ETV Bharat / sports

গ্রিজ়ম্যানের জোড়া গোলে বেতিস বধ বার্সেলোনার - barcelona 5 - real Betis 2

ঘরের মাঠে 1 গোলে পিছিয়ে পড়েও রিয়াল বেতিসের বিরুদ্ধে 5-2 গোলের দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নোস্তো ভালভার্দের ছেলেরা ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক আঁতোয়েঁ গ্রিজ়ম্যান ৷

লা লিগা
author img

By

Published : Aug 26, 2019, 4:31 AM IST

Updated : Aug 26, 2019, 8:04 AM IST

বার্সেলোনা, 26 অগাস্ট : লা লিগায় জয়ে ফিরল কাতালানরা ৷ ঘরের মাঠে 1 গোলে পিছিয়ে পড়েও রিয়াল বেতিসের বিরুদ্ধে 5-2 গোলের দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নোস্তো ভালভার্দের ছেলেরা ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক আঁতোয়েঁ গ্রিজ়ম্যান ৷ অন্য তিনটি গোল কারলেন পেরেজ়, জর্ডি আলবা ও আর্তুরো ভিদাল ৷ বেতিসের হয়ে গোল দুটি করেছেন নাবিল ফেকির ও লরেনজ়ো গার্সিয়া ৷ গ্যালারীতে বসেই দলের বড় জয় দেখলেন মেসি-সুয়ারেজ ৷

ক্যাম্প ন্যুতে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বেশ চাপে ছিলেন কাতালান কোচ ৷ লিগের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার বার্সার মনোবল অনেকটাই ভেঙে দিয়েছিল ৷ তার উপর দলে নেই ত্রাতা মেসি, নেই সুয়ারেজ়ও ৷ সমর্থকরাও মাঠে আতঙ্কে ছিলেন ৷ সেই আতঙ্ক বাড়ল 15 মিনিটে ৷ লরেন মরোনের ডিফেন্স চেরা পাস ধরে বাঁ পায়ে শটে বুদ্ধিদীপ্ত গোল করেন নাবিল ফেকির ৷ 1-0 গোলে এগিয়ে যায় বেতিস ৷

আক্রমণে ঝড় তুললেও গোলের দরজা খোলা যাচ্ছিলনা ৷ অবশেষে 41 মিনিটে ডেডলক ভাঙলেন গ্রিয়েজম্যান ৷ রোজ়ি ব্লাঙ্কোসদের ঘর ভাঙতে তাঁকে বার্সেলোনায় নেওয়ার সার্থকতা বোঝালেন লিগের দ্বিতীয় ম্যাচে ৷ সার্জি রবার্তোর পাসে বাঁ পায়ে ভলি করেন গ্রিজ়ম্যান , বেতিস গোলরক্ষক দানি মার্টিনের হাত ছুঁয়ে বল চলে যায় জালে ৷

দ্বিতীয়ার্ধে অন্য বার্সা ৷ খানিকটা তার চেনা ছন্দে ৷ দেখে বোঝার উপায় নেই সেরা জুটিকে মাঠের বাইরে রেখে খেলছে কাতালানরা ৷ 51 মিনিটে ফের গোল ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রিজ়ম্যানের ৷ বক্সের ডান প্রান্ত থেকে গোল পোস্টের বাঁ প্রান্ত দিয় বল জালে জড়ান ফ্রেঞ্চ ফরোয়ার্ড ৷ 5 মিনিট পর কারলেস পেরেজ়ের গোল ৷ তাঁর মাটি ছোঁয়া শট আটকানোর কোনও উপায় ছিলনা বেতিস গোল রক্ষকের কাছে ৷

3-1 এ এগিয়ে যাওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতেই নিয়ে নেয় কাতালানরা ৷ 60 মিনিটে গোল করে বার্সার ব্যবধান বাড়ান জর্ডি আলবা ৷ বক্সের বাঁ দিক থেকে আলতো শটে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে ঠেলে দেন এই স্পেনীয় ৷ বার্সা এগিয়ে যায় 4-1 এ ৷ এর পর কিছুক্ষণ বল নিজেদের দখলে রেখে ম্যাচের গতি কমিয়ে দেয় বার্সার ফুটবলাররা ৷

77 মিনিটে বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন আর্তুরো ভিদাল ৷ বক্সের বাঁদিক থেকে পেরেজ়ের পাস ডান দিকে থাকা ভিদালের দিকে ঠেলে দেন গ্রিজ়ম্যান ৷ সেই পাস না ধরেই জালে ঠেলে দেন ভিদাল ৷ চকিতে হওয়া এই আক্রমণে বেতিস ডিফেন্স দাঁড়িয়ে যায় ৷ 5-1 এ এগিয়ে যায় কাতালানরা ৷

80 মিনিটে বেতিসের হয়ে ব্যবধান কমান লরেন ৷ বক্সের বাইরে থেকে আটমকাই দুর পাল্লার শট নেন লরেন ৷ মুহুর্তে বল জড়িয়ে যায় জালে ৷ ব্যবধান কমলেও ম্যাচ ততক্ষণে হাত থেকে বেরিয়ে গেছে ৷ দুই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 9 নম্বরে উঠে এল বার্সেলোনা ৷ কাতালানদের পরের ম্যাচ 31 অগাস্ট , প্রতিপক্ষ ওসাসুনা ৷ এদিকে 2 ম্যাচ হারায় রিয়াল বেতিস নেমে গেল লিগ টেবিলের একদম শেষে ৷

Bhopal (Madhya Pradesh), Aug 26 (ANI): A day-long 'Anant Mandi' was organised in Madhya Pradesh's Bhopal. It was arranged at Bhopal's Gandhi Bhavan. It is organised on 3rd or 4th Sunday of every month by two groups Anant and Go Rurban. 'Anant Mandi' aims to promote the practice of ecological farming.
Last Updated : Aug 26, 2019, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.