কলকাতা, 15 মার্চ : আইএসএলে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস উঠলেও একটা অস্বস্তির কাঁটা রয়েছে অরিন্দম ভট্টাচার্যের মনে। ম্যাচের 24ঘণ্টা পরে সবুজ মেরুন ফুটবলারদের স্বাভাবিক জীবনে ফেরার স্বস্তি। জৈব বলয়ের কঠিন আবহে থেকে মাঠে সেরা পারফরম্যান্স করা মোটেই সহজ ছিল না। সেদিক থেকে আইএসএল ফাইনাল শেষ হতেই সকলেই বাঁধন ছাড়া। বাড়িতে ফেরার উদ্যোগ রয়েছে।পাশাপাশি সকলে মিলে উদযাপনের চেষ্টা রয়েছে। তাই খানা-পিনা এবং সেলফির মধ্যে দিয়ে এবারের আইএসএলকে ধরে রাখার চেষ্টা। চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি। প্রথম বার ট্রফি জয়ের আনন্দ তাঁদের শরীরী ভাষায়। চোট পেয়ে হাসপাতালে যেতে বাধ্য হওয়া অময় রানাডে সুস্থ হয়ে ফিরে আসায় স্বস্তি এবং আনন্দ একই সঙ্গে। ইতিমধ্যে সাফল্যের কৃতিত্ব দলের ফুটবলারদের দিয়েছেন মুম্বই সিটি এফসি কোচ সের্গেই লোবেরা। সকলেই বলছেন যোগ্য দল হিসেবে তারা চ্যাম্পিয়ন। তবে পাশাপাশি এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরি এবং গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুল নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে এই দুই ফুটবলারের ভুলে তীরে এসে তরী ডুবল আন্তেনিও লোপেজ হাবাসের।
প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী অবশ্য অরিন্দম ভট্টাচার্যকে সরাসরি কাঠগড়ায় তুলতে নারাজ। নিজে গোলরক্ষক ছিলেন তাই পারফরম্যান্সের সামান্য ত্রুটির জ্বালা সম্পর্কে অবহিত। "একটা ছেলে গত দুবছর ধরে ধারাবাহিক ভাবে ভালো খেলে এসেছে। একটি ভুলে তাকে দোষী সব্যস্ত করতে রাজি নই। ওই পরিস্থিতিতে ছোটভুলে বড় ক্ষতি হয়ে যায়। ফাইনালে সেটাই হয়েছে", বলছিলেন সন্দীপ নন্দী। তাঁর মতে খাতায় কলমে মুম্বাই সিটি এফসি এগিয়ে ছিল। তাছাড়া ওরা চলতি আইএসএলে র লিগ পর্বে দুবার জিতেছিল। ফাইনালে এটিকে মোহনবাগান প্রথমে গোল করায় মনে হয়েছিল হয়ত ছবি বদল হবে। কিন্তু দ্রুত ম্যাচের রাশ তুলে নিয়েছিল মুম্বাই। তার ওপর তিরির আত্মঘাতী গোল সবুজ মেরুনের গোল করে এগিয়ে থাকার সুবিধা নষ্ট করেছিল।" তিরি গত কয়েকটি ম্যাচেই খারাপ খেলছিল। সন্দেশ ঝিঙ্গানের ভালো ফুটবল তিরির খামতি ঢেকে দিচ্ছিল। ফাইনালে লেনি রডরিগেজকে কেন ম্যাচের শেষভাগে হাবাস তুলে নিলেন তা বুঝতে পারলাম না।তারপরে মুম্বাই আরও জাকিয়ে বসে", বলছিলেন সন্দীপ। তার মতে চাপের কারনেই গোল। আর সেই সময় দলের সামগ্রিক ভুল যেখানে অরিন্দম তার শিকার। তবে ভারতীয় দলে অরিন্দমের ডাক না পাওয়া মানতে পারছেন না সন্দীপ। " গোল্ডেন গ্লাভস পেয়েছে বলেই ডাক পাবে এমন কথা নেই। দলের রক্ষণভাগের সামগ্রিক পারফরম্যান্স গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পাওয়ার ক্ষেত্রে অনেক টা ভূমিকা থাকে। তবে যেখানে ধীরাজ সিং সুযোগ পাচ্ছে সেখানে অরিন্দমের ডাক না পাওয়া বিস্ময়কর" বলছেন সন্দীপ।