনি জানিয়েছেন, সেখানে প্রচুর পরিমাণে বই ও চাকরির প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন তার সবকিছুর ব্যবস্থা থাকবে । থাকবেন মহিলা শিক্ষিকারাও । ছাত্রদের পাশাপাশি এবার ছাত্রীরাও একইভাবে সফলতা পাক, এমনটাই চাইছেন সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.