মাসকট, 20 অক্টোবর : এ যাত্রায় বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন সাকিব আল হাসান ৷ বিশ্বের এই অন্যতম সেরা অলরাউন্ডারের পারফরম্যান্সে ওমানকে হারাল টাইগাররা ৷ টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ ৷ মঙ্গলবার ওমানকে 26 রানে হারিয়ে সুপার 12-এ যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলাদেশ ৷
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে দেয় বাংলাদেশ বধ করা স্কটল্যান্ড ৷ ফলে মূলপর্বে উঠতে হলে ওমানের বিরুদ্ধে জিততেই হত মাহমুদুল্লাহদের ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি ৷ তবে ওমানের বিরুদ্ধেও টাইগারদের ব্যাটিং বিপর্যয় শুরু হয়েছিল ৷ দলীয় 21 রানেই লিটন দাস ও মেহেদি হাসানের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ৷ যদিও ইনিংসের হাল ধরেন সাকিব ও মহম্মদ নঈম ৷ 4.3 ওভারে সাকিব মাঠে নেমে দলকে বিপদের হাত থেকে রক্ষা করলেন ৷ অপরদিকে পেলেন মহম্মদ নইমকে ৷ 14তম ওভারে 29 বলে 42 রান করে সাকিব যখন ফিরলেন তখন বাংলাদেশের স্কোর তিন উইকেট হারিয়ে 101 ৷ মহম্মদ নইম করেন 509 বলে 64 রান ৷ এই দুজনের ব্যাটে ভর করে ওমানকে 153 রানের লক্ষ্য দেয় টাইগাররা ৷
আরও পড়ুন : T20 World Cup : পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূলপর্বের আরও কাছে স্কটিশরা
লক্ষ্য তেমন আহামরি না হলেও জেতার জন্য যথেষ্ট ছিল ৷ মোস্তাফিজুর রহমানের 4 উইকেট এই জয়ের অন্যতম কারণ ৷ 4 ওভারে 28 রান দিয়ে সাকিব তুলে নেন তিনটি উইকেট ৷ 17তম ওভারে পরপর দু বলে সাকিবের নেওয়া দুটি উইকেট ম্যাচ বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয় ৷ 127 রানেই আটকে যায় ওমান ৷
এই জয়ে টি-20 বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ ৷ তবে সুপার 12-এ জায়গা করে নিতে হলে বৃহস্পতিবার গ্রুপ বি-র ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে জিততেই হবে তাঁদের ৷ পায়ের তলায় কিছুটা জমি পেয়েছে টাইগাররা ৷ দেখা যাক সুপার 12 নিশ্চিত করতে পারেন কিনা ৷