ETV Bharat / sports

ক্রোয়েশিয়ার ক্লাবের পথে এটিকে মোহনবাগানের সন্দেশ ঝিঙ্গান - মোহনবাগান ছাড়ছেন সন্দেশ ঝিঙ্গান

এটিকে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও ইউরোপের কোনও ক্লাবে খেলার সুযোগ পেলে ছেড়ে দেওয়ার কথা ছিল শর্তাবলীতে । 28 বছর বয়সী এই ডিফেন্ডার এই মরসুমে ক্রোয়েশিয়ার ক্লাবে খেলার সুযোগ হাতছাড়া করতে রাজি নন

Sandesh
ক্রোয়েশিয়ার ক্লাবের পথে এটিকে মোহনবাগানের সন্দেশ ঝিঙ্গান
author img

By

Published : Aug 8, 2021, 5:44 PM IST

কলকাতা, 8 অগস্ট : সবুজ মেরুন জার্সি ছেড়ে ক্রোয়েশিয়ার ক্লাবে পা বাড়ালেন সন্দেশ ঝিঙ্গান । প্রথম শ্রেণির ক্লাব এইচএনকে সিবেনিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন ভারতের একনম্বর ডিফেন্ডার । গত মরসুমে কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানের পক্ষে পাঁচ বছরের জন্য সই করেছিলেন সন্দেশ ঝিঙ্গান । তবে তিনি গত কয়েক বছর ধরেই ইউরোপের কোনও ক্লাবে খেলার ব্যাপারে চেষ্টা করছিলেন । সেই মতো গ্রিস, ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিভিন্ন ক্লাবে প্রস্তাব রয়েছে ।


এটিকে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও ইউরোপের কোনও ক্লাবে খেলার সুযোগ পেলে ছেড়ে দেওয়ার কথা ছিল শর্তাবলীতে । 28 বছর বয়সী এই ডিফেন্ডার এই মরসুমে ক্রোয়েশিয়ার ক্লাবে খেলার সুযোগ হাতছাড়া করতে রাজি নন । দাভর সুকেরের দেশ ইউরোপীয় ফুটবলে শক্তিশালী দল । ইউরো কাপ এবং বিশ্বকাপের আসরে তাদের ভাল পারফরম্যান্স ইতিমধ্যে নজর কেড়েছে । এই অবস্থায় সেই দেশের প্রথম শ্রেণীর ক্লাবে ভারতীয় ফুটবলারের সুযোগ পাওয়া বড় ঘটনা । বাইচুং ভুটিয়া, গুরপ্রীত সিং সান্ধুর পরে তৃতীয় ভারতীয় হিসেবে বিদেশের ক্লাবে খেলার সুযোগ পাবেন তিনি ।

এই সংক্রান্ত খবর : সন্দেশ ঝিঙ্গান অনিশ্চিত, নতুন করে ছক সাজাচ্ছেন হাবাস

ক্রোয়েশিয়ার ক্লাবে সন্দেশ ঝিঙ্গান চলে গেলে এটিকে মোহনবাগান সমস্যায় পড়বে । কোচ আন্তেনিও লোপেজ হাবাসকে দ্রুত তিরির জুটি তৈরি করতে হবে । এই মুহূর্তে আসন্ন এএফসি কাপের খেলা নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত তিনি । 14 অগস্ট এটিকে মোহনবাগান মালদ্বীপের উদ্দেশে রওনা হবে । তাই সন্দেশ ঝিঙ্গানের ক্রোয়েশিয়ার ক্লাবে সুযোগের সম্ভাবনা যেমন ভারতীয় ফুটবলের বড় বিজ্ঞাপন তেমনই তাঁর বদলি খুঁজে দলের রক্ষণ মজবুত করা হাবাসের কাছে বড় চ্যালেঞ্জ ।

কলকাতা, 8 অগস্ট : সবুজ মেরুন জার্সি ছেড়ে ক্রোয়েশিয়ার ক্লাবে পা বাড়ালেন সন্দেশ ঝিঙ্গান । প্রথম শ্রেণির ক্লাব এইচএনকে সিবেনিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন ভারতের একনম্বর ডিফেন্ডার । গত মরসুমে কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানের পক্ষে পাঁচ বছরের জন্য সই করেছিলেন সন্দেশ ঝিঙ্গান । তবে তিনি গত কয়েক বছর ধরেই ইউরোপের কোনও ক্লাবে খেলার ব্যাপারে চেষ্টা করছিলেন । সেই মতো গ্রিস, ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার বিভিন্ন ক্লাবে প্রস্তাব রয়েছে ।


এটিকে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও ইউরোপের কোনও ক্লাবে খেলার সুযোগ পেলে ছেড়ে দেওয়ার কথা ছিল শর্তাবলীতে । 28 বছর বয়সী এই ডিফেন্ডার এই মরসুমে ক্রোয়েশিয়ার ক্লাবে খেলার সুযোগ হাতছাড়া করতে রাজি নন । দাভর সুকেরের দেশ ইউরোপীয় ফুটবলে শক্তিশালী দল । ইউরো কাপ এবং বিশ্বকাপের আসরে তাদের ভাল পারফরম্যান্স ইতিমধ্যে নজর কেড়েছে । এই অবস্থায় সেই দেশের প্রথম শ্রেণীর ক্লাবে ভারতীয় ফুটবলারের সুযোগ পাওয়া বড় ঘটনা । বাইচুং ভুটিয়া, গুরপ্রীত সিং সান্ধুর পরে তৃতীয় ভারতীয় হিসেবে বিদেশের ক্লাবে খেলার সুযোগ পাবেন তিনি ।

এই সংক্রান্ত খবর : সন্দেশ ঝিঙ্গান অনিশ্চিত, নতুন করে ছক সাজাচ্ছেন হাবাস

ক্রোয়েশিয়ার ক্লাবে সন্দেশ ঝিঙ্গান চলে গেলে এটিকে মোহনবাগান সমস্যায় পড়বে । কোচ আন্তেনিও লোপেজ হাবাসকে দ্রুত তিরির জুটি তৈরি করতে হবে । এই মুহূর্তে আসন্ন এএফসি কাপের খেলা নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত তিনি । 14 অগস্ট এটিকে মোহনবাগান মালদ্বীপের উদ্দেশে রওনা হবে । তাই সন্দেশ ঝিঙ্গানের ক্রোয়েশিয়ার ক্লাবে সুযোগের সম্ভাবনা যেমন ভারতীয় ফুটবলের বড় বিজ্ঞাপন তেমনই তাঁর বদলি খুঁজে দলের রক্ষণ মজবুত করা হাবাসের কাছে বড় চ্যালেঞ্জ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.